ভাষা পরিবারসমূহের তালিকা
এটি একটি ভাষা পরিবারসমূহের তালিকা যাতে বিচ্ছিন্ন, অশ্রেণীভুক্ত এবং অন্যান্যা প্রতেক ভাষা অন্তরভূক্ত রয়েছে।
প্রধান ভাষা পরিবার
[সম্পাদনা]ভাষার সংখ্যা অনুসারে
[সম্পাদনা]এথনোলগ-এর ২১ তম সংস্করণে প্রকাশিত তালিকা অনুসারে বিশ্বে ৭,৪৭০টি ভাষা রয়েছে। এই ভাষাগুলি যেসব ভাষা পরিবারের অন্তর্গত তাদের মধ্যে মোট ভাষাসংখ্যার কমপক্ষে ১% (অর্থাৎ ৭৫টি) ভাষা আছে এমন ভাষা পরিবারগুলির তালিকা নিচে দেওয়া হল:
- নাইজার-কঙ্গো (১,৫৪০ টি ভাষা) (২০.৬২%)
- অস্ট্রোনেশীয় (১,২৫৬ টি ভাষা) (১৬.৮১%)
- আন্তঃ-নিউ গিনি (৪৮৩ টি ভাষা) (৬.৪৭%)
- চীনা-তিব্বতি (৪৫৬ টি ভাষা) (৬.১০%)
- ইন্দো-ইউরোপীয় (৪৪৯ টি ভাষা) (৬.০১%)
- অস্ট্রেলীয় (৩৭৯ টি ভাষা) (৫.০৭%)
- আফ্রো-এশীয় (৩৭৭ টি ভাষা) (৫.০৭%)
- নীল-শাহারা (২০৫ টি ভাষা) (২.৭৪%)
- ওটো-মাঙ্গেয় (১৭৮ টি ভাষা) (২.৩৮%)
- অস্ট্রো-এশীয় (১৬৭ টি ভাষা) (২.২৪%)
- তাই-কাদাই (৯১ টি ভাষা) (১.২২%)
- দ্রাবিড় (৮৬ টি ভাষা) (১.১৫%)
- টুপীয় (৭৬ টি ভাষা) (১.০২%)
গ্লট্টোলগ ৩.২ তালিকা অনুসারে নিচে সর্ববৃহৎ সংখ্যক ভাষাযুক্ত ১৫টি ভাষা পরিবারের তালিকা দেওয়া হল:
- আটলান্টিক-কঙ্গো (নাইজার-কঙ্গো) (১,৪৩৩ টি ভাষা)
- অস্ট্রেনেশীয় (১,২৭৫ টি ভাষা)
- ইন্দো-ইউরোপীয় (৫৮৪ টি ভাষা)
- চীনা-তিব্বতি (৪৮৮ টি ভাষা)
- আফ্রো-এশীয় (৩৭৪ টি ভাষা)
- নিউক্লিয়ার ট্রান্স-নিউ গিনি (৩১৫ টি ভাষা)
- পামা-নিউঙ্গান (২৪৮ টি ভাষা)
- ওটো-মাঙ্গেয় (১৮০ টি ভাষা)
- অস্ট্রো-এশীয় (১৫৯ টি ভাষা)
- তাই-কাদাই (৯৪ টি ভাষা)
- দ্রাবিড় (৮০ টি ভাষা)
- আরাওয়াকান (৭৭ টি ভাষা)
- মান্ডে (৭৫ টি ভাষা)
- টুপীয় (৭১ টি ভাষা)
- উটো-আজটেক (৬৯ টি ভাষা)
ভাষার সংখ্যা উপভাষার সংজ্ঞার উপর নির্ভর করে অনেকটা কম বেশি হতে পারে। উদাহরণস্বরূপ লাইল ক্যাম্পবেল ২৭টি ওটো-মাঙ্গেয় ভাষার হিসাব দিয়েছেন, যদিও কোন ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত সেই ব্যাপারে তার, এথনোলগের এবং গ্লট্টোলগের মত পার্থক্য আছে।
ভাষার পরিবারসমূহ
[সম্পাদনা]
বিছিন্ন ভাষাসমূহ
[সম্পাদনা]বিছিন্ন ভাষা হল এমন ভাষা যা কোন পরিচিত পরিবারের অংশ নয় অথবা কোন ভাষা পরিবারের একমাত্র প্রতিনিধি।
মধ্য ও দক্ষিণ আমেরিকা[সম্পাদনা]
উত্তর আমেরিকা[সম্পাদনা]
|
অস্ট্রেলিয়া[সম্পাদনা]
নিউ গিনি[সম্পাদনা]
এশিয়া[সম্পাদনা]
আফ্রিকা[সম্পাদনা]
ইউরোপ[সম্পাদনা]
|
অশ্রেণীভুক্ত ভাষাসমূহ
[সম্পাদনা]কোন ভাষাকে অশ্রেণীভুক্ত বলা হয় যখন হয় সেই ভাষাকে অন্য ভাষার সাথে তুলনা করার চেষ্টা সেই ভাবে করা হয়নি, অথবা নির্ভরযোগ্য শ্রেণীকরণ করার জন্য সেই ভাষাগুলি খুব দুর্বলভাবে নথিভুক্ত করা হয়েছে। এই ধরনের ভাষাগুলি বিলুপ্ত এবং সম্ভবত শ্রেণীকরণ করার জন্য এগুলির বিষয় তেমন কোন তথ্য পাওয়া যাবে না।
আফ্রিকা
[সম্পাদনা]- ওঙ্গোটা (সম্ভবত আফ্রো-এশীয়)
- ওব্লো
- ওয়েটো
- ওরোপোম (বিলুপ্ত; সম্ভবত নকল)
- কুজার্গে (সম্ভবত আফ্রো-এশীয়)
- কোয়াডি (বিলুপ্ত; সম্ভবত খোয়)
- জালা
- ডোম্পো
- বায়োট
- বোরো (বিলুপ্ত; সম্ভবত নাইজার-কঙ্গো)
- মেরয়টিয় (বিলুপ্ত; সম্ভবত নুবীয়, নীল-শাহারা ভাষা পরিবারের প্রস্তাবিত অংশ)
- ম্প্রে (সম্ভবত নাইজার-কঙ্গো)
- রিম্বা
- লাল
- শাবো (সম্ভবত নীল-শাহারা)
- ভাজিম্বা (মাডাগাস্কার) (বিলুপ্ত)
উত্তর আমেরিকা
[সম্পাদনা]- আইশ
- আকোকিসা
- ইয়ামাসি
- কিনিপিস্সা
- কুসাবো
- কোঙ্গারি
- কোরি
- গুয়াচিচিল (মেক্সিকো)
- গুয়ালে
- টেকেসটা
- পাসকাগুলা
- বিডাই
দক্ষিণ আমেরিকা
[সম্পাদনা]- কারণকি (একুয়েডর) (বিলুপ্ত, সম্ভবত বারবাকোয়া ভাষাসমূহ)
- তাউশিরো (পেরু)
- ফ্লেচেইরোস (ব্রাজিল)
- সিনুফানা (কলম্বিয়া) (বিলুপ্ত, সম্ভবত চোকো ভাষাসমূহ)
ইউরোপ
[সম্পাদনা]- আইবেরীয় (স্পেন) (বিলুপ্ত)
- উত্তর পাইসেনীয় (ইতালি) (বিলুপ্ত)
- এটেওক্রীটীয় (ক্রীট) (বিলুপ্ত, সম্ভবত মিনোয়া ভাষার বংশধর)
- এটেওসাইপ্রীয় (সাইপ্রাস) (বিলুপ্ত)
- এলিমীয় (সিসিলি) (বিলুপ্ত)
- কামুনীয় (ইতালি) (বিলুপ্ত, সম্ভবত টাইরিসেনীয়)
- টার্টেসীয় (স্পেন,পর্তুগাল) (বিলুপ্ত)
- পায়েওনীয় (বালকান) (বিলুপ্ত, সম্ভবত ইন্দো-ইউরোপীয়)
- পিকটীয় (স্কটল্যান্ড) (বিলুপ্ত, সম্ভবত কেল্টিক)
- পেলাসজীয় (গ্রীস) (বিলুপ্ত)
- প্রত্ন-সার্ডিনীয় (বা নুরাগীয়) (সার্ডিনীয়া) (বিলুপ্ত)
- মিনোয়া (ক্রীট) (বিলুপ্ত)
- লিবুরনীয় (বালকান) (বিলুপ্ত, সম্ভবত ইন্দো-ইউরোপীয়)
- সিকানীয় (সিসিলি) (বিলুপ্ত)
- সিকেলীয় (সিসিলি) (বিলুপ্ত, সম্ভবত ইন্দো-ইউরোপীয়)
- সোরোথাপটীয় (স্পেন) (বিলুপ্ত, সম্ভবত ইন্দো-ইউরোপীয়)
এশিয়া
[সম্পাদনা]- কাসকীয় (বিলুপ্ত) (সম্ভবত হাত্তীক ভাষার সাথে সম্পর্কিত)
- কাস্সীয় (বিলুপ্ত) (সম্ভবত হুরো-উরারতীয় ভাষাসমূহের অংশ বা সেই পরিবারের সাথে সম্পর্কিত)
- কিম্মেরীয় (বিলুপ্ত) (সম্ভবত ইন্দো-ইউরোপীয়)
- কেনাবোই (বিলুপ্ত) (সম্ভবত অস্ট্রো-এশীয় ভাষা)
- গুটীয় (বিলুপ্ত)
- টামবোরা (বিলুপ্ত) (সম্ভবত আন্তঃ-নিউ গিনি ভাষাসমূহের তিমুর-আলোর-পান্টার শাখার অংশ বা সেই পরিবারের সাথে সম্পর্কিত)
- ফিলিস্তিনি (বিলুপ্ত) (সম্ভবত ইন্দো-ইউরোপীয়)
- সেন্টিনেলী (সম্ভবত ওঙ্গা ভাষাসমূহের অন্তর্গত)
ওশেনিয়া
[সম্পাদনা]- টেটেপারে (সলোমন দ্বীপপুঞ্জ)
অস্ট্রেলীয়া
[সম্পাদনা]- ওয়াকাবুঙ্গা
- ঙায়গুঙ্গু (বিলুপ্ত, সম্ভবত পামা-নিউঙ্গান)
পাপুয়া নিউগিনি
[সম্পাদনা]- আফ্রা [মৃতপ্রায়]
- এলসেঙ (সম্ভবত উচ্চ টামি)
- কাপোরি (সম্ভবত কাউরে ভাষার সাথে সম্পর্কিত)
- কিমকি
- কেমব্রা
- কেহু (সম্ভবত পূর্ব গীলভিঙ্ক উপসাগরীয় ভাষাসমূহের সাথে সম্পর্কিত)
- কোসারে (সম্ভবত কাউরে ভাষার সাথে সম্পর্কিত)
- টাউসে (সম্ভবত পূর্ব বার্ডস হেড – সেনটানি ভাষাসমূহের অংশ)
- দিবিয়াসো
- পিউ [মৃতপ্রায়] (সম্ভবত আরাই-কোমটারি ভাষাসমূহের অন্তর্গত অথবা বিছিন্ন ভাষা)
- পুরারি (সম্ভবত আন্তঃ-নিউ গিনি ভাষাসমূহের অন্তর্গত)
- বায়োনো-আওবোনো (সম্ভবত আন্তঃ-নিউ গিনি ভাষাসমূহের অন্তর্গত)
- সাপোনি (বিলুপ্ত; সম্ভবত হয় লেকস প্লেন অথবা পূর্ব বার্ডস হেড – সেনটানি ভাষাসমূহের অন্তর্গত)
- সুলকা (খুব সম্ভবত পার্শ্ববর্তী বেইনিং ভাষাসমূহ এবং কোল ভাষাসমূহের সাথে সম্পর্কিত)
বিলুপ্ত ভাষা
[সম্পাদনা]এই বিভাগটিতে বিলুপ্ত ভাষা(পরিবার) এবং এমন ভাষা পরিবারের তালিকা দেওয়া হয়েছে যার অন্তর্গত কোনও পরিচিত জীবিত ভাষা নেই। যদিও এর মধ্যে কিছু সংখ্যক ভাষা পরিবার উৎপত্তিগতভাবে স্বাধীন এবং সুপরিচিত, প্রমাণীকরণের অভাবে অনেক ভাষা পরিবারকে কোন বড় গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা কঠিন হয়ে ওঠে।
নাম | ভাষার সংখ্যা | মৃত্যুর সময়কাল | অবস্থান | প্রত্যায়তি? | প্রস্তাবিত অভিভাবক ভাষা পরিবার |
---|---|---|---|---|---|
আটাকাপা | ১ | ২০শ শতক | উত্তর আমেরিকা (লুসিয়ানা) | কিছু | |
আডাই | ১ | ১৯ম শতক | উত্তর আমেরিকা (লুসিয়ানা) | না | |
আরানামা | ১ | ১৯ম শতক | উত্তর আমেরিকা (টেক্সাস) | না | |
আলাগুইলাক | ১ | ১৮শ শতক? | উত্তর আমেরিকা (গুয়াতেমালা) | না | |
ইরুমাঙ্গুই | ১ | ১৯শ শতক? | দক্ষিণ আমেরিকা (কলম্বিয়া) | না | |
কালুসা | ১ | ১৮শ শতক? | উত্তর আমেরিকা (ফ্লোরিডা) | না | |
কায়ুসে | ১ | ১৯৩০-এর দশক | উত্তর আমেরিকা (ওরেগন) | ||
কিনিগা | ১ | ? | উত্তর আমেরিকা (উত্তরপূর্ব মেক্সিকো) | না | |
কুনজা ভাষা | ১ | ১৯৫০s? | দক্ষিণ আমেরিকা (আটাকামা) | কিছু | |
কুল্লে | ১ | ২০শ শতক | দক্ষিণ আমেরিকা (উত্তর পেরু) | না | |
কোটোনামে | ১ | ১৯শ শতক? | উত্তর আমেরিকা (টেক্সাস-মেক্সিকো সীমান্ত) | ||
গামেলা | ১ | ? | দক্ষিণ আমেরিকা (মারানিয়াও) | না | |
গোরগোতোকি | ১ | ১৭শ শতক | দক্ষিণ আমেরিকা (পূর্ব বলিভিয়া) | না | |
চুমাশা | ৬ | ১৯৬০-এর দশক | উত্তর আমেরিকা (কালিফোর্নিয়া) | ||
টিরসেনীয় ভাষাসমূহ | ৩ | ৩য় শতক | ইউরোপ | হ্যাঁ | |
তারাইরিউ | ১ | ? | দক্ষিণ আমেরিকা (পূর্ব ব্রাজিল) | না | |
তাসমানীয় ভাষাসমূহ | ৫-১৬ | ১৯০৫ | অস্ট্রেলিয়া | না | |
তুশা | ১ | ১৯শ শতক? | দক্ষিণ আমেরিকা (পূর্ব ব্রাজিল) | না | |
নাওলা | ১ | ১৯৫০-এর দশক | উত্তর আমেরিকা (মেক্সিকো) | না | |
নাটু | ১ | ১৯শ শতক? | দক্ষিণ আমেরিকা (পের্নামবুকো) | ||
পাঙ্কারারু | ১ | ২০শ শতক | দক্ষিণ আমেরিকা (পূর্ব ব্রাজিল) | না | |
পাঞ্জালেও | ১ | ১৭শ শতক | দক্ষিণ আমেরিকা (কিতো) | না | |
পূর্ব ডালি ভাষাসমূহ | ২ | ২০০৬ | অস্ট্রেলিয়া | কিছু | |
বায়েনীয় | ১ | ১৯৪০-এর দশক | দক্ষিণ আমেরিকা (বাহিয়া) | না | |
বেওথুক | ১ | ১৮২৯ | উত্তর আমেরিকা (নিউফাউন্ডল্যান্ড) | না | |
মারাটিনো | ১ | ? | উত্তর আমেরিকা (মেক্সিকো) | না | উটো-আজটেক |
মালিবু ভাষাসমূহ | ৯ | ? | দক্ষিণ আমেরিকা (কলম্বিয়া) | না | |
মুনিচি | ১ | ১৯৯০-এর দশক | দক্ষিণ আমেরিকা (লোরেতো) | কিছু | আরাকাওয়া |
শুকুরু | ১ | ? | দক্ষিণ আমেরিকা (পূর্ব ব্রাজিল) | না | শুকুরয় |
শোকো | ১-৩ | ? | দক্ষিণ আমেরিকা (পূর্ব ব্রাজিল) | না | |
সেচুরা | ১ | ১৯শ শতক? | দক্ষিণ আমেরিকা (পিউরা) | না | |
সোলানো | ১ | ১৮শ শতক | উত্তর আমেরিকা (টেক্সাস-মেক্সিকো সীমান্ত) | না | |
হুরো-উরার্তীয় ভাষাসমূহ | ২ | ৭ম খ্রীষ্টাব্দ? | এশিয়া | হ্যাঁ | আলারোডীয় |
হুয়ামোএ | ১ | ? | দক্ষিণ আমেরিকা (পের্নামবুকো) | না |
অন্যান্য শ্রেণীকরণ
[সম্পাদনা]ইশারা ভাষা
[সম্পাদনা]ভাষাগত গবেষণায় বিলম্বের কারণে ইশারা ভাষাগুলির পারিবারিক সম্পর্ক ভালভাবে প্রতিষ্ঠিত হয়নি, এবং অধিকাংশই বিছিন্ন ভাষা (দেখুন উইটমান, ১৯৯১)।[১]
ভাষা পরিবারের নাম | অবস্থান | ভাষার সংখ্যা |
---|---|---|
ফরাসি ইশারা ভাষা পরিবার | ইউরোপ, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, ফরাসিভাষী আফ্রিকা, এশিয়ার কিছু অংশ | ৫০-এর উপর |
ব্রিটিশ ইশার ভাষা পরিবার | যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা | ৪ - ১০ |
আরব ইশারা ভাষা পরিবার | আরব বিশ্বের বেশিরভাগ অঞ্চল | ৬ - ১০ |
জাপানি ইশারা ভাষা পরিবার | জাপান, কোরিয়া, তাইওয়ান | ৩ |
জার্মান ইশারা ভাষা পরিবার | জার্মানি, পোল্যান্ড, ইজরায়েল | ৩ |
সুয়েডীয় ইশারা ভাষা পরিবার | সুইডেন, ফিনল্যান্ড, পর্তুগাল | ৩ |
উপরিউক্ত ভাষা পরিবার ছাড়াও বেশ কিছু বিছিন্ন ভাষা আছে, যেমন:
- আর্মেনীয় ইশারা ভাষা
- ইনুইট ইশারা ভাষা
- চীনা ইশারা ভাষা
- মরীশীয় ইশারা ভাষা
- লিয়ঁ ইশারা ভাষা
- হাওয়াইয় ইশারা ভাষা
প্রস্তাবিত ভাষা পরিবার
[সম্পাদনা]নিচে প্রস্তাবিত ভাষা পরিবারের একটি তালিকা দেওয়া হল, যা প্রতিষ্ঠিত পরিবারগুলিকে বৃহত্তর ভাষা গোষ্ঠির সঙ্গে সংযুক্ত করেছে; এই প্রস্তাবগুলিরর প্রতি সমর্থনের তারতম্য দেখা যায়, যেমন ডিনে-ইয়েনিসেইয় ভাষাসমূহ একটি সাম্প্রতিক প্রস্তাবনা এবং এটি সাধারনত সুগৃহীত প্রস্তাব, আবার প্রত্ন-মানব ভাষা বা প্রত্ন-বিশ্ব ভাষার প্রস্তাবকে প্রায়শই প্রান্তীয় বিঞ্গান হিসাবে দেখা হয়।
প্রস্তাবিত নাম | বিবরণ | মূলধারার ঐক্যমত্য |
---|---|---|
প্রত্ন-মানব | সমস্ত জীবন্ত ভাষাগুলির পুনর্গঠিত সাধারণ পূর্বপুরুষ | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
আমেরিন্ড | আমেরিকা মহাদেশগুলির সে সমস্ত ভাষা যেগুলি এস্কিমো-অ্যালিউট বা না-ডিনে ভাষা পরিবারের অন্তর্গত নয় | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
আল্গোঙ্কীয়–ওয়াকাশীয় | প্রস্তাবিত আলগীয় ভাষাসমূহ, কুটেনাই ভাষা এবং প্রত্যাখ্যাত মোসা ভাষাসমূহ দ্বারা গঠিত | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
