মদনপুর ইউনিয়ন, বন্দর
মদনপুর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে মদনপুর ইউনিয়ন, বন্দরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৭′৫১″ উত্তর ৯০°৩১′২০″ পূর্ব / ২৩.৬৩০৮৩° উত্তর ৯০.৫২২২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নারায়ণগঞ্জ জেলা |
উপজেলা | বন্দর উপজেলা ![]() |
সরকার | |
• ধরন | ইউনিয়ন পরিষদ |
• শাসক | গাজী এম এ সালাম |
আয়তন | |
• মোট | ৫.৫ বর্গকিমি (২.১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৭,৮০০ |
• জনঘনত্ব | ৬,৯০০/বর্গকিমি (১৮,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৪১১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
মদনপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত একটি প্রশাসনিক এলাকা।[১]
একনজরে মদনপুর ইউনিয়ন পরিষদ[সম্পাদনা]
নাম: মদনপুর ইউনিয়ন পরিষদ,বন্দর,নারায়নগঞ্জ।
চেয়ারম্যান:আলহাজ্ব গাজী এম এ সালাম ।
সচিব: ১জন ( মোঃ জাহিদুর রহমান)
সদস্য:১২ জন (৯জন পুরুষ,৩জন মহিলা)।
গ্রাম পুলিশ:10 জন। (১ জন দফাদার, ৯ জন গ্রাম পুলিশ)
লোকসংখ্যা: 37800 জন(পুরুষ19600 জন,নারী 18,200 জন) (জন্ম নিবন্ধন তথ্য অনুসারে)।
ভোটার সংখ্যা: ১২,২৭২ জন (পুরুষ--------জন,নারী--------জন)।
গ্রামের সংখ্যা: ১৭ টি।
ওয়ার্ড সংখ্যা: ৯ টি।
প্রাথমিক বিদ্যালয়: ৬ টি।
উচ্চমাধ্যামিক বিদ্যালয়: ২ টি।
মাদ্রাসার সংখ্যা: ১৫ টি ।
কলেজের সংখ্যা: ১ টি।
মসজিদের সংখ্যা:৪২ টি।
মন্দিরের সংখ্যা: নাই ।
এতিমখানার সংখ্যা: ৭ টি ।
মৌজার সংখ্যা: ৫ টি ।
মক্তিযোদ্ধার সংখ্যা: ১জন (বর্তমানে জিবীত)
হাসপাতালের সংখ্যা: ৫ টি(সরকারি ১ টি,প্রাইভেট ৩ টি)
পোষ্ট অফিসের সংখ্যা: ১ টি(কোড নং ১৪১১)।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
- মদনপুর (উত্তর)
- মদনপুর(দক্ষিণ)
- কলাবাড়ী
- ছোটবাগ
- দেওয়ানবাগ
- চাঁনপুর
- পূর্ব ফুলহর
- লাউসার
- নেহালসরদারেরবাগ
- পূর্ব কেওঢালা
- পশ্চিম কেওঢালা
- বাগদোবাড়ীয়া
- যাত্রাভিটা
- পুকুনিয়াবাড়ী
- দোবাড়ীয়া
- কাইনলিভীটা
খালওনদী[সম্পাদনা]
মদনপুর ইউনিয়ন পরিষদের মধ্যে কেন নদী নাই। তবে পুরাতন একটি খাল আছে যাকে “ আড়িআর খাল বলা হয়” । এটি কাচপুর শিতলক্ষ্য নদীর থেকে মদনপুর ইউনিয়ন প্রবেশ করেছে। এটি দৈর্ঘ আনুমানিক 1.5 কিলোমিটার।
হাট-বাজারের-তালিকা[সম্পাদনা]
শিরোনাম | আয়তন | চান্দিনা ভিটির সংখ্যা | ইজারা মূল্য | ঠিকানা | |
---|---|---|---|---|---|
১ | মদনপুর পুরান বাজার, বড় সাহেব বাড়ী। | 5000 ফিট | 30 | মদনপুর বাজার, কলেজ রোড, নারায়ণগঞ্জ। | |
২ | মদনপুর বাস স্টেন্ড বাজার | .50 কিলোমিটার | 200 | মদনপুর বাস স্টেন্ড । | |
৩ | চানপুর বাজার | চানপুর মদনপুর | |||
৪ | কেওঢালা বাস স্ট্যান্ড বাজার | কেওঢালা বাস স্ট্যান্ড, মদনপুর |
বিশেষ অর্জন:[সম্পাদনা]
মদনপুর ইউনিয়ণ পরিষদ বন্দর উপজেলায় ২০১৯ সালে ফুটবল খেলায় চেম্পিয়ান হয়েছে।
মদনপুর ইউনিয়নের মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসা বন্দর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার সম্মাননা অর্জন করেছে।
মাতৃস্বার্থে উন্নত ভুমিকা রাখার জন্য বিশেষ ভাবে সম্মানীত করা হয় ইউনিয়ন পরিষদকে।
ব্যাংকের সংখ্যা :[সম্পাদনা]
৭ টি। ১। জনতা ব্যাংক ২। কৃষি ব্যাংক ৩। সাউথইস্টব্যাংক ৪। প্রিমিয়ার ব্যাংক ৫। মার্কেনটাইল ৬। ডাচ বাংলা ব্যাংক ৭। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, ৮। ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং(ইউনিয়ন পরিষদের অবস্থিত) ৯। আইএফআইসি ব্যাংক
হাসপাতালের তালিকা[সম্পাদনা]
১। মা হাসপাতাল, ২। দ্বি বারাকাহ হাসপাতাল, ৩। ঈশাখা হাসপাতাল, ৪। আল বারাকাহ হাসপাতাল, ১টি সরকারি হাসপাতাল সহ আরও ছোট বড় ক্লিনিক ও ডেন্টাল কেয়ার রয়েছে ।
বাণিজ্যিক প্রতিষ্ঠান:[সম্পাদনা]
ভবন: ১। একতা সুপার মর্কেট, ২। কবি বাতেন বাহার সুপার মার্কেট, ৩। ইসলামিয়া সুপার মার্কেট, ৪। মদনপুর শপিং সেন্টার, ৫। হাজী আব্দুল হক সুপার মার্কেট, ৬। নিহাল শপিং । এছাড়া অন্যান্য এলাকায় আরও ছোট বড় মার্কেট রয়েছে ।
প্রতিষ্ঠান: ১। সুরুজ মিয়া গ্রুপ, ২। ইপিলিয়ন, ৩। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ৪। জাহিন নিটওয়্যারস, ৫। জামাল উদ্দিন টেক্সটাইল মিলস, ৬। লারিজ ফ্যাশন লি: উল্লেখযোগ্য সহ আরও প্রতিষ্ঠান রয়েছে ।
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
আয়তন- ৫.৫ বর্গ কি: মি: (প্রায়)
জনসংখ্যা- 37800 জন(পুরুষ19600 জন,নারী 18,200 জন) (জন্ম নিবন্ধন তথ্য অনুসারে)।
ভোটার সংখ্যা: ১২,২৭২ জন (পুরুষ--------জন,নারী--------জন)।
লোকসংখ্যা- ৭০০০০ জন প্রায়
গ্রামভিত্তিক লোকসংখ্যা
আদম শুমারী ২০০১ অনুযায়ী
গ্রামের নাম | ওয়াড নং | জনসংখ্যা |
উত্তর মদনপুর | ১ | ২৩৮৫ |
দক্ষিন মদনপুর, আন্দিরপার | ২ | ২৩৯৪ |
পশ্চিম দেওয়ানবাগ | ৩ | ২৩৩৫ |
কলাবাড়ী, ছোটবাগ | ৪ | ২১৯৫ |
চাঁনপুর, উত্তর চাঁনপুর | ৫ | ২৩০২ |
লাউসার,নেহালসরদারেরবাগ,পূব ফুলহর | ৬ | ২৩৫২ |
পশ্চিম কেওঢালা | ৭ | ২৪৫৮ |
পূব কেওঢালা,বাগদোবাড়ীয়া | ৮ | ২৩৯৫ |
দোবাড়ীয়া,বিদ্যাপতি,কাইনলীভিটা | ৯ | ১৩৮৪ |
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্ঠান
- প্রাথমিক বিদ্যালয়: ৬ টি।
১। মদনপুর সরকারি প্রথমিক বিদ্যালয়, ২। দেওয়ানবাগ সরকারি প্রথমিক বিদ্যালয়, ৩। লাউসারি সরকারি প্রথমিক বিদ্যালয়, ৪। পশ্চিম কিওঢালা সরকারি প্রথমিক বিদ্যালয়, ৫। বাগদোবারিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়, ৬। কাইনোলীভিটা সরকারি প্রথমিক বিদ্যালয় ।
- উচ্চমাধ্যামিক বিদ্যালয়: ২ টি।
মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়
নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসার সংখ্যা: ১০ টি ।
আলিম মাদরাসা: মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদরাসা
- কলেজের সংখ্যা: ১ টি।
নাজিম উদ্দিন ভূইয়া বিশ্ববিদ্যালয় কলেজ
দর্শনীয় স্থান[সম্পাদনা]
# | শিরোনাম | স্থান | কীভাবে যাওয়া যায় | যোগাযোগ |
---|---|---|---|---|
