ব্যবহারকারী আলাপ:Khan Ashabul Islam Rafsan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Al Riaz Uddin Ripon কর্তৃক ২ বছর পূর্বে "আত্মপ্রচারণা" অনুচ্ছেদে

মার্চ 2022[সম্পাদনা]

স্বাগতম, আমি Safi Mahfouz। সম্প্রতি আপনি খান, নিবন্ধটি সম্পাদনা করেছেন, কিন্তু সেখানে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। আপাতত আপনার সংযোজিত তথ্যগুলো অপসারণ করা হয়েছে, তবে আপনি অবশ্যই নির্ভরযোগ্য উৎসের তথ্যসূত্র উল্লেখ করে আপনার সংযোজিত তথ্যগুলো পুনরায় সংযোজন করতে পারবেন। আপনি যদি মনে করেন এখানে আমার কোনো ভুল হচ্ছে, অথবা এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ • — সাফি মাহফুজ 《ডাকঘর》 ১৫:৫৬, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

খান আসহাবুল ইসলাম রাফসান নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

বিভিন্ন কারণ দর্শিয়ে খান আসহাবুল ইসলাম রাফসান পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। • — সাফি মাহফুজ 《ডাকঘর》 ১৬:০১, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আত্মপ্রচারণা[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়াতে স্বাগতম। আপনি সম্প্রতি উইকিপিডিয়াতে নিজের নামে নিবন্ধ তৈরি করেছেন। উইকিপিডিয়া বিজ্ঞাপনী মাধ্যম ও আত্মপ্রচারণার স্থান নয়। এটি বিশ্বকোষ হওয়ায় লিখিত নিবন্ধগুলো বিশ্বকোষীয় মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। এছাড়া, নিরপেক্ষতার জন্যও নিজের নামে নিজে নিবন্ধ লেখা যায় না। তাই দয়া করে নিজের নামে নিবন্ধ তৈরি করবেন না। তবে, আপনি আপনার ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ অথবা অন্যান্য উল্লেখযোগ্য জীবনী সংশ্লিষ্ট নিবন্ধে তথ্য দিয়ে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে পারেন। পড়ুন, উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতাউইকিপিডিয়া কী নয়? ধন্যবাদ। -- আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:০৩, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন