ঙ্গাগ-দ্বাং-ছোস-'ব্যোর-ব্জাং-পো
ঙ্গাগ-দ্বাং-ছোস-'ব্যোর-ব্জাং-পো (ওয়াইলি: ngag dbang chos 'byor bzang po) (১৫৯৫-১৬০৬) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের তৃতীয় ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
[সম্পাদনা]ঙ্গাগ-দ্বাং-ছোস-'ব্যোর-ব্জাং-পো ১৫৯৫ খ্রিষ্টাব্দে তিব্বতের কোংপো অঞ্চলের লোং-পো-স্তোদ-পা (ওয়াইলি: long po stod pa) নামক স্থানে জন্মগ্রহণ করেন। শৈশবে ছোস-র্জে-ঙ্গাগ-দ্বাং (ওয়াইলি: chos rje ngag dbang) নামক দ্বিতীয় ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করার পর তাকে ব্ক্রা-শিস-ছোস-লুং (ওয়াইলি: bkra shis chos lung) বৌদ্ধবিহারে নিয়ে যাওয়া হয়। তিনি ম্থোং-বা-দোন-ল্দান (ওয়াইলি: mthong ba don ldan) নামক তৃতীয় 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামার নিকট শিক্ষালাভ করেন। ১৬০৪ খ্রিষ্টাব্দ থেকে তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) বসবাস শুরু করেন যেখানে ১৬০৬ খ্রিষ্টাব্দে তার মৃত্যু ঘটে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Chhosphel, Samten (জুলাই ২০১০)। "The Third Chakra Tulku, Ngawang Chojor Zangpo"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৭।
পূর্বসূরী ছোস-র্জে-ঙ্গাগ-দ্বাং |
ঙ্গাগ-দ্বাং-ছোস-'ব্যোর-ব্জাং-পো তৃতীয় ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু |
উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-ব্জাং-পো |