গোগনগর ইউনিয়ন
![]() | এই নিবন্ধটি উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে পরিচ্ছন্ন করা প্রয়োজন। মূল সমস্যা হল: ঐচ্ছিক তথ্য হিসেবে উল্লেখযোগ্য নয় এমন ব্যক্তিদের নাম যুক্ত হয়েছে। (জুন ২০১৯) |
![]() | এই নিবন্ধের উদাহরণ এবং দৃষ্টিভঙ্গিসমূহ সম্ভবত বিষয়বস্তুটিকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করছে না। (জুন ২০১৯) |
গোগনগর ইউনিয়ন পরিষদ | |
---|---|
ইউনিয়ন | |
নীতিবাক্য: "সর্বদা একে অন্যের পাশে" | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা |
জেলা | নারায়ণগঞ্জ |
উপজেলা | নারায়ণগঞ্জ সদর |
স্থাপিত | ১৯৪৩ |
ওয়ার্ড | ৯ টি |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | আলহাজ্ব মো: নওশেদ আলী (জাতীয় পার্টি) |
আয়তন | |
• মোট | ১.৮৭১ কিমি২ (০.৭২২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২৩,৩০৫ |
• জনঘনত্ব | ১২০০০/কিমি২ (৩২০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার২০১১ আদমশুমারী অনুযায়ী | |
• মোট | ৮২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৪০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
নারায়ণগঞ্জ সদর উপজেলার সবচেয়ে ছোট একটি ইউনিয়ন। এটি ১৯৪৩ খ্রিঃ স্থাপিত হয়।
পরিচ্ছেদসমূহ
ইতিহাস[সম্পাদনা]
ব্রিটিশ শাসন আমলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম গোগনগর ও সৈয়দপুর এলাকা নিয়ে অত্র ইউনিয়ন গঠিত হয় । ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। গোগনগর ইউনিয়নের সর্বপ্রথম চেয়ারম্যান এর নাম মো: সদর উদ্দিন দেওয়ান । পরবর্তীতে পর্যায়ক্রমে একের পর এক চেয়ারম্যান এর পরিবর্তন হয় । বর্তমান চেয়ারম্যান এর নাম আলহাজ্ব মোঃ নওশেদ আলী ।
পূর্বতন চেয়ারম্যানবৃন্দ[সম্পাদনা]
ক্রমিকনং চেয়ারম্যানবৃন্দদেরনাম
০১. মো: সদর উদ্দিন দেওয়ান ( নির্বাচিত)
০২. মো: কফিলউদ্দিন মুন্সী (ভারপ্রাপ্ত)
০৩. মো: আফছার উদ্দিন মুন্সী (ভারপ্রাপ্ত)
০৪. মো: মুজাফ্ফর আলী সিকদার (নির্বাচিত)
০৫. মো: আবুল কাশেম বেপারী (নির্বাচিত)
০৬. মো: আরব আলী ফকির (নির্বাচিত)
০৭. মো: আব্দুল গফুর চৌধুরী (ভারপ্রাপ্ত)
০৮. মো: কাছিমউদ্দিন আহম্মেদ (নির্বাচিত)
০৯. মো: আব্দুর রহমান মিয়া (ভারপ্রাপ্ত)
১০. মো: রমিজউদ্দিন মাস্টার (নির্বাচিত)
১১. ডা: মো: মোছলেহ্উদ্দিন আহমেদ (নির্বাচিত)
১২. ডা: মো: মোছলেহ্উদ্দিন আহমেদ (নির্বাচিত)
১৩. ডা: মো: মোছলেহ্উদ্দিন আহমেদ (নির্বাচিত)
১৪. মোঃ আঃ জলিল সরদার (নির্বাচিত)
১৫. ডা: মো: মোছলেহ্উদ্দিন আহমেদ (নির্বাচিত)
১৬. মজিবর রহমান সিকদার (নির্বাচিত)
১৭. মো: ফরহাদ হোসেন (ভারপ্রাপ্ত)
১৮. আলহাজ্ব নওশেদ আলী (নির্বাচিত)
১৯. আলহাজ্ব নওশেদ আলী (নির্বাচিত)- বর্তমান
গ্রামভিত্তিক লোকসংখ্যা[সম্পাদনা]
ক্রমিক নং গ্রামের নাম লোকসংখ্যা
০১. মসিনাবন্দ পূর্ব =২,৮০০জন
০২. মসিনাবন্দ উত্তর =২,০০৫জন
০৩. বাড়ীরটেক =২,০০০জন
০৪. . সৈয়দপুর পূর্ব =২,০০০জন
০৫. সৈয়দপুর পশ্চিম =২,০০০জন
০৬. সৈয়দপুর কদমতলী =২,৫০০জন
০৭. নতুন সৈয়দপুর =৩,০০০জন
০৮. পুরাতন সৈয়দপুর =৩,৫০০জন
০৯. চর সৈয়দপুর =৩,৫০০জন
মোট ২৩,৩০৫জন
খাল ও নদী[সম্পাদনা]
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার গোগনগর ইউনিয়নটি একটি অতি জনবহুল ইউনিয়ন। অত্র ইউনিয়নের পূর্ব দিকে দিয়ে বয়ে গেছে খরস্রোতা শীতলহ্মা নদী। এছাড়াও অত্র ইউনিয়নের বুক চিরে অসংখ্যা খাল প্রবাহিত হয়েছে। এক সময় এ সকল খাল দিয়ে প্রতিনিয়ত নৌকা ও ছোট ছোট লঞ্চ চলাচল করত। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, অব্যবস্থাপনার ফলে খালগুলো ভরে গেছে এবং জলস্রোত নেই বললেই চলে। অত্র ইউনিয়নের খালগুলো পূণরায় খনন করা হলে একদিকে যেমন এলাকার জলাবদ্ধতা দূর হবে, অপরদিকে গোগনগর ইউনিয়ন ফিরে পাবে তার পূর্বের অবস্থা।
কৃতি ব্যক্তি[সম্পাদনা]
🏫 মরহুম মোঃ আরব আলী ফকির (দাতা - সৈয়দপুর বঙ্গ বন্ধু উচ্চ বিদ্যালয়)
🏫 মরহুম মোঃ মোসলেহ উদ্দিন (প্রতিষ্ঠাতা - সৈয়দপুর বঙ্গ বন্ধু উচ্চ বিদ্যালয়)
🏫 আলহাজ্ব মোঃ আলমাছ আলী (দাতা - হাজী আলী হোসেন আলিম ও হাফেজী মাদ্রাসা, সৈয়দপুর, নারায়ণগঞ্জ)
🏫 আলহাজ্ব ইদি আমিন মোহাম্মদ ইব্রাহিম খলিল (কর্ণধার, সুফিয়া বিল্লাহ ফাউডেশন)
♠ আলহাজ্ব মোঃ নওশেদ আলী (চেয়ারম্যান, গোগনগর ইউনিয়ন পরিষদ)
♠ মরহুম শাহাবউদ্দিন মন্ডল (সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ সদর থানা আওমীলীগ)
♠ জসিমউদ্দিন (বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ)
⚽ এস.এম. সালাউদ্দিন (সাবেক জাতীয় ফুটবলার)
⚽ সুলতান আহমেদ (গোলকিপার আবহানি ক্লাব)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "এক নজরে গোগনগর ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারঃ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]