মসজিদে মুফতী-এ আযম
অবয়ব
মসজিদে মুফতী-এ আযম (অতি পরিচিত "কুলুটোলা মসজিদ" নামে) ঘনবসতি পুরান ঢাকার সূত্রাপুর থানার অন্তগর্ত কুলুটোলা এলাকায় স্থাপিত। দিল্লির শেষ বাহাদুর শাহ জাফর এর সময়ে আকবরে শাহ সানী (দ্বিতীয়) এর যুগে। মসজিদে যে ঐতিহাসিক শিলা স্থাপিত হয়েছে তাঁতে ফার্সি ভাষায় এই কথা লিখা আছে।
প্রতিষ্ঠা
[সম্পাদনা]৬০ নং তনুগঞ্জ লেনে অবস্থিত মসজিদে মুফতী-এ আযম একটি সুপরিচিত মসজিদ। এই মসজিদ ঠিক কবে তৈরি করা হয়েছে বা কারা তৈরি করেছে সে বিষয়ে সুনিশ্চিত কোন তথ্য পাওযা যায় নি। তবে মসজিদের মধ্যে প্রাপ্ত একটি প্রাচীন শিলালিপির মাধ্যমে জানা যায় যে এই মসজিদ ১২৩২ হিজরী তথা ১৮১২ ঈসায়ী সনে প্রতিষ্ঠা করা হয়।
খতিবদের তালিকা
[সম্পাদনা]ক্রমিক নং | সময়কাল | নাম | মন্তব্য |
১। | ১৯৪৮-১৯৬৪ | মুফতী সাইয়্যেদ মুহাম্মদ আমীমুল ইহসান বারকাতী | |
২। | ১৯৬৪-১৯৮২ | ড. সাইয়্যেদ মুহাম্মদ নোমান বারকাতী | |
৩। | ১৯৮২-২০১৩ | মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ সাফওয়ান নোমানী | |
৪। | ২০২১-বর্তমান | ড. মো. মোফাজ্জেল হোসেন |
চিত্রশালা
[সম্পাদনা]-
Front of Masjed e Mufti - Azam
-
Mehrab of Masjed e Mufti - Azam
-
Minar of Masjed e Mufti - Azam
-
Name of Masjed e Mufti - Azam
-
The khatib of Masjed e Mufti - Azam
-
First floor of Masjed e Mufti - Azam
আরো দেখুন
[সম্পাদনা]- বাংলাদেশের মসজিদের তালিকা
- ঢাকা বিভাগের মসজিদের তালিকা