ব্যান্ডেল চিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যান্ডেল চিজ
উৎপত্তিস্থলভারত
অঞ্চলপূর্ব ভারত, পশ্চিমবঙ্গ
নগরব্যান্ডেল, হুগলী, চুঁচুড়া, চন্দননগর, তারকেশ্বর
দুগ্ধের উৎসগোরু
পাসচারাইজকৃতনা
গঠনবিন্যাসCrumbly Semi-Soft
আয়তনবৃত্তাকার, ব্যাস=1 ইঞ্চি, উচ্চতা=1/4 ইঞ্চি
ওজনপরিবর্তনশীল
নামকরণব্যান্ডেল
উইকিমিডিয়া কমন্সে সম্পর্কিত মিডিয়া

ব্যান্ডেল চিজ হলো পূর্ব-ভারতের ব্যান্ডেলে অবস্থিত পর্তুগিজ কলোনিতে উৎপাদিত এশিয়া মহাদেশের চিজ।

ব্যান্ডেল চিজ (ধূমায়িত)
ব্যান্ডেল চিজ (প্লেন)

বর্তমানে এর উৎপাদন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা সন্নিহিত তারকেশ্বর ও বাঁকুড়ার বিষ্ণুপুরের হয়।[১][২] লেবুর রস দিয়ে দুধ থেকে ছানা পৃথক করে এগুলো বানানো হয়। ছাঁচে ফেলে তারপর সেগুলো ছোটো ঝুড়িতে ভরা হয়। তারপর তাতে ধোঁয়া ঢোকানো হয় অর্থাৎ ধূমায়িত করা হয়। ফলে শুকনো ঝুরঝুরে আর ধোঁয়াটে স্বাদের জন্য এই চিজ বিখ্যাত ও সুপরিচিত। তৈরির সময়  এটি ভালো ঘ্রাণ ও তাজা ভাবে পাওয়া যায়।

এটি  দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক ও লবণযুক্ত নরম ধরনের চিজ অসংখ্য ছিদ্রযুক্ত পাত্রেই তৈরি হয়। তাই ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকৃতি আকারের হয় এই লবণাক্ত চিজ। অনেকটা সুরাটে তৈরি পনিরের মতোই তবে গাভীর দুধেই তৈরি হয়। ব্যান্ডেল চিজ প্রধানত দু'রকমের হয় - সাদা রঙের সাধারণ চিজ ও বাদামি স্মোকড চিজ।[৩][৪] ব্যান্ডেল চিজ ভালই লবণাক্ত, তাই সংরক্ষণ সম্ভব।[৫]

বৈজ্ঞানিক গবেষণা[সম্পাদনা]

২০১৭ খ্রিস্টাব্দে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বিভাগের বিজ্ঞানীরা বৈজ্ঞানিক গবেষণা শুরু করেছেন। তারা পশিম বঙ্গ সরকারের  বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অর্থানুকূল্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উৎপাদনের লক্ষে পৌঁছানোর জন্য সচেষ্ট আছেন। দেশে ও বিদেশের বাজারে এর চাহিদা এবং সেই সাথে অর্থনৈতিক সম্ভাবনার দিকটির খতিয়ে দেখাটাও যোজনার অন্তর্ভুক্ত। [৬] যে সমস্ত কারিগর এর উৎপাদনের সাথে যুক্ত আছেন, তাদের প্রশিক্ষণে বিষয়টিও যোজনার উদ্দেশ্য। বর্তমানে হুগলি জেলার আরামবাগ সন্নিহিত এক গ্রামের একটি পরিবার এই চিজ উৎপাদনে জড়িত। এই ধরনের ঘরোয়া কিন্তু স্থানভিত্তিক উৎকর্ষ পণ্য নিয়ে গবেষণা জরুরি, কেননা আরও তথ্য পাওয়া সম্ভব হলে,  ব্যান্ডেল চিজ়ের জন্যও একটি ভৌগোলিক সূচক তকমা আদায় করা যেতে পারে। [৭]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Say cheese"The Times Of India। ৩০ জুলাই ২০০৬। 
  2. "Indian entrepreneurs are churning out all varieties of gourmet cheeses"The Telegraph। Calcutta, India। ৬ সেপ্টেম্বর ২০০৯। 
  3. "CHEESE AND CHEESE PRODUCTS" 
  4. "ALL YOU WANTED TO KNOW ABOUT LOCAL CHEESE — KALIMPONG TO BANDEL"The Telegraph, Calcatta। Calcutta, India। মে ৩, ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৪ 
  5. "Food"The Telegraph, Kolkata (Graphti)। Calcutta, India। ৩ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪ 
  6. বসু, রিজু (১৪ জানুয়ারি ২০১৮)। "ব্যান্ডেল চিজ-কে তুলে ধরতে উৎসুক রাজ্য"। আনন্দ বাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১ 
  7. বসু, রিজু (২১ জানুয়ারি ২০২১)। "অচেনা ব্যান্ডেল চিজ়ের উৎস সন্ধান"। আনন্দ বাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]