মোসা | উত্তর আমেরিকার উত্তর-পশ্চিম প্যাসিফিক অঞ্চলের সালিশীয়, ওয়াকাশীয়, এবং চিমাকু ভাষাসমূহ | স্প্রাখবুন্ড. |
আজটেক-টানোয়া | উটো-আজটেক এবং টানোয়া ভাষাসমূহ | সম্ভাব্য |
কোয়াহুইলটেকীয় | টেক্সাসের স্থানীয় ভাষাসমূহ | স্প্রাখবুন্ড. |
উপসাগরীয় | মার্কিন উপসাগরের চারটি বিলুপ্ত বিছিন্ন ভাষা সমেত মুস্কোগীয় ভাষাসমূহ | সম্ভাব্য |
হোক | উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের এক ডজন ভাষা | কিছু সম্ভবত, অন্যগুলি প্রত্যাখ্যাত। |
বৃহৎ-সিওউয়ীয় | সিওউয়, ইরোকোইয় এবং কাড্ডো ভাষাসমূহ এবং ইয়ুচি ভাষা | বিতর্কিত |
জে-টুপি-কারিব | দক্ষিণ আমেরিকার বৃহৎ-জে (সম্ভাব্য), টুপীয় এবং কারিব ভাষাসমূহ | সম্ভাব্য |
বৃহৎ-জে | দক্ষিণ আমেরিকার ১১টি ভাষা পরিবার | কিছু সম্ভাব্য, বাকি বিতর্কিত |
বৃহৎ-মায়া | মায়া, টোটোনাক, মিশে-জুকে ভাষাসমূহ, এবং হুয়াভে ভাষা. | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
টোটো-জুকে | মেসোআমেরিকার টোটোনাক এবং মিশে-জুকে ভাষাসমূহ | সম্ভাব্য |
বৃহৎ-পানো | পানো-টাকানা (সম্ভাব্য) এবং মোসেটেন-চোন (সম্ভাব্য) | সম্ভাব্য |
মাটকো-গাইকুরু | দক্ষিণ আমেরিকার মাটাকো, গুয়াইকুরু, মাসকয়, এবং চুরু | ? |
পেনুটীয় | উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলের কিছু ভাষা | বিতর্কিত |
কেচুমারা | কেচুয়া এবং আইমারা | বিতর্কিত |
ইয়ুকি-ওয়াপ্পো | ইয়ুকি ভাষা এবং ওয়াপ্পো ভাষা (উভয়ই বিলুপ্ত) | সম্ভবত |
বোরীয় | আফ্রিকার সাহারা অঞ্চল, নিউ গিনি, অস্ট্রেলিয়া এবং আন্দামান-নিকোবর দ্বীপপূঞ্জের ভাষাগুলি ছাড়া সকল ভাষা এর অন্তর্গত। | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
আলারোডীয় | উত্তর-পূর্ব ককেশীয় এবং হুরো-উরারতীয় | সম্ভাব্য |
চীনা-অস্ট্রোনেশীয় | চীনা-তিব্বতি, অস্ট্রোনেশীয়, এবং তাই-কাদাই | বিতর্কিত |
আস্ট্রিক | অস্ট্রো-এশীয় ভাষাসমূহ, অস্ট্রোনেশীয় এবং কখনও কখনও অন্যান্য ভাষা। | কিছু বিতর্কিত, বাকি প্রত্যাখ্যাত |
অস্ট্রো-তাই | অস্ট্রোনেশীয় এবং তাই-কাদাই | বিতর্কিত |
মিয়াও-তাই | হ্মুঙ-মিয়েন এবং তাই-কাদাই | ? |
