মদনপুর ইউনিয়ন, বন্দর
অবয়ব
মদনপুর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে মদনপুর ইউনিয়ন, বন্দরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৭′৫১″ উত্তর ৯০°৩১′২০″ পূর্ব / ২৩.৬৩০৮৩° উত্তর ৯০.৫২২২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নারায়ণগঞ্জ জেলা |
উপজেলা | বন্দর উপজেলা |
ইউনিয়ন | মদনপুর |
প্রতিষ্ঠা | ১৯৭১ সাল |
সরকার | |
• ধরন | ইউনিয়ন পরিষদ |
• শাসক | আঃ মতিন (ভারপ্রাপ্ত) |
আয়তন | |
• মোট | ৫.৫ বর্গকিমি (২.১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৭,৮০০ |
• জনঘনত্ব | ৬,৯০০/বর্গকিমি (১৮,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৪১১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মদনপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত একটি প্রশাসনিক এলাকা।[১]এই এলাকা
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]- মদনপুর (উত্তর)
- মদনপুর(দক্ষিণ)
- কলাবাড়ী
- ছোটবাগ
- দেওয়ানবাগ
- চাঁনপুর
- পূর্ব ফুলহর
- লাউসার
- নেহালসরদারেরবাগ
- পূর্ব কেওঢালা
- পশ্চিম কেওঢালা
- বাগদোবাড়ীয়া
- যাত্রাভিটা
- পুকুনিয়াবাড়ী
- দোবাড়ীয়া
- কাইনলিভীটা
খাল ও নদী
[সম্পাদনা]মদনপুর ইউনিয়ন পরিষদের মধ্যে কেন নদী নাই। তবে পুরাতন একটি খাল আছে যাকে “ আড়িআর খাল বলা হয়” । এটি কাচপুর শিতলক্ষ্য নদীর থেকে মদনপুর ইউনিয়ন প্রবেশ করেছে। এটি দৈর্ঘ আনুমানিক 1.5 কিলোমিটার।
হাট-বাজারের-তালিকা
[সম্পাদনা]শিরোনাম | আয়তন | চান্দিনা ভিটির সংখ্যা | ইজারা মূল্য | ঠিকানা | |
---|---|---|---|---|---|
১ | মদনপুর পুরান বাজার, বড় সাহেব বাড়ী। | 5000 ফিট | 30 | মদনপুর বাজার, কলেজ রোড, নারায়ণগঞ্জ। | |
২ | মদনপুর বাস স্টেন্ড বাজার | .50 কিলোমিটার | 200 | মদনপুর বাস স্টেন্ড । | |
৩ | চানপুর বাজার | চানপুর মদনপুর | |||
৪ | কেওঢালা বাস স্ট্যান্ড বাজার | কেওঢালা বাস স্ট্যান্ড, মদনপুর |
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তন- ৫.৫ বর্গ কি: মি: (প্রায়)
জনসংখ্যা- 37800 জন(পুরুষ19600 জন,নারী 18,200 জন) (জন্ম নিবন্ধন তথ্য অনুসারে)।
গ্রামভিত্তিক লোকসংখ্যা
আদম শুমারী ২০০১ অনুযায়ী
গ্রামের নাম | ওয়াড নং | জনসংখ্যা |
উত্তর মদনপুর | ১ | ২৩৮৫ |
দক্ষিন মদনপুর, আন্দিরপার | ২ | ২৩৯৪ |
পশ্চিম দেওয়ানবাগ | ৩ | ২৩৩৫ |
কলাবাড়ী, ছোটবাগ | ৪ | ২১৯৫ |
চাঁনপুর, উত্তর চাঁনপুর | ৫ | ২৩০২ |
লাউসার,নেহালসরদারেরবাগ,পূব ফুলহর | ৬ | ২৩৫২ |
পশ্চিম কেওঢালা | ৭ | ২৪৫৮ |
পূব কেওঢালা,বাগদোবাড়ীয়া | ৮ | ২৩৯৫ |
দোবাড়ীয়া,বিদ্যাপতি,কাইনলীভিটা | ৯ | ১৩৮৪ |
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষা প্রতিষ্ঠান
- প্রাথমিক বিদ্যালয়: ৬ টি
- উচ্চমাধ্যামিক বিদ্যালয়: ২ টি
- মাদ্রাসার সংখ্যা: ১০ টি
- কলেজের সংখ্যা: ১ টি।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]মদনপুর ইউনিয়নের কিছু প্রখ্যাত ব্যক্তি:
- আব্দুর রহমান ভূইয়া ( মদনপুর বড় সাহেব বাড়ী)
- নাজিম উদ্দিন ভূইয়া ( মদনপুর বড় সাহেব বাড়ী)
- হানিফ সাহেব ( মদনপুর ছোট সাহেব বাড়ী)
- আঃ ছাত্তার ভূইয়া ( বড় সাহেব বাড়ী)
- আলহাজ্ব কবি বাতেন বাহার (চানপুর, মদনপুর)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান- এম এ সালাম
ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | নাজিম উদ্দিন ভূইয়া | ১৯৭১-১৯৭৪ |
০২ | আলতাফ হোসেন ভূইয়া | ১৯৭৪-১৯৭৭ |
০৩ | আব্দুস সাত্তার ভূইয়া (সাবেক সংসদ সদস্য) | ১৯৭৭-১৯৮১ |
০৪ | সিরাজ মিয়া (ভারপ্রাপ্ত) | ১৯৮১-১৯৮৪ |
০৫ | নাজিমউদ্দিন ভূইয়া | ১৯৮৪-১৯৯০ |
০৬ | নাজিমউদ্দিন ভূইয়া | ১৯৯০-২০০৫ |
০৭ | আ: হাই ভূঞা (ভারপ্রাপ্ত) | ২০০৫-২০১১ |
০৮ | এম. এ. সালাম | ২০১১-বর্তমান |
০৯ | আঃ মতিন (ভারপ্রাপ্ত) | ২৯ আগস্ট ২০২৪- বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মদনপুর ইউনিয়ন"। modonpurup.narayanganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |