বৌধ রাজ্য
অবয়ব
বৌধ রাজ্য ବୌଦ୍ଧ | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১৮৭৪–১৯৪৮ | |||||||
পতাকা | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া তে বৌধ রাজ্য | |||||||
আয়তন | |||||||
• ১৯২১ | ৩,২৭৪ বর্গকিলোমিটার (১,২৬৪ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯২১ | ১৩০,১০৩ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৮৭৪ | ||||||
১৯৪৮ | |||||||
| |||||||
Baudh Princely State |
বৌধ রাজ্য ছিল ব্রিটিশ রাজ আমলে ভারতের অন্যতম দেশীয় রাজ্য ছিল। এটি ১৮৭৪ সালে একটি রাজ্য হিসাবে স্বীকৃত পায় [১] এবং এর রাজধানী ছিল বৌধ শহরে ছিল। এর সর্বশেষ শাসক ১৯৪৮ সালের ১ জানুয়ারিতে ভারতীয় ইউনিয়নের সাথে যোগদানপত্র স্বাক্ষর করেন।
ইতিহাস
[সম্পাদনা]বৌধ ছিল উড়িষ্যার ২৬ টি সামন্ত রাজ্যের অন্যতম। কিংবদন্তি অনুসারে রাজ্যটি শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয়েছে সম্ভত ব্রাহ্মণ দ্বারা, যে রাজা কেন্দুঝরের ভাইপোর উত্তরাধিকারী হিসাবে গৃহীত হয়েছিল।[২]
দেশীয় রাজ্যটি বর্তমানে বৌধ জেলার মধ্যে অবস্থিত।
বৌধের শাসকগণ
[সম্পাদনা]রাজ্যটির রাজারা ছিলেন:
- ১৮৭৪–১৮৭৯ পিতাম্বর দেও
- ১৮৭৯-১৯১৩ যোগেন্দ্র দেও
- ১৯১৩–১৯৪৭ নারায়ণপ্রসাদ দেও
আরো দেখুন
[সম্পাদনা]- পূর্ব স্টেটস এজেন্সি
- ভারতের রাজনৈতিক সংহতকরণ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Indian Princely States before 1947 A-J"। www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৫।
- ↑ Malleson, G. B. An historical sketch of the native states of India, London 1875, Reprint Delhi 1984