অস্ট্রোনেশীয়–ওঙ্গা | ওঙ্গা এবং অস্ট্রোনেশীয় | সম্ভাব্য |
ডিনে–ককেশীয় | না-ডিনে, উত্তর ককেশীয় (বিতর্কিত), চীনা-তিব্বতী, ইয়েনিসেইয়, এবং অন্যান্য ভাষাসমূহ | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
কারাসুক | ইয়েনিসেইয় এবং বুরুশাস্কি | সম্ভাব্য |
ডিনে–ইয়েনিসেইয় | না-ডিনে এবং ইয়েনিসেইয় | সম্ভবত |
নস্ট্রাটীয় | উত্তর গোলার্ধের বহু বড় পরিবার। | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
ইউরেশীয় | ইউরেশীয়ার বহু পরিবার | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
ইন্দো-সেমেটীয় | ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহ এবং সেমেটীয় ভাষাসমূহ বা আফ্রো-এশীয় ভাষাসমূহ | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
ইন্দো-উরালীয় | ইন্দো-ইউরোপীয় এবং উরালীয় বা উরালীয়–ইউকাঘির (বিতর্কিত) | বিতর্কিত |
উরাল–আলতায়ীয় | উরালীয় এবং আলতায়ীয় (বিতর্কিত) | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
আলতায়ীয় | উত্তর এশীয়ার বহু ভাষা পরিবার | বিতর্কিত (স্প্রাখবুন্ড?) |
উরাল-সাইবেরীয় | উরালীয়, ইউকাঘির, এস্কিমো-অ্যালিউট এবং সম্ভবত চুকোটকো-কামচাটকা | বিতর্কিত |
উরালীয়–ইউকাঘির | উরালীয় এবং ইউকাঘির | বিতর্কিত |
নিভখ-কামচুকোটকো | নিভখ এবং চুকোটকো-কামচাটকা | ? |
ইলামীয়-দ্রাবিড় | ইলামীয় এবং দ্রাবিড় | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
পন্টীয় | উত্তর-পশ্চিম ককেশীয় এবং ইন্দো-ইউরোপীয় | বিতর্কিত |
আইবেরীয়-ককেশীয় | উত্তর-পশ্চিম ককেশীয়, উত্তর-পূর্ব ককেশীয়, এবং কার্টভেলীয় | বিতর্কিত |
উত্তর ককেশীয় | উত্তর-পশ্চিম ককেশীয় এবং উত্তর-পূর্ব ককেশীয় | বিতর্কিত |
ইন্দো-প্যাসিফিক | বিভিন্ন প্যাসিফিক ভাষা পরিবার | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
বৃহৎ-পামা-নিউঙ্গান | বিভিন্ন অস্ট্রেলীয় ভাষা পরিবার | বিতর্কিত |
কঙ্গো-সাহারা | নাইজার-কঙ্গো এবং নিল-সাহারা | বিতর্কিত |
নিল-সাহারা | মধ্য আফ্রিকার বহু ভাষা পরিবার | বিতর্কিত |
খোইসীয় | আফ্রিকার শিৎকার ব্যঞ্জনধ্বনীয় ভাষাসমূহ যেগুলি অন্য কোন পরিবারের অন্তর্গত নয় | ব্যাপকভাবে প্রত্যাখ্যাত |
না-ডিনে | সাপিরের প্রস্তাব। | বিতর্কিত |