ব্যবহারকারী:Mohammed Mojibur Rahman Bhuiyan (Monju)/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"রাষ্ট্র বিনির্মাণ ও নতুন রাজনীতির ডাক দিয়ে ২০১৯ সালের ২৭শে এপ্রিল প্রথমে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক উদ্যোগের সূচনা হয়েছিল। পরবর্তীতে সেই রাজনৈতিক উদ্যোগটি ২০২০ সালের ২ই মে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নামে আত্মপ্রকাশ করে। এবি পার্টি তত্ত্ব, মতবাদ, ধর্মীয় ও মতাদর্শিক বিভাজনের বিপরীতে অধিকার ভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক (Inclusive) রাজনৈতিক দল।[১][২]"

Mohammed Mojibur Rahman Bhuiyan (Monju)/খেলাঘর
আমার বাংলাদেশ পার্টি - এবি পার্টি
প্রতিষ্ঠা২ মে ২০২০
সদর দপ্তর৪৫ বিজয়নগর, ঢাকা-১০০০
নারী শাখাএবিপি উইমেন
শ্রমিক শাখাএবিপি শ্রমজীবি শাখা
যুব শাখাআমার বাংলাদেশ যুব পার্টি
ভাবাদর্শসাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার,মানবতাবাদ
রাজনৈতিক অবস্থানপ্রগতিশীল ও মধ্যে ডান
আনুষ্ঠানিক রঙBlue,
স্লোগানআমার স্বপ্ন আমার দেশ,এবি পার্টির বাংলাদেশ
ওয়েবসাইট
https://abparty.org
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন নতুন কিছু নয়। বিশেষ করে ধর্মীয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে ১৯৭৯ ও ১৯৮২ সালে দুইবার বড় ধরনের বিভক্তি দেখা দেয়।

বাংলাদেশে জামায়াতের প্রতিষ্ঠাতা আমির ছিলেন মাওলানা আব্দুর রহিম। সাধারণ সম্পাদক ছিলেন গোলাম আজম। স্বাধীনতার পর আবদুর রহিম জামায়াত নামে কোনও সংগঠন করতে ইচ্ছুক ছিলেন না। তিনি এবং মাওলানা ছিদ্দিক জামায়াত থেকে বেরিয়ে গিয়ে ‘ইসলামিক ডেমোক্রেটিক লীগ’ গঠন করেছিলেন।[৩]

এটা ছিল জামায়াতের প্রথম আনুষ্ঠানিক ভাঙ্গন।

দ্বিতীয়বার ১৯৮২ সালে অধ্যাপক আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে যুব শিবির ও পরবর্তীতে খেলাফত মজলিশ নামে দল গঠন করায় জামায়াতে দ্বিতীয় দফা ভাঙ্গন দেখা দেয়।জামায়াতে ইসলামীতে একদল লোক ছিল যারা জাতির কাছে ১৯৭১ সালের অপরাধের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত ছিল কিন্তু প্রবীণদের জন্য, যারা যুদ্ধাপরাধে জড়িত ছিল তাদের কারণে এটি করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন বিষয়টি দলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ২০১৯ সালে দলীয় নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাকের পদত্যাগ এবং শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুকে দল থেকে বহিষ্কারের পর দলের ভেতরকার জাতির কাছে দলের ক্ষমা প্রার্থনা, দলের সংস্কার ইত্যাদি বিষয়টি মিডিয়ায় আসে।[৪][৫]

জামায়াতে ইসলামীতে একদল লোক ছিল যারা জাতির কাছে ১৯৭১ সালের অপরাধের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত ছিল কিন্তু প্রবীণদের জন্য, যারা যুদ্ধাপরাধে জড়িত ছিল তাদের কারণে এটি করা সম্ভব হয় নি।[৬]

[৭]অতীতে ইসলামী দল থেকে বেরিয়ে যাওয়া নেতারা নতুন আরেকটি ইসলামী দল গঠনের নজীর স্থাপন করলেও ২০১৯ সালে জামায়াত থেকে বেরিয়ে যাওয়া অংশ প্রথমবারের মত ব্যতিক্রমধমী পদক্ষেপ গ্রহণ করেন। তারা ধর্ম ও মতবাদ ভিত্তিক রাজনীতি বাদ দিয়ে অধিকার ভিত্তিক, মূল ধারার ইনক্লুসিভ (ধর্ম, মত নির্বিশেষে সবার অন্তর্ভুক্তিমূলক) রাজনীতির পদক্ষেপ গ্রহণের ঘোষনা দেন। তাদের এ ঘোষনায় জামায়াত তাদের কে পথভ্রষ্ট  ও হেদায়াতের পথ থেকে বিচ্যুত ঘোষনা করে প্রত্যাখ্যানের ডাক দেয়।

২০১৯ সালের ২৭ই এপ্রিল সাবেক ছাত্রনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব মুজিবুর রহমান মঞ্জুসহ কয়েকজন মিলে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’নামক রাজনৈতিক উদ্যোগ গ্রহন করেন।[৮]পরবর্তীতে সংগঠকগণ পরস্পর আলাপ-আলোচনা-বিতর্ক-সংলাপের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি রাজনৈতিক বয়ান স্থির করেন। দলের একটি গ্রহণযোগ্য নাম, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসুচি নির্ধারণ করেন, প্রণয়ন করেন একটি খসড়া গঠনতন্ত্র। ১ বছরের পরিচালিত কার্যক্রমের মাধ্যমে কর্মনিষ্ঠ, যোগ্য, মেধাবী ও পরিক্ষীত একদল তারুণ্য নির্ভর নেতৃত্বের সমাবেশ ঘটাতে তারা সক্ষম হন।[৯] যার ফলশ্রুতিতে ২০২০ সালের ২ মে, শনিবার ২২২ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি নির্বাচন করে তাদের নেতৃত্বে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ এর উদর থেকে বাংলাদেশের কয়েকজন সাবেক ছাত্র ও যুব নেতা এবং চিন্তাশীল উদ্যোক্তা মিলে তত্ত্ব, মতবাদ, ধর্মীয় ও মতাদর্শিক বিভাজনের বিপরীতে অধিকার ভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক (Inclusive) রাজনৈতিক আদর্শের ভিত্তিতে দল তৈরী করার অভিপ্রায় ব্যক্ত করেন। [১০]মহান মুক্তিযুদ্ধের তিন মৌলিক অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশ কে পূণর্গঠনের নতুন রাজনীতি প্রবর্তনের ঘোষনা দেন এবং জন্মলাভ করে আজকের এবি পার্টি।[১১][১২]

মূলনীতি[সম্পাদনা]

সাম্য, মানবিক মর্যাদা ও সামজিক সুবিচার,মানবতাবাদ, সম্প্রদায় নিরপেক্ষতা তথা সকল ধর্মের স্বাধীনতা ধর্মীয় নিশ্চিতকরণ ও ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার আদায়ের রাজনীতি । [১৩]

লক্ষ্য ও উদ্দেশ্য[সম্পাদনা]

ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে ‎বাংলাদেশকে ‎একটি কল্যাণরাষ্ট্রে (Welfare State) উন্নীত করা।

কর্মসূচি

আমার বাংলাদেশ পার্টির কর্মসূচী[সম্পাদনা]

১.জাতীয় ঐক্য প্রতিষ্ঠা বাংলাদেশের নাগরিকদের মধ্যকার বিভেদ ও বিভাজন সৃষ্টিকারী সকল মত ও পথ পরিহার করে স্বাধীনতার ‎ঘোষণাপত্রে ‎উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে জাতীয় ঐক্য ‎প্রতিষ্ঠা করা।

২.গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা ক্ষমতাচর্চায় সংবিধানের যথাযথ অনুসরণ, সর্বক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অন্ন, বস্ত্র, বাসস্থান, ‎শিক্ষা, ‎‎চিকিৎসাসহ সংবিধানে ঘোষিত মানুষের সকল মৌলিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক ‎প্রচেষ্টা চলানো।

৩.প্রেরণা সৃষ্টি দেশপ্রেম, নৈতিক দৃঢ়তা, দায়িত্বশীলতা, সুশাসন, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক, ‎সাংস্কৃতিক ও ‎বুদ্ধিবৃত্তিক কর্মতৎপরতা পরিচালনা।

৪.উন্নয়ন ও গবেষণা দেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, কৃষি, শিল্প, তথ্য-প্রযুক্তি, ক্রীড়া, জলবায়ু ‎পরিবর্তনের ঝুঁকি, ‎স্থানীয় সরকার ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে টেকসই উন্নয়নের লক্ষ্যে গবেষণা ভিত্তিক নীতি ‎নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান ও কর্মপন্থা ‎প্রণয়ন।

৫.নেতৃত্ব তৈরি সমাজের সর্বস্তরে নীতিনিষ্ঠ যোগ্য নেতৃত্ব তৈরির জন্য তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ের সৎ, প্রতিভাবান ‎ও যোগ্য ব্যক্তিদের খুঁজে বের ‎করা এবং যথাযথ দায়িত্বের জন্য যোগ্যতর হিসেবে গড়ে তোলা। নারী ও পিছিয়ে ‎পড়া জনগোষ্ঠীর যোগ্যতাবৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য ‎কার্যকরী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ।

৬.সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কার দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস, বেকারত্ব, নারী ও শিশুনির্যাতন, স্বেচ্ছাচারিতা, মাদকাসক্তিসহ সকল প্রকার ‎সামাজিক ব্যাধি থেকে মুক্তির ‎লক্ষ্যে আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবেশের সংস্কার এবং আইন ও ‎সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীর জন্য আন্দোলন ‎গড়ে তোলা।

৭.কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা দারিদ্র্য বিমোচন, ধনী-গরীবের মধ্যকার পাহাড়সম বৈষম্য দূরীকরণ, সম্পদের সুষম ব্যবহার ও বন্টন, ‎ন্যায়বিচার, সামাজিক ‎নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে বাংলাদেশকে ক্রমান্বয়ে একটি ইনসাফ ‎ভিত্তিক কল্যাণরাষ্ট্রে পরিণত করা।[১৪]

পররাষ্ট্রনীতি[সম্পাদনা]

দ্বিপাক্ষিক চুক্তি বা যেকোনো ফোরামে সর্বদা বাংলাদেশের সার্থ কে আগ্রধিকার দেওয়া ও রক্ষা করা।প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, কারও সাথে প্রভুত্ব নয় বা শত্রুতা নয়।

সাংগঠনিক কাঠামো[সম্পাদনা]

এবি পার্টির সাংগঠনিক কাঠামো ওয়ার্ড পর্যায় থেকে সংগঠিত হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত সম্প্রসারিত। দলের সাংগঠনিক কাঠামো নিম্নরূপঃ

  1. শহর/পৌরসভা ওয়ার্ড কাউন্সিল ও শহর/পৌরসভা/ইউনিয়ন এবং ওয়ার্ড নির্বাহী কমিটি
  2. ইউনিয়ন কাউন্সিল ও ইউনিয়ন নির্বাহী কমিটি
  3. থানা কাউন্সিল ও নির্বাহী কমিটি
  4. শহর/পৌরসভা কাউন্সিল ও শহর পৌরসভা নির্বাহী কমিটি
  5. জেলা কাউন্সিল ও জেলা নির্বাহী কমিটি
  6. নগর/ওয়ার্ড কাউন্সিল ও নগর ওয়ার্ড নির্বাহী কমিটি
  7. নগর থানা কাউন্সিল ও নগর থানা নির্বাহী কমিটি
  8. নগর কাউন্সিল ও নগর নির্বাহী কমিটি
  9. জাতীয় নির্বাহী কমিটি
  10. সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি
  1. বিদেশে দলের শাখা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. {{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=আমাদের সম্পর্কে |ইউআরএল=https://abparty.org/about-us/ |ওয়েবসাইট=আমার বাংলাদেশ পার্টি |প্রকাশক=এবি পার্টি - মিডিয়া বিভাগ |সংগ্রহের-তারিখ=৯ই জুলাই ২০২১ |আর্কাইভের-ইউআরএল=http://abparty.org/front/contact
  2. "নতুন রাজনৈতিক দল 'আমার বাংলাদেশ পার্টি'র আত্মপ্রকাশ"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  3. "৮০ বছর বয়সে জামায়াতের সফলতা কী?"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১১ 
  4. "৮০ বছর বয়সে জামায়াতের সফলতা কী?"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১১ 
  5. "জামায়াতের ক্ষমা চাওয়া উচিত: ব্যারিস্টার রাজ্জাক"Sarabangla | Breaking News | Sports | Entertainment (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১১ 
  6. "জামায়াতের ক্ষমা চাওয়া উচিত: ব্যারিস্টার রাজ্জাক"Sarabangla | Breaking News | Sports | Entertainment (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১১ 
  7. "শিবিরের সাবেক সভাপতি মঞ্জু জামায়াত থেকে বহিষ্কার"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১১ 
  8. "সংস্কারপন্থীদের নতুন দল নিয়ে কি চিন্তিত জামায়াত"BBC News বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  9. "জামায়াতের সাবেক নেতাদের নতুন দল এবি পার্টির আত্মপ্রকাশ"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  10. Welle (www.dw.com), Deutsche। "কী করতে চান জামায়াতের সংস্কারপন্থিরা? | DW | 28.04.2019"DW.COM। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  11. "জামায়াতের সংস্কারপন্থীদের নতুন দল 'এবি' পার্টির আত্মপ্রকাশ"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  12. "এবি পার্টির আত্মপ্রকাশ ও আরো একটি রাজনৈতিক ট্র্যাজেডি"Somoy News। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  13. http://http://abparty.org/front/objective=bn  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  14. "এবি পার্টি"abparty.org। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]