ব্যবহারকারী আলাপ:Shariful Islam Raju

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: কুউ পুলক কর্তৃক ২ বছর পূর্বে "অপসারণ প্রস্তাবনা প্রসঙ্গে" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১২:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জি এম মীর হোসেন মীরু নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

জি এম মীর হোসেন মীরু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/জি এম মীর হোসেন মীরু পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না।  কুউ পুলক  ১০:২৮, ২৯ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অপসারণ প্রস্তাবনা প্রসঙ্গে[সম্পাদনা]

@Shariful Islam Raju ভাই রাজু, নিবন্ধে ভুল থাকলেই যে অপসারণ প্রস্তাবনা দেয়া হয়, বিষয়টা এমন না। (দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে, সবার নিবন্ধতো উইকিপিডিয়ায় স্থান পাবে না)। উইকিপিডিয়ায় কোন ব্যক্তির নিবন্ধ থাকবে আর কোন ব্যক্তির নিবন্ধ অপসারিত হবে তার একটা গাইডলাইন আছে। সেটাকেই বলে উল্লেখযোগ্যতা। অপসারণ প্রস্তাবনা পাতায় (এখানে) দেখুন একটা লিংক আছে (এই খানে) যান, পড়ে দেখুন। তারপর আপনার যুক্তি উপস্থাপন করুন ঐ অপসারণ প্রস্তাবনা পাতাতেই। যুক্তিগুলো যদি উইকিপিডিয়া সম্প্রদায়ের কাছে গ্রহনযোগ্য বলে মনে হয় তবে নিবন্ধ থাকবে। আশাকরছি বোঝাতে পেরেছি। --  কুউ পুলক  ১৮:০৭, ৩০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন