ব্যবহারকারী আলাপ:Fahim0120

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আলোচনা না করে ট্যাগ অপসারণে আপত্তি[সম্পাদনা]

প্রিয় ফাহিম, বাংলা উইকিতে নিবন্ধ রচনায় হাত দিয়েছেন বলে শুভেচ্ছা জানাই। সেন্ট প্লাসিড্‌স হাই স্কুল নিবন্ধ থেকে দয়া করে কোন আলোচনা ছাড়া ট্যাগ অপসারণ করবেন না। নিবন্ধটির উইকিপিডিয়াতে অন্তর্ভুক্তির জন্য উপযুক্ত তথ্য নিয়ে উল্লেখযোগ্যতা বিষয়ে নিবন্ধটির আলাপ বা ট্যাগ প্রদানকারীর আলাপ পাতায় আলোচনা করুন। আপনার উইকি সম্পাদনা শুভ হোক। B. Mandal (আলাপ) ১৮:০০, ৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আমার জানা নেই একটি স্কুলের উইকিপিডিয়ায় স্থান পাওয়ার উল্লেখযোগ্যতাগুলো কি কি? এই ব্যাপারে আমাকে জানালে উপকৃত হতাম। ধন্যবাদ। --Fahim0120 (আলাপ) ১৮:১৬, ৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
  • উইকিপিডিয়ায় আপনাকে আবারো স্বাগতম। সাধারনত উইকিপিডিয়াতে কোন বিষয়ে বিতের্কের সৃষ্টি হলে তা সকলে মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকি। উল্লেখযোগ্যতার সাধারন ব্যপারটি হলো, যে নিবন্ধটি আপনি তৈরি করছেন বা সম্প্রসারন করছেন তা আসলেই উইকিপিডিয়ায় স্থান পাওয়ার যোগ্য কিনা। এ জন্য উল্লেযোগ্যতার বিষয়ে উইকির কিছু নির্দিষ্ট নীতিমালা রয়েছে এগুলোর বিস্তারিত আপনি এই পাতাতে পাবেন। যেমন ধরুন, স্কুলের ক্ষেত্রে স্কুলের কোন জাতীয় বা আন্তর্জাতিকভাবে বিষেশ পুরষ্কার বা জনপ্রিয়তা। কোন ব্যবহারকারীর কোন নিবন্ধে কোন ট্যাগ সংযোজন যদি আপনার কাছে ভুল মনে হয় তাহলে সরাসরি করাণ ব্যাখা না করে ট্যাগটি অপসারন করার চেয়ে আপনি উক্ত নিবন্ধের আলাপ পাতায় চ্যালেঞ্জ করে আপনার যুক্তি উপস্থাপন করুন। আপনার আরো কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতাতে স্বাগতম। আপনার উইকি সম্পাদনা শুভ হোক। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৬, ৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় ফাহিম,

Mayeenul Islam যে কারণে ট্যাগ দিয়েছেন তা অর্থাৎ উল্লেখযোগ্যতা সম্বন্ধে জানতে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা পাতা দেখুন। দেড় শতাধিক বছরের পুরানো স্কুল উল্লেখযোগ্য হবে এই নিয়ে সন্দেহ নেই। কিন্তু আপনি নিবন্ধে কোন উপযুক্ত ও নিরপেক্ষ তথ্যসূত্র যোগ করেননি। আপনার স্কুলের সম্বন্ধে যা যা তথ্য যোগ করেছেন, সেগুলি সম্বন্ধে তথ্যসূত্র বা Reference দিন। কারণ তথ্যসূত্র ছাড়া নিবন্ধগুলি উইকিপিডিয়ায় বাতিল বলে গণ্য হয়ে যায় বা অদূর ভবিষ্যতে মুছে ফেলা হয়। নির্ভরযোগ্য উৎস সম্বন্ধে জানতে উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস পাতা পড়ে দেখুন আর গবেষণা করে নিরপেক্ষ তথ্যসূত্র জোগাড় করে ফেলুন। ট্যাগ থাকলে দমে যাবেন না। ট্যাগ নিবন্ধের গঠনমূলক উন্নতির জন্যই দেওয়া হয়। আপনার উইকি সম্পাদনা শুভ হোক। B. Mandal (আলাপ) ১৮:৪৭, ৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]