বিষয়বস্তুতে চলুন

মহাযানসূত্রালঙ্কারকারিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মহাযান-সূত্র-অলঙ্কার-কারিকা থেকে পুনর্নির্দেশিত)

মহাযানসূত্রালঙ্কারকারিকা হলো বৌদ্ধ দর্শনের একটি প্রধান রচনা যা মৈত্রেয়নাথকে আরোপিত করা হয় যেটি এটিকে অসঙ্গে প্রেরণ করেছে বলে কথিত আছে।[১] এটি যোগাচারের দৃষ্টিকোণ থেকে মহাযান পথ উপস্থাপন করে। এটি বাইশটি অধ্যায়ে ৮০০টি শ্লোকের সমন্বয়ে গঠিত এবং বোধিসত্ত্বভূমিশাস্ত্রের সাথে বিন্যাস ও বিষয়বস্তুর যথেষ্ট মিল দেখায়, যদিও মহাযানের বৈধতা ও সত্যতা প্রমাণকারী আকর্ষণীয় প্রথম অধ্যায়টি এই কাজের জন্য অনন্য। এর সাথে যুক্ত হয়েছে বসুবন্ধুর গদ্য ভাষ্য এবং স্থিরমতি ও অন্যান্যদের দ্বারা বেশ কয়েকটি উপ-ভাষ্য; মৈত্রেয়নাথ ও বসুবন্ধু উভয়ের অংশ সংস্কৃতের পাশাপাশি তিব্বতি, চীনামঙ্গোলীয় অনুবাদে টিকে আছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

উৎস[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]