ব্যবহারকারী:Damalsami/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর [[বিহার রেজিমেন্ট]]-এর বাঙালি সৈনিকদের দুটি পায়োনীয়ার কোম্পানির সমন্বয়ে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট-এর ১ম ব্যাটেলিয়ন প্রশিক্ষন কোম্পানী গঠন করা হয়। প্রশিক্ষন কোম্পানীর প্রতিষ্ঠাতাকালীন সময় সর্বপ্রথম সর্বজ্যেষ্ঠ বাঙ্গালী সেনা অধিনায়ক ছিলেন অফিসার কমান্ডিং (ওসী), কমান্ডান্ট [[মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী]] । [[মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী]]<nowiki/>কে ১ম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষন কোম্পানী গঠন ও প্রতিষ্ঠা করার দায়িত্ব লাভ করেন । বিরুপ পরিস্তিতীতে তাঁর অক্লান্ত পরিশ্রমে ও ত্যাগে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের [[সিনিয়র টাইগার্স|সিনিয়র টাইগারস]] কে যুদ্ধ উপযোগী করে গড়ে তোলেন পরবর্তী সময়ে তাঁর প্রশিক্ষিত বাঙ্গালী যোদ্ধা সেনারা রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে প্রমান করে তাদের শ্রেষ্ঠত্ব বারংবার



ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন ১৯৩৭ সালে।

সেনাবাহিনীর জীবন[সম্পাদনা]

মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী তৎকালীন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন৷ ১৯৪১ সালে । দেরাদুনে ব্রিটিশ - ভারতীয় মিলিটারি একাডেমীতে প্রশিক্ষণ শেষে তিনি ১৯৪১ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন কমিশনড অফিসার হিসেবে। সেসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিলো। ব্রিটিশ সেনাবাহিনীর তিনি বার্মা (মিয়ানমার) ফ্রন্টে কাজ করেন। ১৯৪৩ সালে ক্যাপ্টেন পদে উন্নীত হন।

মহাপ্রয়াণ[সম্পাদনা]

১৯৬৫ সালের মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী মৃত্যুবরণ করেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]