ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (কির্তি রিনপোছে)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান

ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: blo bzang bstan pa'i rgyal mtshan) (১৭১২-১৭৭১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের পঞ্চম কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান ১৭১২ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে র্দো-বা (ওয়াইলি: rdo ba) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ত্শে-রিং (ওয়াইলি: tshe ring) এবং তার মাতার নাম ছিল স্ক্যিদ-মো-য়াগ (ওয়াইলি: skyid mo yag)। তার দ্গে-স্লোং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস (ওয়াইলি: dge slong blo bzang 'phrin las) নামক ভিক্ষুর নিকট তিনি সূত্রতন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। ১৭৩৩ খ্রিষ্টাব্দে তিনি শেল-দ্কার-মে-লোং (ওয়াইলি: Shel dkar me long) নামক একটি তীর্থস্থানগুলির ভ্রমণ নির্দেশিকা গ্রন্থ রচনা করেন। ১৭৩৪ খ্রিষ্টাব্দে 'জিগ্স-মেদ-য়ে-শেস-গ্রাগ্স-পা (ওয়াইলি: 'jigs med ye shes grags pa) নামক এক বৌদ্ধ লামার নিকট ভিক্ষুর শপথ লাভ করেন। এই সময় পঞ্চম পাঞ্চেন লামা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ১৭৪৮ খ্রিষ্টাব্দে তিনি স্তাগ-ত্শাং-ল্হা-মো (ওয়াইলি: stag tshang lha mo) নামক বৌদ্ধবিহারে অবলোকিতেশ্বরের মন্দির নির্মাণ করান। ১৭৫৪ খ্রিষ্টাব্দে তিনি এই স্থানে একটি তন্ত্র মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন ও তিন বছর এর নির্মাণ সম্পূর্ণ হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gyatso, Thinlay (এপ্রিল ২০১৩)। "The Fifth Kirti, Lobzang Tenpai Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৯ 
পূর্বসূরী
ব্লো-ব্জাং-'জাম-দ্ব্যাংস-র্গ্যা-ম্ত্শো
ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান
পঞ্চম কির-তি রিন-পো-ছে
উত্তরসূরী
দ্গে-'দুন-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