বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:বি. অনিত্য অনিরুদ্ধ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "প্রগতিশীল ছাত্র জোট নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা" অনুচ্ছেদে

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট

[সম্পাদনা]

বি. অনিত্য অনিরুদ্ধ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নিবন্ধটি নিরপেক্ষ ভাবে লেখা হয়নি, প্রচারধর্মী ভাবে লেখা হয়েছে। উইকিপিডিয়ায় এই ধরণের প্রবণতাকে পরিহার করা হয়। উইকিপিডিয়ায় নিরপেক্ষতা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দয়া করে নিবন্ধটিক প্রচারধর্মী ভাবে না লিখে নিরপেক্ষ ভাবে পুনঃসজ্জিত করুন। আর তা ছাড়া বাংলা নিবন্ধে ইংরেজী লেখা রাখা যায় না। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। -- বোধিসত্ত্ব (আলাপ) ২১:১৫, ৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

দয়া করে, লেখা বারবার পূর্বাবস্থায় নিবেন না। যদি মনে করেন যে, নিবন্ধের লেখায় ভুল আছে অথবা আমি আপনাকে সঠিক লেখা যোগ করতে দিচ্ছি না, তাহলে নিবন্ধের আলাপ পাতায় লিখুন। সেখানে নিবন্ধের ভুল সম্পর্কে আলোচনা করা যাবে। আপনাকে ধন্যবাদ। Aftab1995 (আলাপ) ১৩:৩১, ৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

প্রগতিশীল ছাত্র জোট নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

প্রগতিশীল ছাত্র জোট নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/প্রগতিশীল ছাত্র জোট (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। –ধর্মমন্ত্রী (আলাপ) ১৯:৪১, ১৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রগতিশীল ছাত্র জোট বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বিদ্যমান কিছু ছাত্র সংগঠনের জোট। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিতে জোটটি এখনো ক্রিয়াশীল রয়েছে এবং অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলোও এই জোটে সক্রিয়। অপসারণের কারণ বা নিবন্ধ মুছে ফেলার ১৩টি কারণগুলির কোনটির মধ্যে এই নিবন্ধ পড়ে না। বি. অনিত্য অনিরুদ্ধ (আলাপ) ২২:১০, ১৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
অনুগ্রহ করে এখানে মতামত দিন। আর নিবন্ধে আরও তথ্যসূত্র যোগ করা উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩২, ১৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন