ব্যবহারকারী আলাপ:এসকেএইচ সৌরভ মলদ্বার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

স্বাগতম![সম্পাদনা]

আপনাকে স্বাগত জানাতে কিছু বিস্কুট!

এসকেএইচ সৌরভ মলদ্বার, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম! আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আমি Skh sourav halder বেশ কিছুদিন যাবত উইকিপিডিয়ায় সম্পাদনা করেছি, সুতরাং যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। আপনি উইকিপিডিয়া:প্রশ্ন পাতাটিতেও ঘুরে আসতে পারেন অথবা এই পাতার নিচে {{সাহায্য করুন}} লিখুন। নিম্নে কিছু পাতার তালিকা রয়েছে যা আপনাকে উইকিপিডিয়া সম্পাদনার ক্ষেত্রে সাহায্য করতে পারে:

যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে। আশা করি আপনি এখানে একজন উইকিপিডিয়ান হিসাবে সম্পাদনা করতে উপভোগ করবেন! Skh sourav halder (আলাপ) ১০:০১, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সেপ্টেম্বর 2019[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যদিও যে-কেউ উইকিপিডিয়ায় গঠনমূলক অবদান রাখতে পারেন, কিন্তু আপনার অন্তত একটি সাম্প্রতিক আপলোড, যেমনটা আপলোড করা হয়েছে, এসকেএইচ সৌরভ মলদ্বার, গঠনমূলক ছিল না এবং তা দ্রুত অপসারিত হয়েছে কিংবা হবে। অনুগ্রহ করে আমাদের স্বাগত পাতাটি পড়ে জেনে নিন কিভাবে গঠনমূলকভাবে এই বিশ্বকোষে অবদান রাখা যায়। ধন্যবাদ। আপনি বারবার আমার ব্যবহারকারীর পাতায় অবাঞ্চনীয় ছবি দিচ্ছেন কেনো আমার ছবি পরিবর্তন করে। পরবর্তীতে আমার ছবি পরিবর্তন করে দিলে আমি প্রশাসকদের কাছে আপনার বিরুদ্ধে মন্তব্য করতে বাধ্য হব অতএব আপনাকে প্রথমত সতর্ক করে দিলাম। Skh sourav halder (আলাপ) ১০:০৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]