ব্যবহারকারী আলাপ:Academyes

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: মোহাম্মদ মারুফ কর্তৃক ১০ মাস আগে "ইদ মোবারক" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

জুন ২০২৩[সম্পাদনা]

অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ায় অনুপযুক্ত বহিঃসংযোগ যোগ করা থেকে বিরত থাকুন। উইকিপিডিয়া বহিঃসংযোগসমূহের সংগ্রহশালা নয়, এবং এটি বিজ্ঞাপন বা প্রচারণার কাজে ব্যবহার করা উচিত নয়। অনুপযুক্ত বহিঃসংযোগের মধ্যে রয়েছে ব্যক্তিগত ওয়েব সাইটের সংযোগ, আপনি যেসব ওয়েবসাইটের সাথে সংযুক্ত আছেন সেগুলির সংযোগ এবং যেসব সংযোগ কোনও ওয়েব সাইটে দর্শক আকর্ষণ করে বা কোনও পণ্যের প্রচার করে। বিস্তারিত জানার জন্য বহিঃসংযোগ নির্দেশিকা দেখুন। আপনি যদি মনে করেন সংযোগটি পাতার জন্য প্রয়োজনীয় তবে পুনরায় তা যোগ করার পূর্বে দয়া করে সংলগ্ন আলাপ পাতায় এ বিষয়ে আলোচনা করুন। ধন্যবাদ। — AKanik 💬 ১৩:০৯, ১৫ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়ায় স্বাগতম। আমি লক্ষ্য করেছি যে আপনার ব্যবহারকারী নাম, ‘Academyes’, উইকিপিডিয়ার ব্যবহারকারী নামের নীতি পূরণ করছে না কারণ এটি ওয়েবসাইটের নাম[১]। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ব্যবহারকারী নাম আমাদের নীতি লঙ্ঘন করছে না, তাহলে দয়া করে ব্যাখ্যাসহ কারণ লিখে আমাদের জানান। বিকল্প হিসাবে, আপনি ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন অথবা আপনি সম্পাদনার জন্য একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আপনাকে ধন্যবাদ। — AKanik 💬 ১৩:০৯, ১৫ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র:

ইদ মোবারক[সম্পাদনা]

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, ইদ মোবারক আপনাকে ও আপনার পরিবারের সদস্যদের। আপনার এবারের ইদ কাটুক আনন্দে, সে আশাই ব্যক্ত করছি। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 12টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 12টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:২১, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন