ব্যবহারকারী আলাপ:Huswho

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৯:২৩, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ইস্টবেঙ্গল ক্লাব[সম্পাদনা]

আমার মনে হয় একত্রে নাম মিশিয়ে আলাদা আলাদা করে লিখুন। অর্থাৎ এসসি ইস্টবেঙ্গল লিখুন এর ফুটবল শাখা নিয়ে (en:SC East Bengal অনুবাদ করে লিখতে পারেন), ইস্ট বেঙ্গল ক্লাব (ক্রিকেট) লিখুন এর ক্রিকেট শাখা নিয়ে (en:East Bengal Club (cricket) অনুবাদ করে লিখতে পারেন)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৯, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান:, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ জানাই। আমি আইএসএল ফ্র্যাঞ্চাইজি হিসেবে এসসি ইস্টবেঙ্গল (যা ২০২০ সালে তৈরি কিন্তু তা ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল বিভাগের প্রতিনিধিত্ব করে) এবং ক্রিকেট বিভাগ হিসেবে ইস্টবেঙ্গল ক্রিকেট দল (১৯৭২/৭৩ সালে তৈরি) তৈরি করতে চেয়েছি। কলকাতার আরএকটি ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব-এর ফুটবল বিভাগ হিসেবে এটিকে মোহনবাগান এফসি (যা ২০২০ সালে তৈরি কিন্তু তা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল বিভাগের প্রতিনিধিত্ব করে) নিবন্ধটি আছে। আমি ক্রিকেট বিভাগ হিসেবে মোহনবাগান ক্রিকেট দল নিবন্ধটি তৈরি করলেও সেটি দ্রুত অপসৃত হয়েছে। আমি দুটি ক্লাবেরই ক্রিকেট বিভাগ সম্পর্কে নিবন্ধ তৈরি করতে ইচ্ছুক।
ফুটবল ফ্র্যাঞ্চাইজিগুলি ক্লাব নিয়ন্ত্রিত নয় বরং তারা বিনিয়োগকারী সংস্থাগুলির দ্বারা সরাসরি পরিচালিত হয়। পেশাদারিত্বের স্বার্থে, ক্লাবগুলি দল পরিচালনে অংশগ্রহণ করে না। এদিকে ক্লাবদুটির পূর্বতন সম্মান এবং ইতিহাস ক্লাবের নামে তৈরি নিবন্ধে থাকা প্রয়োজন। ভবিষ্যতেও টেকনিক্যালি তথাকথিত নতুন দল তৈরি হলেও তখন এটিকে মোহনবাগান এফসি-র রেকর্ড মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পাতায় ও এসসি ইস্টবেঙ্গল-এর রেকর্ড ইস্টবেঙ্গল ক্লাব-এর পাতায় তুলে মূল ক্লাবের পাতা অভিমুখে পুনর্নির্দেশ করে তখন যে ক্লাব ফ্র্যাঞ্চাইজি নতুন তৈরি হবে তার জন্য আবার নতুন পাতা বরাদ্দ করতে হবে। দুই ক্লাবের সমর্থকরাই এই নতুন তৈরি ফ্র্যাঞ্চাইজিগুলিকে আসল ক্লাবের অবিচ্ছিন্ন কনটিনিউয়েশন মনে করলেও টেকনিক্যালি তা সত্যি নয়। সেটাই মানতে হলে তবে এটিকে মোহনবাগান এফসি নিবন্ধটিকেও মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব-এ পুনর্নির্দেশ করতে হবে। ইংলিশ উইকিপিডিয়ায় সম্ভবত সঠিক কার্যপ্রণালী মেনে চলা হচ্ছে না। তাই দুই ক্লাবের বিভাগগুলির বর্তমান আকারে আলাদা নিবন্ধ থাকা উচিত মনে করি। Huswho (আলাপ) ১৭:০৩, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
মোহনবাগান ক্রিকেট দল ফেরত আনা হয়েছে। আর তবে এভাবে লিখুন:
--আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩০, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান:, আপনার মেহেরবানির জন্য ধন্যবাদ। আমি পরামর্শ মত এই চারটি নিবন্ধ নিয়ে কাজ করব। তবে যেহেতু ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব নামে শেষবার ইস্টবেঙ্গল ফুটবল খেলেছিল ২০১৮ সালে (তারপর কোয়েস ইস্টবেঙ্গল এফসি নামে ২০২০ পর্যন্ত খেলেছে তবে তারা আই-লিগে ছিল।) তাই ফুটবল দল সম্পর্কিত নিবন্ধের নামে এফসি কথাটা না রাখাই ভাল। আমি ইস্টবেঙ্গল ক্লাব নিবন্ধেই ফুটবল দল সম্পর্কিত তথ্যাদি তুলে দেব আর ইনফোবক্সে ক্রিকেট দলের নিবন্ধের লিঙ্ক দিয়ে ক্রিকেট দলের সমস্ত তথ্য সেই নিবন্ধে তুলে দেব। Huswho (আলাপ) ১৩:০৮, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]