ব্যবহারকারী আলাপ:S. M. Nazmus Shakib/বার্তা সংকলন/বার্তা সংকলন ২

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হুমায়ুন আহমেদ এবং আজাদ[সম্পাদনা]

@S. M. Nazmus Shakib:, সাকিব ভাই, অনুগ্রহ করে হুমায়ুন আহমেদ নিবন্ধটির এই অংশ পড়ুন, আমি আশা করি হুমায়ুন আজাদ নিবন্ধটিতেও একই ধরণের লিখা এখান থেকে নেওয়া যাবে, আপনি চেষ্টা করে দেখুন কিছু লিখা যায় কিনা। শিমুল খান নিজাম (আলাপ) ১০:৩১, ২১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@শিমুল খান নিজাম: ভাই, চেষ্টা করব।S. M. Nazmus Shakib (আলাপ) ১০:৪৭, ২১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো কনটেন্ট তৈরি করলেও কেন মুছে ফেলে দেওয়া হয়?[সম্পাদনা]

বর্তমান বাংলাদেশে যেসব তরুণ তরুণী ইউকিপিডিয়া সাইডে বিভিন্ন কিছু লেখালেখি করে এগুলো আবার রিফারিং হয় এডমিন দের দ্বারা। রিফারিং করে ঠিকই কিন্তু ঠিকমতো মানসম্মত বিষয়বস্তুগুলো এডমিনরা রাখতে খুব বেশি সক্ষম না। দেখা যায় যে অনেক সময় কিছু ভাল কনটেন্ট তৈরি করলেও সেদিকে খুব বেশি প্রাধান্য না দিয়ে তাদের পূর্বে পরিচিত গ্রাহকদের কন্টেন গুলো প্রকাশ পায়। তরুণ তরুণীর যে সকল কন্টাক্ট তৈরি করে সেগুলো হতে পারে যেমন বিভিন্ন উদীয়মান লেখক লেখিকার পরিচিতি বা অন্য কিছু। তারপর দেখা যায় বিভিন্ন সাংবাদিক বিভিন্ন জাতির ভবিষ্যতের কথা ভেবে কিছু তৈরি করতে চাই যেগুলো তৈরি করে এবং সেগুলো প্রকাশ এর আশায় এডমিনদের কাছে দেয় কিন্তু দেখা যায় যে সেগুলো প্রকাশ পায় না এডমিনরা মুছে দেয়। আসলে মূল কথা হলো যারা বয়েসজ্যৈষ্ঠ এডমিন আছে বা ত্রিশ চল্লিশ বছরের বয়সের মত যাদের বয়স তাদের এটা বোঝা উচিত যে, আজকের তরুণ-তরুণীরা যে সকল কনটেন্ট তৈরি করছে তা আগামী দিনের ভবিষ্যতের ভাবনা ভেবেই কিন্তু এগুলো তৈরি করছে। হয়তোবা সেই কনটেন্টগুলো তাদের কাছে খুব বেশি প্রাধান্য দেওয়ার মতো না কিন্তু হয়তো ঐসকল কোনগুলো আজ লাগবে না বা সাম্প্রতিক সময়ে কনটেন্টগুলো লাগছে না যা পরবর্তীতে লাগতে পারে কারণ ডিজিটাল বাংলাদেশ এমন এক সময় আসবে যেখানে সামান্য পান থেকে চুন খসলে নেটে সার্চ দিয়ে দেখবে তখন কিন্তু এটা লাগবে। আসলে আমি বুঝি না আর আমার বুঝে আসেনা কেন যে তারা এমন কাম করছে? আমার কাছে কথা হল মূলত কিছুটা হলেও মানসম্মত এমন কন্টেন যদি তৈরি করে তাহলে এটা প্রকাশ করা উচিত কারণ বাংলা ভাষাভাষীর লোকসংখ্যা অনেক যেখানে বিভিন্ন কিছু বিভিন্ন সময়ে প্রতিনিয়তই প্রতি সেকেন্ডে বিভিন্ন কিছু সার্চ করা হয় যেগুলো মানুষ পায়না কিন্তু পাটা অবশ্যক পেতেই হবে তাদের। এমন এক সময় আসবে যেটা নেট হবে মাছ ভাতের মত যেমন ভাতের সাথে মাছ না খেলে যেমন ভালো লাগে না ঠিক তেমনি এর অবস্থা কেমন হবে। তাই আমি অনুরোধ করব কিছুটা হলেও মানসম্পন্ন কোনগুলো মুছে না দিয়ে রাখা উচিত এতে যে এডমিনদের চাকরি চলে যাবে এমন তো কিছু নয় আসলে একটি কিশোর কিশোরীর দিকে তাকালে পুরো জাতি দেখা যাবে তার চোখে এমন ভাবনায় ভাবলে কোনটাই তুচ্ছ মনে হবে না কেউ কাউকে। দৈনিক মুনসেফপুর কবি বাজার (আলাপ) ১৩:৪৮, ২৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কল্যাণ সমায়ল সাদম (তামিল চলচ্চিত্র)[সম্পাদনা]

@S. M. Nazmus Shakib:, নাজমুস সাকিব ভাই, অনুগ্রহ করে কল্যাণ সমায়ল সাদম নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। বনবাসী নারী (আলাপ) ০৭:৩৫, ২৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

শ্রেণীকরণ পদক[সম্পাদনা]

শ্রেণীকরণ পদক
বাংলা উইকিপিডিয়া আপনার হাত দিয়ে এখন পর্যন্ত ২৩১টি বিষয়শ্রেণী পেয়েছে। তাই আপনার জন্য এই পদক City of Zion (আলাপ) ০৮:০৯, ৩০ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ, ভাই।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ১০:৪৫, ৩০ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

রাজনৈতিক অঙ্গ সংগঠনের নিবন্ধ পুনর্নির্দেশ প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, সম্প্রতি আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের নিবন্ধ উল্লেখযোগ্যতায় অনুত্তীর্ণ মনে করে নিবন্ধসমূহ মূল দলের পাতায় পুনর্নির্দেশ করে দিয়েছেন। নিবন্ধগুলো যদি উল্লেখযোগ্যতার মানদন্ডে অনুত্তীর্ণ থাকে তাহলে এতগুলো নিবন্ধ এতদিন ধরে কেনো রাখা হলো। আপনার পুনর্নির্দেশনা অনুযায়ী মনে হচ্ছে দেশের অন্য সব রাজনৈতিক সংগঠনগুলোর অঙ্গসংগঠনসমূহও মূল সংগঠনে পুনর্নির্দেশ করতে হবে। এতগুলো নিবন্ধ পুনর্নির্দেশ করার আগে অন্তত এ বিষয়ে আলোচনাসভায় আলোচনা করা উচিত ছিলো বলে মনে করি। অন্যথায়, উইকিপিডিয়ার নিরপেক্ষতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন আসতে পারে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Al Riaz Uddin Ripon: আপনার মতামতের জন্য ধন্যবাদ। নিবন্ধ কত দিন ধরে রাখা হয়েছে কি হয় নি সেটা বিষয় না, নিবন্ধটি উল্লেখযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ কি না তার ভিত্তিতে নিবন্ধ রাখা হয়। এখন যদি অনুল্লেখযোগ্য ওয়েব পোর্টালের একটিমাত্র অকার্যকর সূত্র ধরে যদি কোনো সংগঠনের নিবন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে উইকিপিডিয়ার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।
আর হ্যাঁ, আমি সবগুলো করি নি। আর, দল যত বিখ্যাত হোক না কেন, তার সহযোগী সংগঠনকে আলাদাভাবে উল্লেখযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। আশা করি, আমার এরকম কর্মকাণ্ডের কারণ বুঝতে পেরেছেন।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ১৮:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


@S. M. Nazmus Shakib: যেকোনো নিবন্ধ তো আলাদাভাবে মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। উক্ত নিবন্ধগুলো সম্প্রসারণ করা যায় কিনা বা উল্লেখযোগ্য ওয়েব পোর্টাল থেকে তথ্য যোগ করা যায় কিনা এ বিষয়ে অন্তত আলোচনাসভায় আলোচনা করা উচিত ছিলো বলে আমি মনে করি। কারণ, আপনি একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলোকেই পুনর্নির্দেশ করেছেন যার কারণে নিরপেক্ষতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা আসতেছে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: ভাই, এখন যদি একজন ব্যবহারকারী যদি একটি রাজনৈতিক দলের সব অঙ্গসংগঠনের নিবন্ধ তৈরি করেন যেগুলো উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, তাহলে তো ভাই পুনঃনির্দেশ করাই লাগে। আর, আপনি যদি মনে করেন যে, আলোচনা করা উচিত, তাহলে প্রসঙ্গটি তুলতে পারেন আলোচনাসভায়।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ১৯:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
সবগুলো একসাথে করা উচিত হয়নি, না আলোচনা করে, যদি সিদ্ধান্ত সঠিকও হয়ে থাকে। যুবদল নিশ্চিতভাবেই উত্তীর্ণ হবে, আমি দু/একটা তথ্যসূত্র যুক্ত করে দিচিছ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@S. M. Nazmus Shakib: সুধী, গতকাল অনেক রাত হয়ে যাওয়ায় আমি আলোচনায় সক্রিয় ছিলাম না এর জন্য দুঃখিত। আপনি বলেছেন যে, উক্ত নিবন্ধসমূহে উল্লেখযোগ্য ওয়েবসাইটের সূত্র ছিলো না যদিও যুবদল নিবন্ধটিতে বাংলাপিডিয়ার তথ্যসূত্র সেই হিসেবে আপনি এটাকেও অনুল্লেখযোগ্য বলতেছেন। তো আরেকটি বিষয় আলোচনা সভায় প্রস্তাব করা বা না করা, আমার পূর্বে প্রিয় @NahidSultan: এ বিষয়ে আপনাকে বার্তা দিয়েছেন, যদিও এ বিষয়ে ওনার কাছ থেকে আরো মতামত আশা করেছিলাম। এছাড়াও আরও কয়েকজন প্রশাসক এসব নিবন্ধ সম্প্রতি অবদান রেখে কিছু নিবন্ধ সম্প্রসারণে সহায়তা করেছেন। তাই নতুনভাবে আলোচনা সভায় আলোচনা করতে চাচ্ছি না। আশা করি পরবর্তীতে আপনি (সাকিব ভাই) এসব বিষয়ে আরও সচেতন হবেন এবং বাংলা উইকিপিডিয়াতে আপনার অবদান অব্যাহত রাখবেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:০০, ৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: সুধী, যুবদলটা করা ভুল ছিল, এটা মানছি। তবে, অন্যান্য যেসব সংগঠন আছে সেগুলো যে উল্লেখযোগ্যতার মানদণ্ড অতিক্রম করে না, সেটা বলাই যায়। আর, গুগল অনুসন্ধান করে দেখুন, রাজনৈতিক দলগুলোর এই ধরনের অঙ্গসংগঠনগুলোর কমিটি দেওয়া ছাড়া আর কোনো কভারেজ নাই।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৫:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ, আরেকটা বিষয় আপনার আলাপ পাতায় বর্তমানে ১০০টিরও বেশি অনুচ্ছেদ রয়েছে তাই যদি পারেন তথ্যসমূহ সংগ্রহশালা তৈরি করে সেখানে স্থানান্তর করে নিয়েন, এতে আপনার ও বার্তা প্রদানকারীর সুবিধা হবে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:০০, ৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভূমি পেডনেকার নাকি পেড়নেকার?[সম্পাদনা]

@S. M. Nazmus Shakib:, সাকিব ভাই, भूमि पेडनेकर হিন্দি নাম অনুযায়ী ভূমি পেডনেকার হওয়ার কথা কিনা? অনুগ্রহ করে আলাপ:ভূমি পেড়নেকর দেখুন। লক্ষ্য করবেন যে डिम्पल कपाड़िया অনুযায়ী ডিম্পল কপাড়িয়া ঠিক আছে, হিন্দি ভাষার ড় আছে তার প্রমাণ এটাই, আবার ড ও আছে। শান্ত পাভেল (আলাপ) ১১:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ওয়াটার (২০০৫-এর চলচ্চিত্র) এর পোস্টার[সম্পাদনা]

@S. M. Nazmus Shakib:, নাজমুস সাকিব ভাই, ওয়াটার (২০০৫-এর চলচ্চিত্র) এর পোস্টার আপলোড করে দিন। 116.58.202.102 (আলাপ) ০৩:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমি একজন উইকিপিডিয়া ব্যবহারকারী। একজন ব্যবহারকারী হিসেবে আমার একটি পরিচিতি পেজ থাকা বাঞ্চনীয়।কিন্তু আপনি আমার পেজের সকল তথ্য বিজ্ঞাপন বলে মুছে ফেলেছেন।দয়া করে বিষয়টি ভেবে দেখবেন।— Iftahar Ahammed Toufik (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Iftahar Ahammed Toufik: দয়া করে উইকিপিডিয়া:ব্যবহারকারী পাতা সম্পর্কে পড়ুন আর সে অনুসারে তৈরি করুন। আপনি নিবন্ধের ভাষায় ব্যবহারকারী পাতা সাজালে আমাকে তা বিজ্ঞাপন বলে অভিহিত করা ছাড়া কিছু করার থাকে না।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৪:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পাস আও নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

পাস আও নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/পাস আও পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ১৮:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

শক্তি টিভি[সম্পাদনা]

@S. M. Nazmus Shakib:, সাকিব ভাই, শক্তি টিভি নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। মাবিল হাসান (আলাপ) ০৭:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

শ্রামান জৈন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

শ্রামান জৈন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শ্রামান জৈন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]