ব্স্তান-পা-রিন-ছেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্স্তান-পা-রিন-ছেন

ব্স্তান-পা-রিন-ছেন (ওয়াইলি: bstan pa rin chen) (১৪৭৪-১৫৫৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

প্রথম জীবন[সম্পাদনা]

ব্স্তান-পা-রিন-ছেন ১৪৭৪ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের গ্দুং-শা (ওয়াইলি: gdung sha) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল দ্কোন-ম্ছোগ-স্ক্যাব্স (ওয়াইলি: gdung sha) এবং মাতার নাম ছিল স্ক্যিদ-ব্দে (ওয়াইলি: gdung sha)। ১৪৮৯ খ্রিষ্টাব্দে তিনি দ্বুস অঞ্চলে যাত্রা করে দোন-'গ্রুব (ওয়াইলি: don 'grub) নামক এক চিকিৎসকের নিকট তিব্বতী চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেন। র্মে-রু-ব্যাম্স-পা-রিন-ছেন (ওয়াইলি: (ওয়াইলি: gdung sha)) নামক এক বৌদ্ধ লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন।[১]

পরবর্তী জীবন[সম্পাদনা]

শিক্ষালাভের শেষে তিনি দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান প্রতিষ্ঠিত থা-লা (ওয়াইলি: tha la) আশ্রমে সাত বছর সাহিত্য, কাব্য, চিকিৎসাশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে শিক্ষাপ্রদান করেন। এই সময় তাকে দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শানের পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। এরপর তিনি র্ঙ্গা-বা (ওয়াইলি: rnga ba) নামক স্থানে দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান প্রতিষ্ঠিত কা-লা-রি-কির-তি (ওয়াইলি: ka la ri kir ti) বৌদ্ধবিহারের প্রধানের পদে অধিষ্ঠিত করে নিজে কির-তি রিন-পো-ছে উপাধি্গ্রহণ করেন এবং দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শানকে মরণোত্তর প্রথম কির-তি রিন-পো-ছে হিসেবে আখ্যায়িত করেন। এই সময় তিনি জো-নাং বৌদ্ধ ধর্মসম্প্রদায়ের একটি বিহারকে বলপূর্বক দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের অধীনে নিয়ে এলে জো-নাং বৌদ্ধ ধর্মসম্প্রদায়ের পক্ষ থেকে একটি সশস্ত্র বাহিনী কা-লা-রি-কির-তি বৌদ্ধবিহারে আক্রমণ করে এবং ব্স্তান-পা-রিন-ছেন সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gyatso, Thinlay (এপ্রিল ২০১৩)। "The Second Kirti, Tenpa Rinchen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৯ 
পূর্বসূরী
দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান
ব্স্তান-পা-রিন-ছেন
দ্বিতীয় কির-তি রিন-পো-ছে
উত্তরসূরী
ব্স্তান-পা-রাব-র্গ্যাস