ব্যবহারকারী আলাপ:Jemi Islam

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

এক বিষয়ে একাধিক পাতা তৈরি[সম্পাদনা]

দয়া করে এক বিষয়ে একাধিক পাতা তৈরি করবেন না। যাবতীয় সম্পাদনা কোথায় আমার নীল দরিয়া পাতায় করুন। ধন্যবাদ আফতাব (আলাপ) ২২:০৭, ২৫ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বিজ্ঞাপনের কাজে উইকিপিডিয়া ব্যবহার করবেন না[সম্পাদনা]

প্রিয় সুধী, উইকিপিডিয়া একটি উন্মূক্ত বিশ্বকোষ। এতে যে কেঊ সম্পাদনা করতে পারে। তাই বলে শুধু বিজ্ঞাপনের কাজে উইকিপিডিয়া ব্যবহার এর নীতি বহ্যিভূত। দয়া করে শুধুমাত্র বিজ্ঞাপনের কাজে উইকিপিডিয়া ব্যবহার করবেন না। উইকিপিডিয়া সম্পর্কে জানতে উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয় পড়ুন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০৪:৪৫, ৩১ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

মোঃ আমিরুল ইসলাম (গীতিকার) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

মোঃ আমিরুল ইসলাম (গীতিকার) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মোঃ আমিরুল ইসলাম (গীতিকার) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ০৩:৩৭, ৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আগস্ট 2017[সম্পাদনা]

অনুগ্রহপূর্বক উইকিপিডিয়াতে অগঠনমূলক সম্পাদনা থেকে বিরত থাকুন, যেমনটা আপনি করেছেন আব্দুল জব্বার (কণ্ঠশিল্পী)-এ। আপনার সম্পাদনা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হয়েছে এবং বাতিল কিংবা অপসারন হয়েছে। আপনি যদি পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘরে তা করুন। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:২৯, ৩০ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

একাধিক একাউন্ট ব্যবহার ও নির্দিষ্ট বিষয়ে আগ্রহ[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়াতে পুনরায় স্বাগতম। আব্দুল জব্বার নিবন্ধে সম্পাদনার ধরণ অনুসারে আপনার Juthi Islam, Jemi Islam, Shuvro Islam তিনটি একাউন্টটিই আপনার বলে মনে হচ্ছে এবং উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনি বিশেষ কারণ ব্যাতীত একাধিক একাউন্ট ব্যবহার করতে পারবেন না। আপনি বারবারই মুছে দেওয়া সত্ত্বেও বিজ্ঞাপনী দৃষ্টিভঙ্গিতে আব্দুল জব্বার নিবন্ধে একজন বিশেষ ব্যক্তির নাম যুক্ত করে চলছেন, যেখানে প্রয়োজন নয় সেখানেও (যদিও নামটি যেখানে থাকা প্রয়োজন রয়েছে)। আপনি একবার/দুবার নয় বেশ কয়েকবার আপনাকে Jemi Islam-এর আলাপ পাতায় বলার পরও একই কাজ করে চলছেন। প্রথমত, যদি আপনি একাধিক একাউন্ট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে প্রমাণিত হলে সেটি ধ্বংসপ্রবণাতা হিসেবে বিবেচিত হবে এবং সবগুলোই একাউন্ট বাধা দেওয়া হবে। দ্বিতীয়ত, অনুগ্রহ করে বিজ্ঞাপনী উদ্দেশ্যে বা বিশেষ কোন উদ্দেশ্যে বারবার মুছে ফেলার পরও তথ্য যুক্ত করবেন না। সেক্ষেত্রেও আপনাকে বাধাদান করা হতে পারে। দয়া করে, উইকিপিডিয়া:উইকিপিডিয়া কি নয় পাতাটি বিস্তারিত জানার জন্য পড়ুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪৭, ৩০ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]