ব্যবহারকারী আলাপ:Cutekosto3

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

জমিলা বেগম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

জমিলা বেগম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/জমিলা বেগম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil ওকে। Cutekosto3 (আলাপ) ১৬:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সেপ্টেম্বর ২০২২[সম্পাদনা]

সুধী, আমি খেয়াল করেছি যে আপনি একাউন্ট থেকে লগ-আউট থাকা অবস্থায় সম্প্রতি জমিলা বেগম পাতায় কিছু সম্পাদনা করেছেন। উইকিপিডিয়া একাধিক একাউন্টের নীতিমালা অনুযায়ী একই অবস্থায় একই ব্যক্তির দ্বারা একাউন্ট ও আইপি ঠিকানা দুটো একত্রে ব্যবহার করার অনুমোদন দেয়না এবং তা করা হলে ফলাফলস্বরূপ আপনার একাউন্ট সম্পাদনা করা হতে বাধাপ্রাপ্ত হতে পারে। এছাড়া, লগ-আউট হওয়া অবস্থায় সম্পাদনা করা আপনার আইপি ঠিকানা উন্মুক্ত করে, যা অন্যদেরকে আপনার অবস্থান ও পরিচয় নির্ধারণ করার সুযোগ করে দেয়। যদি তা আপনার উদ্দেশ্য না হয়ে থাকে, সেক্ষেত্রে অনুগ্রহপূর্বক সম্পাদনার সময় লগ-ইন করতে মনে রাখবেন। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১৯:৪২, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]