ভুবনেশ্বর কলিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভুবনেশ্বর কলিতা
সংসদ সদস্য, রাজ্যসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ এপ্রিল ২০২০
সংসদীয় এলাকাআসাম
সংসদ সদস্য, রাজ্যসভা
কাজের মেয়াদ
১০ এপ্রিল ২০১৪ - ৫ আগস্ট ২০১৯
সংসদীয় এলাকাআসাম
কাজের মেয়াদ
২০০৮ – ২০১৪
পূর্বসূরীদ্বিজেন্দ্র নাথ শর্মাঃ
সংসদীয় এলাকাআসাম
কাজের মেয়াদ
১৯৯০ – ১৯৯৬
উত্তরসূরীপ্রকান্ত ওয়ারিসা
সংসদীয় এলাকাআসাম
কাজের মেয়াদ
১৯৮৪ – ১৯৯০
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৯৯৮ – ১৯৯৯
পূর্বসূরীপ্রবীণ চন্দ্র শর্মা
উত্তরসূরীবিজয়া চক্রবর্তী
সংসদীয় এলাকাগুয়াহাটি
আসাম বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
২০০১ – ২০০৬
সংসদীয় এলাকারাঙ্গিয়া
বাণিজ্য, শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, আসাম সরকার
কাজের মেয়াদ
২০০২ – ২০০৪
সভাপতি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি
কাজের মেয়াদ
২০০৪ – ২০১৪
পূর্বসূরীপবন সিং ঘাটোয়ার
উত্তরসূরীঅঞ্জন দত্ত
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1951-04-01) ১ এপ্রিল ১৯৫১ (বয়স ৭৩)
রাঙ্গিয়া, আসাম, ভারত
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
(৯ আগস্ট ২০১৯ (2019-08-09)-এর হিসাব অনুযায়ী) [১]
অন্যান্য
রাজনৈতিক দল
ভারতীয় জাতীয় কংগ্রেস
প্রাক্তন শিক্ষার্থীগুয়াহাটি বিশ্ববিদ্যালয়
জীবিকারাজনীতিবিদ

ভুবনেশ্বর কলিতা (জন্ম ১ এপ্রিল ১৯৫১) হলেন একজন ভারতীয় সমাজকর্মী, রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির একজন সদস্য যিনি ২০২০ সাল থেকে আসাম থেকে রাজ্যসভার সদস্য হিসেবে ২০১৪ থেকে ২০১৯, ২০০৮ থেকে ২০১৪, ১৯৯০ থেকে ১৯৯৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কাজ করছেন।[২] তিনি ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। এর আগে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাঙ্গিয়া থেকে আসামের বিধায়ক এবং ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত আসাম সরকারের একজন মন্ত্রী এবং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন।

তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে আর্টসে মাস্টার্স এবং ১৯৭৮ সালে এলএলবি সম্পন্ন করেন। এর আগে তিনি ১৯৭১ সালে কটন কলেজ, গুয়াহাটি থেকে বিএ অধ্যয়ন করেন এবং ১৯৬৭ সালে রাঙ্গিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Former Congress Rajya Sabha chief whip Bhubaneshwar Kalita joins BJP"The Hindu (ইংরেজি ভাষায়)। PTI। ২০১৯-০৮-০৯। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৯ 
  2. "Bhubaneswar Kalita, Biswajit Daimary, Ajit Kumar Bhuyan elected to Rajya Sabha - Sentinelassam"। ১৯ মার্চ ২০২০। 
  3. "Rajya Sabha Affidavits"। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