ব্যবহারকারী আলাপ:Dr.AdityaSun

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

অযথাচিত সম্পাদনা ও 'ধ্বংসপ্রবণতা'[সম্পাদনা]

আপনি চতুর্ভুজ শিব মন্দির নিবন্ধে বেশ কিছু অযথাচিত সম্পাদনা করেছেন; যেগুলোর অধিকাংশই 'ধ্বংসপ্রবণতা' বলে চিহ্নিত। এছাড়াও আপনি উক্ত নিবন্ধের ইতিহাস অংশে উল্লেখ করেছেন যে,

কামতাধিপতি সেন বংশীয় রাজা নীলধ্বজ সেনের দুর্গ ছিল রাজারহাট এর বিদ্যানন্দ ইউনিয়নে। তিনি ভারতের কোচবিহার জেলার কামতেশ্বরী মন্দির সহ বিদ্যানন্দ ইউনিয়নে একটি শিব মন্দির এবং চতুর্ভুজ শিব মন্দির নির্মান করেন। উল্লেখ্য,চতুর্ভুজ শিব মন্দির এর সাথে বিদ্যানন্দ ইউনিয়নের শিব মন্দিরের গঠন শৈলীতে সাদৃশ্য রয়েছে।

- এবং এই তথ্যের জন্য তথ্যসূত্র হিসাবে দিয়েছেন 'আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ‘সংবাদের হাওয়াবদল’' অংশ হতে; অথচ সেখানে এর সপক্ষে কোন তথ্যই খুজে পেলাম না।

অধিকন্তু, সঠিক তথ্যসূত্র (বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন) থেকে দেয়া তথ্য মুছে অন্য একটি তথ্য সেখানে সন্নিবেশ করেছেন।

অনুগ্রহ পূর্বক গঠন মূলক এবং নিরপেক্ষ দৃষ্টিতে নিবন্ধ সম্পাদনা করবেন এবং অযথাচিত সম্পাদন হতে বিরত থাকবেন। - Ashiq Shawon (আলাপ) ১১:১৪, ২৬ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বিতর্কিত তথ্য পরিবেশন বিষয়ে।[সম্পাদনা]

মিস্টার আশিক শাওন, তথ্যবাতায়নের তথ্য সঠিক নয়।স্হাপনাটি দ্বাদশ শতাব্দীর স্হাপনার সাথে মিলে যায়।উল্লেখ্য প্রচীন মোগল স্হাপত্য অধ্যাবধি কোথাও মাটি খুড়ে পাওয়া যায়নি সেখানে আপনি মোগল আমলের শেষের দিকের বলে উল্লেখ করেছেন (১৭৫৭) যা অসত্য তথ্য বলে বিবেচিত হয়। লিংকটি ভালো করে দেখলে নিম্নমধ্যভাগে নীলধ্বজের মন্দির সম্পর্কিত তথ্য পেতেন। অনুগ্রহ করে বিতর্কিত তথ্য পরিবেশন করবেন না।বিতর্কিত তথ্যের চেয়ে তথ্য না থাকাই শ্রেয়। যে লিংক আপনি দিয়েছেন তা মানুষের নিছক ধারণাগত। "রঙ্গপুরের ইতিহাস "বইয়ে এ সম্পর্কিত তথ্য থাকলেও অনলাইনে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। Dr.AdityaSun (আলাপ) ১২:১২, ২৬ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

এই স্থাপনাটি মাটি খুড়ে পাবার বিষয়টি কোথায় পেলেন? শিব মন্দির আগে থেকেই মাটির উপরেই আছে। - Ashiq Shawon (আলাপ) ১২:২৪, ২৬ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্য জানুন[সম্পাদনা]

"কুড়িগ্রামে মাটি খুড়ে শত বছরের পুরোনো মন্দিরের সন্ধান"শিরোনামে ৪ নভেম্বর ২০১০দৈনিক জনকন্ঠে প্রকাশিত হয় সেই খবর। উক্ত শিরোনামে google সার্চ করে দেখেন। Dr.AdityaSun (আলাপ) ১৫:৫৬, ২৬ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]


খবরটিতে যা আছে -
কুড়িগ্রামে কয়েক শত বছরের একটি পুরোনো মন্দিরের পাশে মাটি খুঁড়তে গিয়ে... সরেজমিন জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চতুর্ভূজ গ্রামে গিয়ে দেখা যায় প্রায় ১৫/২০ জন স্থানীয় লোকজন শিব মন্দির সংলগ্ন ঢিবি থেকে মাটি সরাচ্ছেন।...
শিব মন্দিরটি মাটি খুড়ে বের করার কথাতো বলা নেই!!! - Ashiq Shawon (আলাপ) ১৯:১৫, ২৬ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]