ব্যবহারকারী আলাপ:Arafatmunna

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Jayantanth কর্তৃক ১২ বছর পূর্বে "Image:Matiur Rahman.jpg-চিত্র উৎস সমস্যা" অনুচ্ছেদে

উল্লেখযোগ্যতা[সম্পাদনা]

প্রিয় আরাফাত, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। এখানে যে-কেউই গঠনমূলক অবদান রাখতে পারেন। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে, উল্লেখযোগ্যতা, উইকিপিডিয়ার একটি অনমনীয় নীতি। অনুগ্রহ করে অবদান রাখার আগে একটু জেনে নিন, তাহলে আপনার অবদান গঠনমূলক হবে। তাছাড়া আপনার স্বাগত-বার্তাটিও একটু মনোযোগ দিয়ে পড়ে নিলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভালো থাকবেন। আপনার থেকে গঠনমূলক অবদানের প্রত্যাশায় —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:০৮, ২৮ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Image:Matiur Rahman.jpg-চিত্র উৎস সমস্যা[সম্পাদনা]

Image Copyright problem
Image Copyright problem

Image:Matiur Rahman.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে, আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।উৎ‍সের তথ্য অবশ্যই যোগ করতে হবে যাতে অন্য ব্যবহারকারী তা যাচাই করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৩:৩৩, ২৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন