ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান পালাক্কাডে
ধরন | সরকারি প্রকৌশল বিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০১৫ |
পরিচালক | পি.বি. সুনীল কুমার[১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৯৪ |
শিক্ষার্থী | ৯৭৮ |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | নীলা শিক্ষাঙ্গন: আইআইটি পালাক্কাডে, নীলা শিক্ষাঙ্গন, গ্রামলক্ষ্মী মুদ্রালয়মের নিকট, কাঞ্জিক্কোড়, কেরল ৬৭৮৬২৩ অস্থায়ী শিক্ষাঙ্গন: আহালিয়া সংহত শিক্ষাঙ্গন, কোজিপ্পাড়া, পালাক্কাডে, কেরালা ৬৭৮৫৫৭ |
ওয়েবসাইট | iitpkd |
ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান পালাক্কাডে বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি পালাক্কাডে (আইআইটি পালাক্কাডে বা আইআইটি পিকেডি) কেরল রাজ্যের পালাক্কাডে অবস্থিত একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠান। এটি ভারতের ২০১৪ সালের কেন্দ্রীয় বাজেটে প্রস্তাবিত পাঁচটি নতুন আইআইটি-এর মধ্যে একটি।[২] বিদ্যায়তনটি ২০১৫ সালের ৩ই আগস্ট পালাক্কাডের অহলিয়া ইন্টিগ্রেটেড ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী বিদ্যায়তন ক্ষেত্রে উদ্বোধন করা হয়েছিল।[৩][৪] কাঞ্জিক্কোড়ের নীলা বিদ্যায়তনে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল।[৫]
ইতিহাস
[সম্পাদনা]পরামর্শদাতা পরিচালক হিসাবে আইআইটি মাদ্রাজের পরিচালক ড. ভাস্কর রামামূর্তির সঙ্গে আইআইটি পালাক্কাডে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আইআইটি মাদ্রাজ সম্প্রতি অবসরপ্রাপ্ত, প্রাক্তন ডিন ও বিভিন্ন বিভাগের প্রধান সহ অভিজ্ঞ অধ্যাপকদের একটি ব্যাচকে স্থায়ী ও পরিদর্শক অধ্যাপক হিসাবে নতুন বিদ্যায়তনে নিযুক্ত করেছে।[৬] প্রফেসর-ইন-চার্জ ডক্টর পি বি সুনীল কুমার ২০১৭ সালের জানুয়ারি তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কর্তৃক পরিচালক হিসাবে নিযুক্ত হন।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "President nod for appointment of 5 new IITs directors"। ৭ জানুয়ারি ২০১৭।
- ↑ http://indiabudget.nic.in/budget2014-2015/ub2014-15/bh/bh1.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ ডিসেম্বর ২০১৭ তারিখে. Retrieved on 28 June 2015, 13:17 IST.
- ↑ "Palakkad IIT to start functioning from August"। The Hindu। ২৯ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১।
- ↑ "Temporary Campus"। IIT Palakkad।
- ↑ "കേരളത്തിന്റെ ഐ.ഐ.ടി. സ്വന്തം ക്യാമ്പസിലേക്ക്; 2020ഓടെ യാഥാര്ഥ്യമാകും"। Mathrubhumi। ৯ জানুয়ারি ২০১৯। ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১।
- ↑ "IITs in Tirupati, Palakkad now Open for Intake"। The New Indian Express। ২৫ জুন ২০১৫। ৬ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১।
- ↑ "President nod for appointment of 5 new IITs directors"। The Indian Express। ২০১৭-০১-০৭। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১।