ব্যবহারকারী আলাপ:তুষার ফে

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

পরামর্শ[সম্পাদনা]

তুষার, তোমার অনেক কাজ ভাল; আবার অনেক কাজ বিপরীত। তুমি ইদানীং বারবার অ্যাকাউন্ট খুলে আবার বাধাপ্রাপ্ত হচ্ছ। এই কাজ কী কারণে করছ, তা আমার বোধগম্য নয়। যদি ক্যাপচার সমস্যা হয়ে থাকে, তাহলে তো অ্যাকাউন্ট খুললেও তিনদিন আগে সমাধান হবার কথা নয়। আমার পরামর্শ হচ্ছে, তুমি আইপি দিয়েই সম্পাদনা চালিয়ে যাও। অ্যাকাউন্ট খোলার খেলাটা আপাতত বন্ধ কর। আইপি দিয়ে তোমার পরিচয় প্রকাশ করার ব্যাপারে উইকিমিডিয়ার টার্মস এন্ড কন্ডিশন অনুসারে নিষিদ্ধ হবার কথা, যদি না ধ্বংসপ্রবণতা চালাও। অপরদিকে তোমার এই অ্যাকাউন্ট খোলার কারণে সম্পাদনা অভ্যাস অনুসারে নীতিমালা অনুসারে যে কেউই তোমার সম্পাদনার ব্যাপারে প্রশ্ন তুলতে পারে। আর যদি অ্যাকাউন্ট খুলে উইকিপিডিয়ার সাথে কাজ করারই হয়, তাহলে নীতিমালা মেনে কর৷ নীতিমালার মানার ব্যাপারে প্রশাসক বা ব্যুরোক্র্যাট বা ফাউন্ডেশনে আবেদন কর। এভাবে খুলবে বন্ধ করবে; এই খেলাটা বন্ধ কর। যদিও আমাদের জন্য খুব একটা সমস্যার না, তোমারই কষ্ট হয় দিনশেষে। ~ খাত্তাব ( | | ) ০৭:৫৯, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@খাত্তাব হাসান এটা মেবি @জঙ্গলবাসী এর সক। এদের কোন পরামর্শ দেওয়াও অনুচিত। বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর আইপি দিয়েও সম্পাদনা করা নিষিদ্ধ। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:০৭, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@DeloarAkram নিষিদ্ধ, কিন্তু প্রয়োগযোগ্য নয়। কারণ, এভাবে গণহারে সম্পাদনা বাতিল তো করা যায়না। ওর অনেক কাজ ভাল। যেমন- আজকে চান্দা চলচ্চিত্রতে করল। আমি ওর মন্দ কাজের জাস্টিফাই করছিনা। কিন্তু ভাল কাজগুলো তো বাতিল করতে পারছিনা, কারণ আমাদের সম্পাদকের অভাব। ও যদি ভুল বুঝতে পারে, আর ঠিকভাবে কাজ করে; তাহলে আমার দৃষ্টিতে খুব একটা খারাপ হবেনা। ~ খাত্তাব ( | | ) ০৮:১০, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]