ব্যবহারকারী আলাপ:Julhas uddin akash

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্যক্তিগত পরিচিতি[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

নিজনামে নিবন্ধ না তৈরি করা প্রসঙ্গে[সম্পাদনা]

সুপ্রিয় উইকিপিডিয়ান জুুুলহাস উদ্দিন আকাশ, আপনার নামে বারবার নিবন্ধ তৈরি করার চেষ্টা করছেন। বাংলা উইকিতে ব্যক্তির উল্লেখযোগ্যতা সম্পর্কিত পাতাটি পড়ার অনুরোধ করছি। এছাড়া আপনি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারেন। আপনার জেলা কিংবা ইউনিয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ করুন প্রিয় বাংলা উইকিপিডিয়া। ধন্যবাদ।Ferdous (আলাপ) ০৬:২২, ২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পাতা তৈরি প্রসঙ্গে[সম্পাদনা]

আমার ব্যক্তিগত নামে কি উইকিপিডিয়াতে কোন পাতা তৈরি করতে পারবো না???? Julhas uddin akash (আলাপ) ০৬:২৪, ২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় উইকিপিডিয়ান জুলহাস উদ্দিন আকাশ, উইকিপিডিয়ায় আপনার স্বীয় ব্যবহারকারী পাতা আপনার নিজ নামে তৈরী করতে পারেন, যা আপনি তৈরী করে নিয়েছে । আর ইতিপূর্বে আপনি আমার খেলাঘর পাতাটির একটি শীর্ষ প্যারা মুছে দিয়ে আপনার নাম বসিয়ে নিয়েছেন । আমার লেখার কাজটি এখনও শেষ হয়নি । বিষয়টি ভেবে দেখার অনুরোধ রইল । ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ১৭:৩৮, ২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি) ফুরকান ইবন্ সা'দাদ[উত্তর দিন]

সেপ্টেম্বর 2019[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না । বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১০, ৪ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি উইকিপিডিয়াকে প্রচারযন্ত্র বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করছেন। আপনার অবদান থেকে, এটিই আপনার একমাত্র উদ্দেশ্য বলে মনে হচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেয়ার জন্য ভাল কারণ আছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}।  ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩২, ৪ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অপসরন প্রসঙ্গে[সম্পাদনা]

আমি নতুন ব্যবহারকারী তাই বুঝতে পারিনি। আমাকে পুনরায় উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ দিন। Julhas uddin akash (আলাপ) ১০:২৯, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]