ব্যবহারকারী আলাপ:Md. Nur Yeamin Tanoy

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mrb Rafi কর্তৃক ৩ বছর পূর্বে "উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

নটর ডেম উইকি আলাপন ১.০ এ স্বাগত[সম্পাদনা]

প্রিয় তনয়, নটর ডেম উইকি আলাপন ১.০ উপলক্ষে আয়োজিত নিবন্ধ প্রতিযোগিতায় স্বাগত। নিবন্ধ তৈরীর জন্য প্রথমেই আপনার আলাপ পাতায় দেওয়া উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটির বার্তাটি ভালোভাবে পড়ুন। এছাড়া যে কোনো অসুবিধায় আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হোন, তাহলে,

১। নিবন্ধটি ভালো করে পড়ুন: এখান থেকে "ইংরেজি নিবন্ধ" কলাম ঘর থেকে ইংরেজি নিবন্ধে ক্লিক করুন ও সিদ্ধান্ত নিন কোনটি অনুবাদ করবেন।
২। তৈরি করুন: সিদ্ধান্ত নেয়ার পর এখানে যান আবার ও যে নিবন্ধটি অনুবাদ করবেন তার পাশে থাকা "অনুবাদ করতে এখানে ক্লিক করুন" লেখায় ক্লিক করুন ও পরবর্তী ধাপ অনুসরণ করুন।

আর যদি মোবাইল ব্যবহারকারী হোন:

১। নিবন্ধটি ভালো করে পড়ুন: এখান থেকে "ইংরেজি নিবন্ধ" কলাম ঘর থেকে ইংরেজি নিবন্ধে ক্লিক করুন ও সিদ্ধান্ত নিন কোনটি অনুবাদ করবেন।
২। তৈরি করুন: সিদ্ধান্ত নেয়ার পর এখানে যান আবার ও "বাংলা শিরোনাম" কলামে থাকা লাল রঙের লেখায় ক্লিক করে তা এক ট্যাবে খুলুন। আর আরেক ট্যাবে ইংরেজি নিবন্ধটি খুলুন। এবার ইংরেজি নিবন্ধের কলম আইকনে ক্লিক করুন ও লেখাগুলি কপি (অনুলিপি) করুন ও বাংলা নিবন্ধে পেস্ট (প্রতিলেপন) করুন। এবার তা অনুবাদ করুন। তারপর তা প্রকাশ করুন। এভাবে ঐ নিবন্ধের প্রতিটি অনুচ্ছেদ অনুবাদ করুন।

..... উইকিপিডিয়ায় নতুন হিসেবে অবদান রাখার জন্য অভিজ্ঞদের অনুসরণ করুন। আপনাকে আবারো ধন্যবাদ। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক।-- আদিভাই (আলাপ) ১৯:৫৩, ২৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ[সম্পাদনা]

নটর ডেম উইকি আলাপন ১.০
সুপ্রিয় Md. Nur Yeamin Tanoy,

নটর ডেম উইকি আলাপন ১.০-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। - নকীব সরকার বলুন... ০৫:৩৩, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নকীব সরকার বলুন... ০৫:৩৩, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Md. Nur Yeamin Tanoy, শুভেচ্ছা নেবেন। আপনাকে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। উইকিপ্রকল্প নটর ডেম কলেজ হলো এমন একটি সম্মিলিত প্রয়াস, যেখানে উইকিপিডিয়ানরা, বিশেষ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, সম্মিলিতভাবে নটর ডেম কলেজ সংশ্লিষ্ট নিবন্ধগুলো তৈরি ও নিবন্ধগুলোর মানোন্নয়ন করে থাকেন। এই উইকিপ্রকল্পে অংশগ্রহণের জন্য আপনি আপনার নাম এখানে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প নটর ডেম কলেজ}} যুক্ত করতে পারেন। এতে আপনার নাম উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সদস্যবৃন্দ বিষয়শ্রেণীতে যুক্ত হবে।

শুভেচ্ছান্তে—
উইকিপ্রকল্প নটর ডেম কলেজের পক্ষে, বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৩৭, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন