ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-র্নাম-র্গ্যাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: blo bzang 'phrin las rnam rgyal) (১৯১৫-১৯৩৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের নবম ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতি[সম্পাদনা]

ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-র্নাম-র্গ্যাল ১৯১৫ খ্রিষ্টাব্দে তিব্বতের দ্গা'-স্তোদ-রাগ-শুল-দ্পোন-ত্শোং (ওয়াইলি: dga' stod rag shul dpon tshong) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল থুব-ল্হা (ওয়াইলি: thub lha)। অষ্টম ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-ব্যুং-গ্নাস-'ফ্রিন-লাস-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শানের পুনর্জন্ম রূপে তাকে চিহ্নিত করার পর তাকে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) অধিষ্ঠিত করা হয়। কিন্তু ১৯৩৩ খ্রিষ্টাব্দে মাত্র আঠারো বছর বয়সে তার মৃত্যু হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (জুলাই ২০১০)। "The Ninth Chakra Tulku, Lobzang Trinle Namgyel"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৫ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-ব্যুং-গ্নাস-'ফ্রিন-লাস-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান
ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-র্নাম-র্গ্যাল
প্রথম ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু
উত্তরসূরী
'জাম-দ্পাল-ব্স্কাল-ব্জাং-'জিগ্স-মেদ-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান