বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Manik Soren

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ২ বছর পূর্বে "আপনার একটি মেইল এসেছে!" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
সম্পাদকের পদক
সুপ্রিয় Manik Soren!

উইকিপিডিয়ায় আপনাকে সুইডিশ দূতাবাস এবং উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে ৩ মে থেকে ১৭ মে ১৫ দিনব্যাপী উইকিগ্যাপ এডিটাথনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। উইকিপিডিয়ায় জেন্ডারভিত্তিক অসমতা দূরীকরণে আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৯-এর অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। -ShahadatHossain (আলাপ) ০৯:৫৩, ১৯ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নকশা

[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে দুই/তিন প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি মাত্র এক/কয়েক লাইন অনুবাদ করে বেশ কয়েকদিন যাবত ফেলে রেখেছেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে দুই/তিন প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২৯, ১২ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার একটি মেইল এসেছে!

[সম্পাদনা]

সুধী,
আপনি উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্বে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন। আপনাকে প্রাথমিকভাবে নির্বাচিত করে ইমেইল পাঠানো হয়েছে। দয়া করে, ইমেইলের নির্দেশনা অনুসরণ করে ৫ আগস্টের মধ্যে একটি প্রত্যুত্তর দিন। মেইল না পেয়ে থাকলে আপনার মেইলবক্সের স্প্যাম ও প্রমোশনস (Promotions) ফোল্ডার চেক করুন। আয়োজক দলের পক্ষে –Yahya (আলাপ) ১৬:১২, ৩ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন