ব্যবহারকারী আলাপ:আরিফ হোসেন সাঈদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অনুগ্রহ করে সম্পাদনা সারাংশে উপযুক্ত কারণ না দর্শিয়ে উইকিপিডিয়ার কোনো পাতা থেকে টেমপ্লেট কিংবা বিষয়বস্তু মুছবেন না , যেমনটা আপনি করেছেন নৌকাবাইচ,। আপনার, বিষয়বস্তু মোছাটা, গঠনমূলক মনে হয়নি, এবং পুণরুদ্ধার করা হয়েছে। আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০৭, ২১ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

নৌকাবাইচ[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়াতে অবদানের জন্য ধন্যবাদ। আপনি নৌকাবাইচ সম্পর্কে উইকিপিডিয়াতে তথ্য যোগ করার চেষ্টা করেছেন। তবে আপনি প্রতিবারই সাধারণ কিছু ভুল করছেন যার দরুন আপনার লেখাগুলো উইকিপিডিয়াতে রাখা যাচ্ছে না। প্রথমত উইকিপিডিয়াতে কপিরাইটকৃত লেখা প্রযোজ্য নয়। ফলে অন্য কোথাও থেকে লেখা হুবুহু কপি করে উইকিপিডিয়াতে পোষ্ট করা যাবে না। দ্বিতীয়ত ব্লগীয় লেখা উইকিপিডিয়াতে অবিশ্বকোষীয়। ব্লগ এবং উইকিপিডিয়ার সাধারণ পার্থক্য হল, ব্লগের লেখায় অনেক আবেগ, মনের মাধুরী থাকে যা বিশ্বকোষীয় লেখায় থাকে না। বিশ্বকোষীয় লেখা অনেকটাই রসবিহীন হতে হয়। আপনি আপনার ব্লগ থেকে শুধু তথ্যটুকুই উইকিপিডিয়াতে যুক্ত করতে পারেন। তবে তথ্যসূত্র হিসেবে ব্লগ লিঙ্ক ব্যবহার করবেন না, কারণ ব্লগে আপনি যা খুশি লিখতে পারেন, তাই ব্লগ নির্ভরযোগ্য তথ্যসূত্র নয়। চেষ্টা করুন নিরপেক্ষ এবং নির্ভরযোগ্য কোন সূত্রের লিঙ্ক দেবার। আপনার সম্পাদনাগুলো বাতিল করা হয়েছে। ঘাবড়াবেন না আবারও শুরু করুন, এই পরামর্শগুলো আমলে নিয়ে উইকিপিডিয়াতে নতুন করে তথ্য যোগ করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৫৯, ২২ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Please assume good faith in your dealings with other editors, which you did not on নৌকা বাইচ. Assume that they are here to improve rather than harm Wikipedia. বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৩৯, ২৩ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

নৌকা বাইচ[সম্পাদনা]

এখানে নৌকা বাইচ নিয়ে যে প্রবন্ধটি আছে এটি অসম্পূর্ণ। আমি যদি একটি সম্পূর্ণ ও গ্রহণযোগ্য সূত্র থেকে তথ্য নিয়ে এই প্রবন্ধটি সমৃদ্ধ করি তাহলে সমস্যা কোথায়? বেলায়েতের কাছে জানতে চাই। - আরিফ হোসেন সাঈদ, ২৪ এপ্রিল ২০১২

আপনি যদি একটি গ্রহনযোগ্য, নিরপেক্ষ এবং নির্ভরযোগ্য উৎস থেকে শুধু তথ্য যোগ করেন তাহলে কোন সমস্যা নেই। তবে অবশ্যই কপিরাইটকৃত কোন উৎস হতে হুবুহু কপি পেষ্ট করা যাবে না। নিবন্ধের পুরনো তথ্য মোছা যাবে না। এবং তথ্যগুলো বিশ্বকোষীয় টোনে লিখতে হবে ব্লগীয় স্টাইলে নয়। নৌকা বাইচ নিবন্ধটি যদি অসম্পূর্ণ থাকে, আগের লেখা মুছে না দিয়ে নতুন আর কি যোগ করলে সম্পূর্ণ করা যাবে তা যোগ করুন। আবারও বলছি অন্য কোথাও থেকে হুবুহু কপি পেষ্ট করবেন না। আর দয়া করে আপনার ব্লগ থেকে শুধু গুরুত্বপূর্ণ তথ্যই যোগ করবেন, পুরোটা তুলে দিবেন না। কারণ উইকিপিডিয়া কোন ব্লগ নয়, এখানে সবরকম লেখা রাখার স্থান নয়। যে কোন প্রয়োজনে আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৪৪, ২৪ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার মন্তব্য পরে বুঝা গেল নিবন্ধের পুরনো তথ্য মোছা, এবং তথ্যগুলো বিশ্বকোষীয় টোনে না লিখা, ব্লগের স্টাইলে লিখা, কপিরাইটকৃত বা অ-কপিরাইটকৃত উৎস হতে হুবহু কপি পেষ্ট করা এসব সমস্যার কারণে আমার সম্পাদনা বাতিল করা হয়েছে। এখন বলুন, আমার ব্লগ থেকে যদি গুরুত্বপূর্ণ তথ্য দেই তবে কি সূত্র হিসেবে ব্লগের নাম দিব? তথ্য না মুছে যদি আমি সেটার কিছুটা পরিবর্তন আনি সেক্ষেত্রে কি কোন সমস্যা আছে? ধন্যবাদ। - আরিফ হোসেন সাঈদ, ২৪ এপ্রিল ২০১২

বেলায়েত ভাই সম্ভবত ব্যস্ত, তাই আমি উত্তরটা দেয়ার চেষ্টা করি। উইকিপিডিয়া উন্মুক্ত বিশ্বকোষ, তাই উন্মুক্ত লাইসেন্সের লেখা দ্বিধাহীনভাবে কপি-পেস্ট করা যায়, অন্য উৎস থেকে নয়। সব উৎসের ক্ষেত্রেই যাচাইযোগ্য লেখা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লিখতে হয়। এখানে কিছু নিয়ম-নীতি মেনে চলার চেষ্টা করা হয়, যেহেতু এটা একটা বিশ্বকোষ। আপনার ভুল ধারণাগুলো দূর করতে পারে এই নিবন্ধটি। ...আর ব্লগ, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, ফোরাম ইত্যাদি স্ব-প্রকাশিত উৎসকে উইকিপিডিয়ায় তথ্য-উৎস হিসেবে গ্রহণযোগ্য বিবেচনা করা হয় না (যাচাই করুন)। যেকোনো তথ্যই পরিবর্তনসাপেক্ষ। তবে নিয়মতান্ত্রিকভাবে নির্ভরযোগ্য তথ্য-উৎস দিয়ে পূর্বতন তথ্যকে পরিবর্তন, পরিবর্ধন, প্রতিস্থাপন শোভন এবং কাম্য। আপনাকে ধন্যবাদ। (এর সাথে কিছু যোগ করার প্রয়োজন মনে করলে বেলায়েত ভাই অবশ্যই তা যোগ করতে পারেন) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:০১, ২৪ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

বেলায়েত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, 'নৌকাবাইচ' প্রবন্ধটির পরিবর্তে 'নৌকা বাইচ' প্রবন্ধটি রাখা হোক। ধন্যবাদ। - আরিফ হোসেন সাঈদ, ২৫ এপ্রিল ২০১২

আপনি কি নিবন্ধটির নাম নৌকা বাইচ রাখার প্রস্তাব করছেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০০, ২৫ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

বর্তমানে 'নৌকাবাইচ' ও 'নৌকা বাইচ' নামে দুটি প্রবন্ধ আছে যাদের শিরোনাম ছাড়া আর অন্য কোন পার্থক্য নেই। যেহেতু নৌকা এবং বাইচ আলাদা আলাদা দুটি শব্দ সেহেতু এটি হবে 'নৌকা বাইচ', 'নৌকাবাইচ' হবে না। তাই আমি 'নৌকাবাইচ' প্রবন্ধটি মুছে ফেলে 'নৌকা বাইচ' প্রবন্ধটি রাখার দাবি করছি। ধন্যবাদ -- আরিফ হোসেন সাঈদ (আলাপ) ১৯:০৫, ২৫ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

আলাপ:নৌকাবাইচ পাতায় দৃষ্টি আকর্ষণ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৪৫, ২৫ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ার তথ্যে ভুলে ভরা[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আমি অনেক তথ্য দেখেছি যেগুলোর গোঁড়ায় গলদ আছে। কিন্তু সেগুলো প্রকাশ পেয়েছে। অনেকেই আছেন যারা সঠিক সূত্র থেকে সঠিক তথ্য দিয়ে তা সম্পাদন করেন কিন্তু সেগুলো পরে মুছে ফেলা হয়। উইকিপিডিয়া নিশ্চয়ই মানুষকে ভুল তথ্য দেয়ার অধিকার রাখে না। - আরিফ হোসেন সাঈদ, ২৪ এপ্রিল ২০১২

উইকিপিডিয়া কোনো প্রকাশিত (প্রিন্ট বা সিডি/ডিভিডি ভার্ষন) বিশ্বকোষ নয়, তাই এখানে 'প্রকাশ' শব্দটা আপেক্ষিক। উপযুক্ত, সুপিরিয়র, নিরপেক্ষ তথ্যসূত্র থেকে তথ্য দিয়ে যেকোনো সময় তথ্যগত ভুলগুলো দূর করা যায়। তবে তা অবশ্যই নিয়মতান্ত্রিক হতে হবে। (আবার এমনও অনেক সময় হয় যে, নিয়মতান্ত্রিক সম্পাদনা, আর নিরপেক্ষ তৃতীয় পক্ষীয় তথ্যসূত্র সবকিছু ঠিকমতো মিলছে, কিন্তু তথ্যটা দুজায়গায় দুরকম —এরকম ক্ষেত্রে নিবন্ধের আলাপ পাতায় অন্য আরেকটি উৎসের তথ্যসূত্রের আহ্বান জানানো হয়, তখন আলাপ-আলোচনার ভিত্তিতে সঠিক ধাপটি কী হবে, তা নির্ধারিত হয়।) আপনার নিয়মতান্ত্রিক গঠনমূলক সম্পাদনাকে কেউ মুছে ফেলবেন না। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৪৪, ২৪ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

প্রয়োজনীয় তথ্য[সম্পাদনা]

আমার ইউজার নেম 'আরিফ হোসেন সাঈদ' আমার কম্পিউটার থেকে উইকিপিডিয়াতে লগইন করতে কোন সমস্যা হয় না কিন্তু আমি অন্য কোন ডিভাইস থেকে লগইন করতে পারি না। কারণ সেখানে বাংলা ইউনিকোডে লেখা যায় না। এর কি কোন সমাধান আছে? ধন্যবাদ।--আরিফ হোসেন সাঈদ (আলাপ) ১৮:৫১, ৩০ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

এর সমাধান কয়েক প্রকারের হতে পারে। যদি সামনে যাওয়া টাইপের সমাধান হয়, তাহলে অভ্র'র একটা পোর্টেবল এডিশন ইন্টারনেট থেকে ডাউনলোড করে পেনড্রাইভে রেখে দেয়া এবং যেকোনো জায়গা থেকে বাংলায়ই লেখা। আর যদি পিছিয়ে আসা টাইপের হয়, তাহলে উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় নিজের নামকে ইংরেজিতে পরিবর্তনের জন্য আবেদন করা। ওখানে আবেদন করলে একজন প্রশাসক আপনার নামটি পরিবর্তন করে ইংরেজিতে করে দিবেন। তাহলে যেকোনো জায়গা থেকেই আপনি লগইন করতে পারবেন। সমস্যাটা শুধু নামের ক্ষেত্রেই হচ্ছে বলে ধরে নেয়া হয়েছে। পিছিয়ে আসার সমাধান অনুসরণ করলে, আপনার নিজের পাসওয়ার্ড যদি বাংলায় থাকে, তবে সেটাও পরিবর্তন করার দরকার হবে। :)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০০:৩৯, ১ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]