বিষয়বস্তুতে চলুন

ভারতীয় গান্ধীয়ান পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতীয় গান্ধীয়ান পার্টি (আইজিপি) হল ভারতের কেরালা রাজ্যের একটি নিবন্ধিত কিন্তু [১] রাজনৈতিক দল[২] দলটি ২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আইজিপির জাতীয় নির্বাচন সমন্বয়কারী আশিন ইউএস, ১৭ তম সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসী লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। "#আইডেভেলপইন্ডিয়া" প্রচারের স্লোগানে আশিন ৫০৪ ভোট পেয়েছেন। দলটি ৫০৩টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। আশিন রাহুল গান্ধীর বিরুদ্ধে আমেঠি নির্বাচনী এলাকায় একটি প্রার্থীর আবেদনপত্র জমা দেন কিন্তু ফর্মটি প্রত্যাখ্যান করা হয়। আইজিপি ১৮ তম লোকসভা সাধারণ নির্বাচনের জন্য ৫৪৩ ব্যবসায়ী নেতাদের বাছাই করেছেন। এর দিকে প্রথম পদক্ষেপ হিসাবে, আশিন ১৭ তম সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Names of National, State, registered-unrecognised parties and the list of free symbols" (পিডিএফ)Election Commission of India। ১২ মার্চ ২০১৪। ২২ মে ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. http://www.ceo.kerala.gov.in/pdf/POLITICAL%2520PARTIES/pp.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ মার্চ ২০১৬ তারিখে