ব্যবহারকারী আলাপ:Bengal993

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টিক-চিহ্ন
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

সুপ্রিয় নাহিয়ান,

আমার কোন চিত্র বা লেখাটি কপিরাইট আইনের বহির্ভূত হিসেবে নেওয়া হয়েছে সেটা যদি জানাতেন, তবে ভবিষ্যতে আমি আরো সতর্ক হতে পারতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন অনুজকে এভাবে দিকনির্দেশনা প্রদান করার জন্য।— Bengal993 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Nahian:~ নোমান (📨আলাপ📝অবদান) ০৬:৪০, ১৪ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ছোট মনির নিবন্ধে ব্যবহৃত চিত্রগুলো কপিরাইটেড। জীবিত ব্যক্তির ছবি আপনি তার অনুমতি ব্যতিত কমন্সে আপলোড করতে পারবেননা যদি না নিজের কাজ হয় সেটি। চিত্রগুলোর মেটাডাটায় দেখা যাচ্ছে যে আপনি সেগুলো ফেসবুক থেকে ডাউনলোড করে ব্যববার করছেন। কমন্সে আপলোড করেছেন, ব্যক্তি অনুমতি দিয়েছেন কিনা এমনও কোন প্রমাণ নেই। এ ধরণের ছবি আপলোড করা থেকে বিরত থাকবেন। নাহিয়ান আলাপ ০৬:৫৭, ১৪ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

শাকিল (আলাপ · অবদান) ০৩:১২, ১২ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

জুলাই ২০২২[সম্পাদনা]

Stop icon প্রিয় ব্যবহারকারী, নিবন্ধে আপনার সংযোজন বাতিল করা হয়েছে, কারণ এটি উইকিপিডিয়ার কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করেনি। অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, কপিরাইটকৃত লেখা মুক্ত হিসেবে অনুমতি প্রাপ্ত না হলে তা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। আইনগত কারণে আমরা তাই কোনো ওয়েবসাইট থেকে কপিরাইটকৃত লেখা বা ছবি গ্রহণ করতে পারি না, এবং এধরনের যে-কোনো প্রকার সংযোজন দ্রুততার সাথে অপসারণ করা হয়। তবে আপনি বহিস্থ কোনো ওয়েবসাইটের লেখাকে সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে খুব সতর্কভাবে ও মনোযোগের সাথে বিবেচনা করে, এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়। কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। নাহিয়ান আলাপ ২০:১৩, ১৩ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]