ব্যবহারকারী আলাপ:Zaheen/Leipzig Gloss

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Tanay barisha কর্তৃক ৪ বছর পূর্বে "লাইপৎসিশ আন্তঃপংক্তি টীকা" অনুচ্ছেদে

লাইপৎসিশ আন্তঃপংক্তি টীকা[সম্পাদনা]

এই আলোচনার রেশ ধরে... দারুন কাজ করছেন যে!! সময় নিয়ে দেখতে হবে। বাংলার অর্থের পাশের কলামে কি ইংরেজির অর্থটা দেওয়া যাবে (শুধু মাত্র এই খসড়ার ক্ষেত্রে)? তাহলে তুলনা করতে সুবিধা হবে। আর একটা বিষয় (যদিও এই খসড়ার সাথে সরাসরি যুক্ত নয়) হলো এই গ্লসে তো abl, attr, pers ইত্যাদি লেখা হচ্ছে, বাংলায় কীভাবে সেগুলো লিখবো? তার জন্য তো আলাদা টীকাকরণ পদ্ধতি ঠিক করতে হবে। য় ১০:০০, ১৮ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপাতত পাশাপাশি দুটো ওয়েব পেজ খুলে একপাশে বাংলা আরেকপাশে ইংরেজি সংস্করণটা রেখে তুলনা করতে পারেন। বাংলা গ্লস করাটা কি এখানে এখন দরকার? সেটা করে অন্য কাউকে ভাষাবৈজ্ঞানিক প্রকাশনাতে ছাপাতে হবে। কারণ সেটা বেশ অভিনব একটা ব্যাপার হবে।--অর্ণব (আলাপ | অবদান) ০৩:৪১, ২১ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Tanay barisha:--অর্ণব (আলাপ | অবদান) ০৬:২১, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Zaheen:, দেখেছি। আসলে কর্মব্যস্ততার পরে যেটুকু সময় দিতে পারছি, নিবন্ধ লেখার প্রতিযোগিতায় লিখছি। উইকিপিডিয়া থেকে পেনড্রাইভ আর টি-শার্ট জেতার চেষ্টা করছি ;-)। অবশ্য মাঝে মাঝে একটু করে দেখছি তালিকাটাকে। DEM (নির্দেশক) একটু দেখবেন। চলচ্চিত্র নির্দেশক-এ সংযোগ হয়েছে। তবে কয়েকটা শব্দ ব্যাপক দিয়েছেন (ভাটিমুখী চলন DR)। একট বিষয় চোখে পড়লো। ESS অস্থায়ী ভূমিকা কারক; এটার ব্যপারটা বুঝলাম না। য় ১৪:১৬, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন