মহল, পশ্চিম বর্ধমান
মহল | |
---|---|
জনগণনা শহর | |
পশ্চিমবঙ্গ ও ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪২′১২″ উত্তর ৮৭°১৭′২২″ পূর্ব / ২৩.৭০৩৩৫২° উত্তর ৮৭.২৮৯৫৬৯° পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পশ্চিম বর্ধমান |
আয়তন | |
• মোট | ৩.৩৫৩২ বর্গকিমি (১.২৯৪৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৮৪১ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭১৩২১৯ |
টেলিফোন কোড | ০৩৪১ |
যানবাহন নিবন্ধন | ডব্লিউবি |
লোকসভা আসন | আসানসোল |
বিধানসভা আসন | পাণ্ডবেশ্বর |
ওয়েবসাইট | bardhaman |
মহল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার অন্তর্গত পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন ব্লকের একটি আদমশুমারি শহর।
ভূগোল
[সম্পাদনা]অবস্থান
[সম্পাদনা]মহল ২৩°৪২′১২″ উত্তর ৮৭°১৭′২২″ পূর্ব / ২৩.৭০৩৩৫২° উত্তর ৮৭.২৮৯৫৬৯° পূর্ব-এ অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে মহলর মোট জনসংখ্যা ছিল ৪,৮৪১ জন, যার মধ্যে ২,৫১০ (৫২%) জন পুরুষ এবং ২,৩৩১ (৪৮%) জন মহিলা ছিলেন। ০-৬ বছর বয়সীদের সংখ্যা ছিল ৬৪৭ জন। মহলর মোট সাক্ষর লোকের সংখ্যা ছিল ৩,০৭৮ জন। মোট জনসংখ্যার মধ্যে ৬ বছরের বেশি বয়সীদের সংখ্যা ছিল ৭৩.৩৯%।[১]
অবকাঠামো
[সম্পাদনা]জেলা সেন্সাস হ্যান্ডবুক ২০১৪ অনুসারে, মহল শহরটি ৩.৩৫৩২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। নাগরিক সুযোগ-সুবিধাগুলির মধ্যে জলাধার থেকে সুরক্ষিত জল সরবরাহ ব্যবস্থা, জল পরিস্রুত কেন্দ্র থেকে নলের মাধ্যমে জল সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে। শহরটিতে ৪১৮ টি গার্হস্থ্য বৈদ্যুতিন সংযোগ রয়েছে। মহলে ২ টি প্রাথমিক বিদ্যালয়, ১ টি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় পরিচালিত হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১।
- ↑ "District Census Handbook Barddhaman, Census of India 2011, Series 20, Part XII A" (পিডিএফ)। Section II Town Directory, Pages 1179-1210; Statement I: Status and Growth History, Page 1179; Statement II: Physical Aspects and Location of Towns, Page 1188; Statement III: Civic and other Amenities, Page 1191; Statement IV: Medical Facilities, Page 1196; Statement V: Educational, Recreational and Cultural Facilities, Page 1200; Statement VI:Industry and Banking, Page 1209। Directorate of census Operations V, West Bengal। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১।