১ | শাইরা গার্ডন | মদনপুর ইউনিয়নের হেদায়েত পাড়া গ্রামে অবস্থিত শাইরা গার্ডেন। | মদনপুর বাসস্টেন্ড হতে রিক্স বা অটো করে মদনপুর হেদায়েতপাড়া গ্রামে আসলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত স্থান টি। নাজিম উদ্দিন ভূইয়া কলেজের বিপরীত পার্শ্বে সাইরা গার্ডেনটি অবস্থিত। | CORPORATE OFFICE
31/1, Purana Palton Sharif Complex (3rd Floor) Dhaka-1000, Bangladesh Tel: +88029581798, 9565371 Fax: +88029570557 RESORT Address[সম্পাদনা]Madanpur, Andhirpar, Bandar,Narayongong, Bangladesh (Opposite of Nazim Uddin Bhuiyan College) Cell: +8801975888728, 01746080856 +8801787696528, 01787662295 E-mail: shairagarden2010@gmail.com F: www.facebook.com/ShairaGardenResort www.shairagardenresorts.com |
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
মদনপুর ইউনিয়নের কিছু প্রখ্যাত ব্যক্তি:
- আব্দুর রহমান ভূইয়া ( মদনপুর বড় সাহেব বাড়ী)
- নাজিম উদ্দিন ভূইয়া ( মদনপুর বড় সাহেব বাড়ী)
- হানিফ সাহেব ( মদনপুর ছোট সাহেব বাড়ী)
- আঃ ছাত্তার ভূইয়া ( বড় সাহেব বাড়ী)
- আলহাজ্ব কবি বাতেন বাহার (চানপুর, মদনপুর)
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান- এম এ সালাম
# | ছবি | শিরোনাম | পদবি | ই-মেইল | মোবাইল | ওয়ার্ড নং |
---|---|---|---|---|---|---|
১ | মোহাম্মদ সালাম মিয়া | ইউপি চেয়ারম্যান | madanpuruisc@gmail.com | ০১৭১১০০৯৩৫৪ | ৭ | |
২ | সায়রা বেগম | ইউনিয়ন পরিষদের মেম্বার | madanpuruisc@gmail.com | ০১৯৪৬১৩২৬৪২ | ১,২,৩ | |
৩ | মোসাঃ নাছিমা বেগম | ইউনিয়ন পরিষদের মেম্বার | madanpuruisc@gmail.com | ০১৭২৬৩৪০৫৭৪ | ৪,৫,৬ | |
৪ | সেফালী বেগম | ইউনিয়ন পরিষদের মেম্বার | madanpuruisc@gmail.com | ০১৮৮০০৫২৬১৮ | ৭,৮,৯ | |
৫ | মোঃ শরীফ হোসেন ভূইয়া | ইউনিয়ন পরিষদের মেম্বার | madanpuruisc@gmail.com | ০১৭১২৯৫৯৪৭৩ | ১ | |
৬ | মোঃ সোহেল মিয়া | ইউনিয়ন পরিষদের মেম্বার | madanpuruisc@gmail.com | ০১৮২৭৬১৫১২৩ | ২ | |
৭ | মোঃ বাবুল ইসলাম | ইউনিয়ন পরিষদের মেম্বার | madanpuruisc@gmail.com | ০১৭৪২১৭১৫১০ | ৩ | |
৮ | মোঃ শফিকুল ইসলাম | ইউনিয়ন পরিষদের মেম্বার | madanpuruisc@gmail.com | ০১৯৪১৭২২৯০৯ | ৪ | |
৯ | মোঃ খলিলুর রহমান | ইউনিয়ন পরিষদের মেম্বার | madanpuruisc@gmail.com | ০১৭১১৪৫০৫৪৬ | ৫ |
ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | নাজিম উদ্দিন ভূইয়া | ১৯৭১-১৯৭৪ |
০২ | আলতাফ হোসেন ভূইয়া | ১৯৭৪-১৯৭৭ |
০৩ | আব্দুস সাত্তার ভূইয়া (সাবেক সংসদ সদস্য) | ১৯৭৭-১৯৮১ |
০৪ | সিরাজ মিয়া (ভারপ্রাপ্ত) | ১৯৮১-১৯৮৪ |
০৫ | নাজিমউদ্দিন ভূইয়া | ১৯৮৪-১৯৯০ |
০৬ | নাজিমউদ্দিন ভূইয়া | ১৯৯০-২০০৫ |
০৭ | আ: হাই ভূঞা (ভারপ্রাপ্ত) | ২০০৫-২০১১ |
০৮ | এম. এ. সালাম | ২০১১-বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "মদনপুর ইউনিয়ন"। modonpurup.narayanganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |