বিষয়বস্তুতে চলুন

মহিমা মকওয়ানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Mahima Makwana
महिमा मकवाना
২০২১ সালে ‘অন্তিম’ ছবির প্রচারণায় মকওয়ানা
জন্ম (1999-08-05) ৫ আগস্ট ১৯৯৯ (বয়স ২৫)
মাতৃশিক্ষায়তনঠাকুর কলেজ অব সায়েন্স অ্যান্ড কমার্স
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৯–বর্তমান

মহিমা মকওয়ানা[] (হিন্দি: महिमा मकवाना, হিন্দুস্তানি উচ্চারণ: [məɦɪmɑː məkwɑːnɑː]; জন্ম: ৫ই আগস্ট ১৯৯৯)[] একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্রটেলিভিশন ধারাবাহিকে কাজ করেন।[] মিলে জব হম তুম এবং বালিকা বধূতে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে তিনি টিভি ধারাবাহিকে প্রবেশ করেন। সপনে সুহানে লড়কপন কেতে ‘রচনা’ চরিত্রে অভিনয় করে তিনি নজরে আসেন এবং এরপর বেশকিছু টিভি শোতে কাজ করেন। ২০২১ সালে অ্যাকশন রোমাঞ্চকর ছবি অন্তিম: দ্য ফাইনাল ট্রুথের মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্র জগতে মকওয়ানার অভিষেক ঘটে।[]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

মহিমার ১৯৯৯ সালের ৫ই আগস্ট মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। মুম্বই শহরেই তার শিক্ষা ও বেড়ে ওঠা। তার বাবা ছিলেন একজন নির্মাণ শ্রমিক যিনি মহিমার পাঁচ মাস বয়স থাকাকালে মারা যান। প্রাক্তন সমাজকর্মী মা তাকে ও তার ভাইকে লালন পালন করেন। মকওয়ানা মেরি ইম্যাকুলেট গার্লস হাই স্কুলে লেখাপড়া করেছেন।[] এরপর তিনি ঠাকুর কলেজ অব সায়েন্স অ্যান্ড কমার্স থেকে গণমাধ্যম বিষয়ের উপর স্নাতক ডিগ্রি লাভ করেছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. এই হিন্দি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় হিন্দি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mahima Makwana: On my birthday today, I just want to thank God for his blessings and practise gratitude - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২১ 
  2. "Mahima Makwana: I want to visit Purani Dilli & Karol Bagh in Delhi"Times of India। ১০ আগস্ট ২০১৭। 
  3. "Teen Times"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১২-০৮-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯ 
  4. "'Sapne Suhane...' Fame Mahima Makwana Used to Stay in a Chawl; Her Rags-to-Riches Story Will Surely Inspire You to Never Give Up!", Daily Bhaskar, ২০১৫-০৬-০১, সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৪ 
  5. "Rishton Ka Chakravyuh actor Mahima Makwana: I don't choose projects, they choose me"Indian Express। ১৭ আগস্ট ২০১৭। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]