ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-ব্জাং-পো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-ব্জাং-পো (ওয়াইলি: ngag dbang 'phrin las bzang po) (১৬০৭-১৬৭৬) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের চতুর্থ ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) সপ্তদশ প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-ব্জাং-পো ১৬০৭ খ্রিষ্টাব্দে তিব্বতের লোং-পো-স্তোদ-পা (ওয়াইলি: long po stod pa) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ত্শে-থার-দোন-গ্রুব (ওয়াইলি: tshe thar don grub) এবং মাতার নাম ছিল র্গ্যাল-মো (ওয়াইলি: rgyal mo)। তার জ্যৈষ্ঠ ভ্রাতা ছিলেন ছোস-ক্যি-র্গ্যাল-পো (ওয়াইলি: chos kyi rgyal po) নামক চতুর্থ 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা। শৈশবে তাকে ঙ্গাগ-দ্বাং-ছোস-'ব্যোর-ব্জাং-পো (ওয়াইলি: ngag dbang chos ’byor bzang po) নামক তৃতীয় ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) নিয়ে যাওয়া হয়, যেখানে সাংস-র্গ্যাস-'ব্যুং-গ্নাস (ওয়াইলি: sangs rgyas 'byung gnas) নামক দ্বিতীয় ঝি-বা-ল্হা (ওয়াইলি: zhi ba lha) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। তেরো বছর বয়সে তিনি ল্হো-ছোস-খ্রি-থাং (ওয়াইলি: lho chos khri thang) নামক স্থানে বসবাস শুরু করেন ও পরবর্তী চার বছর তিব্বতের বিভিন্ন স্থানে যাত্রা করেন। ১৬২৫ খ্রিষ্টাব্দে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের ষোড়শ প্রধান তথা তার জ্যৈষ্ঠ ভ্রাতা ছোস-ক্যি-র্গ্যাল-পো মধ্য তিব্বত যাত্রা করলে তিনি দুই বছরের জন্য এই বিহারের অন্তর্বর্তী প্রাধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৬৩৭ খ্রিষ্টাব্দে ছোস-ক্যি-র্গ্যাল-পো ফিরে এলে তিনি মধ্য তিব্বতে যাত্রা করেন। ১৬২৯ খ্রিষ্টাব্দে চতুর্থ পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। এরপর তিনি ল্চাগ্স-রা (ওয়াইলি: lcags ra) এবং ছোস-খ্রি-ছু-ম্দো (ওয়াইলি: chos khri chu mdo) বৌদ্ধবিহার দুটির প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই দুইটি বিহারের প্রভূত সংস্কার সাধন করেন। ১৬৪৩ খ্রিষ্টাব্দে ছোস-ক্যি-র্গ্যাল-পো মৃত্যুবরণ করলে তিনি ঝি-বা-ব্জাং-পো (ওয়াইলি: sangs rgyas 'byung gnas) নামক তৃতীয় ঝি-বা-ল্হা (ওয়াইলি: zhi ba bzang po) উপাধিধারী বৌদ্ধ লামার বিশেশ সহায়কের দায়িত্ব পালন করেন এবং পঞ্চম 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা হিসেবে র্গ্যাল-বা-র্গ্যা-ম্ত্শোকে চিহ্নিত করেন। শেষ জীবনে তিনি ল্চাগ্স-রা (ওয়াইলি: lcags ra) বৌদ্ধবিহারে বসবাস করেন ও সেখানেই ১৬৬৭ খ্রিষ্টাব্দে তার মৃত্যু হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (জুলাই ২০১০)। "The Fourth Chakra Tulku, Ngawang Trinle Zangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১০ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ছোস-'ব্যোর-ব্জাং-পো
ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-ব্জাং-পো
চতুর্থ ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন-ল্হুন-গ্রুব
পূর্বসূরী
ছোস-ক্যি-র্গ্যাল-পো
ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-ব্জাং-পো
ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের সপ্তদশ প্রধান
উত্তরসূরী
ঝি-বা-ব্জাং-পো