ব্যবহারকারী আলাপ:Ruhul Amin Bin Rafik
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]
সুপ্রিয় Ruhul Amin Bin Rafik! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৩:২০, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি) |
ইসলাম[সম্পাদনা]
ইসলাম আমার প্রিয় ধর্ম, এটা শান্তির ধর্ম, শুধু ব্যক্তিগত শান্তির ধর্ম নয় বরং সমস্ত জাতির জন্য শান্তির ধর্ম তাতে কোন সন্দেহ নেই। Ruhul Amin Bin Rafik (আলাপ) ০১:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
বন্ধু[সম্পাদনা]
বন্ধুর কথা রাখতে সর্বনাশা হওয়া মানব জীবনে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। বন্ধু ছাড়া জীবনটা উপভোগ করা দুরূহ। তবে বন্ধু হবে এমন যে সুখে-দুখে কাছে থাকে। ভাল কাজে সহায়তা করে। খারাপ কাজে বাধা প্রদান করে। সেই হলো আসল বন্ধু যাকে ছাড়া জীবনটা উপভোগ করা দুরূহ। তার বিপরীতে যে বন্ধু আছে সে কিন্তু বন্ধু রুপে শত্রু। কারণ সে তো আল্লাহ খোদা বলে কিছু চিনেনা বুঝেনা মানেনা। তাই খারাপ কাজে সহায়তা করে এটাকে ভালো মনে করে জীবন বিভ্রাটে পরে। এমন বন্ধুদের ব্যাপারে আল্লাহ বলেন: الْأَخِلَّاءُ يَوْمَئِذبَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়। (Sura Az-Zukhruf, Ayah 67) চূড়ান্ত ফলাফল প্রকাশ পাবে আখেরাতে(শেষদিনে)। যারা পাপাচারী বন্ধু তারা সেদিন একেঅপরের শত্রু হবে। আর যারা মুত্তাকী বন্ধু তারা আখেরাতে ও বন্ধু হিসেবে থাকবে। তাই বন্ধু নির্বাচনে সাবধান! যাকে তাকে বন্ধু বানানো যাবে না। বন্ধুর সব কথা মানা যাবে না। পাপাচারে আহ্বান জানালে সাড়া দেয়া যাবে না। কারণ বন্ধুর প্ররোচনায় পরে পাপাচার করলে একদিন আফসোস করতে হবে। আল্লাহ তাআলা বলেন: يَا وَيْلَتَىٰ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا হায় আমার দূর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। (Sura Al-Furqan, Ayah 28) আফসোসের শেষ নাই, আফসোস করে লাভ নাই। সেদিন কায়েম হওয়ার আগেই সাবধান হওয়া উচিত অন্যথায় এমন বিপদে পড়বে যার থেকে রেহাই নেই। সেদিনের বিপদ হলো আসল বিপদ। সেদিনের দুঃখ কষ্ট হচ্ছে আসল দুঃখ কষ্ট। মনেরেখ: বর্তমানের বন্ধু তো স্বার্থপর বন্ধু, নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টায় সারাক্ষণ নিয়োজিত। স্বার্থ উদ্ধারে ব্যর্থ হলে দূরে সরে যায়।
দুঃখিত না চাওয়া মনের ভাব প্রকাশ হয়ে গেল!! Ruhul Amin Bin Rafik (আলাপ) ১৭:০১, ১৮ মার্চ ২০১৮ (ইউটিসি)
নিবন্ধ সৃষ্টিকরণে আপনার জমা: ফতোয়ার ইতিবৃত্ত[সম্পাদনা]

- আপনি যদি জমা দেওয়ার কাজ চালিয়ে যেতে চান তবে উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ সৃষ্টিকরণ/ফতোয়ার ইতিবৃত্ত যান এবং পাতার শীর্ষে "সম্পাদনা" ট্যাবে ক্লিক করুন।
- আপনি যদি পরবর্তী ৬ মাসের মধ্যে আপনার খসড়া সম্পাদনা না করেন তবে এটি পরিত্যক্ত বলে বিবেচিত হবে এবং অপসারণ করা হতে পারে৷
- আপনার যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে আপনি পর্যালোচকের আলাপ পাতায় সাহায্য চাইতে পারেন অথবা আপনার মেন্টরের কাছে পরামর্শ নিতে পারেন।