বেসি লাভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেসি লাভ
Bessie Love
আনু. ১৯২৩ সালে লাভ
জন্ম
জুয়ানিটা হর্টন

(১৮৯৮-০৯-১০)১০ সেপ্টেম্বর ১৮৯৮
মৃত্যুএপ্রিল ২৬, ১৯৮৬(1986-04-26) (বয়স ৮৭)[২]
হিলিংডন, লন্ডন বরো, যুক্তরাজ্য
জাতীয়তামার্কিন
নাগরিকত্ব
  • মার্কিন
  • ব্রিটিশ
পেশা
  • অভিনেত্রী
  • লেখিকা
কর্মজীবন১৯১৫-১৯৮৩
উচ্চতা৫ ফুট ০ ইঞ্চি (১৫২ সেন্টিমিটার)[১]
দাম্পত্য সঙ্গীউইলিয়াম হক্‌স (বি. ১৯২৯; বিচ্ছেদ. ১৯৩৬)
সন্তান
আত্মীয়
স্বাক্ষর

বেসি লাভ (জন্ম জুয়ানিটা হর্টন; ১০ সেপ্টেম্বর ১৮৯৮ - ২৬ এপ্রিল ১৯৮৬) ছিলেন একজন মার্কিন-ব্রিটিশ অভিনেত্রী। তিনি নির্বাক ও সবাক চলচ্চিত্রের প্রাথমিক সময়ে নিষ্পাপ, তরুণী ও বিনোদন প্রদানকারী প্রধান অভিনেত্রী হিসেবে কাজ করে খ্যাতি অর্জন করেন।[৪] নির্বাক চলচ্চিত্র থেকে শুরু করে সবাক চলচ্চিত্র, মঞ্চ, বেতার ও টেলিভিশনে তার কর্মজীবনের ব্যপ্তি ছিল প্রায় আট দশক। তিনি দ্য ব্রডওয়ে মেলডি (১৯২৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

লাভ ১৮৯৮ সালের ১০ই সেপ্টেম্বর টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম জুয়ানিটা হর্টন।[১] তার পিতা জন ক্রস হর্টন এবং মাতা এমা জেন হর্টন (বিবাবপূর্ব স্যাভেজ)।[৫] তার পিতা ছিলেন রাখাল ও বারটেন্ডার,[৬] এবং তার মাতা একটি রেস্তোরাঁয় কাজ করতেন।[৭] লাভ অষ্টম শ্রেণি পর্যন্ত মিডল্যান্ডের একটি বিদ্যালয়ে পড়াশোনা করেন,[৮] এরপর তারা সপরিবারে অ্যারিজোনা, নিউ মেক্সিকো ও সর্বশেষ ক্যালিফোর্নিয়ায় যান এবং সেখানে হলিউডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।[২] হলিউডে তার পিতা কাইরোপ্র্যাক্টর হিসেবে কাজ করেন, এবং তার মাতা জ্যান্টজেন্‌স নিটওয়্যার অ্যান্ড বাদিং স্যুটস ফ্যাক্টরিতে কাজ করতেন।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Stars of the Photoplay। শিকাগো: ফটোপ্লে ম্যাগাজিন। ১৯২৪। 
  2. ফোকার্ট, বার্ট এ. (২৯ এপ্রিল ১৯৮৬)। "Bessie Love, Silent Screen Actress Discovered in 1915, Dies at 87"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০ 
  3. কিড ১৯৮৬, পৃ. ৬৭।
  4. "Silent Film Star Bessie Love Dies in London at 87"। ভ্যারাইটি। খণ্ড ৩২৩ নং ১। লস অ্যাঞ্জেলেস। এপ্রিল ৩০, ১৯৮৬। পৃষ্ঠা ৪, ৩৬। 
  5. কিড ১৯৮৬, পৃ. ৬৯।
  6. ইয়ের্গিন, ড্যানিয়েল (ডিসেম্বর ১১, ১৯৬৯)। "1915, a schoolgirl named Juanita Horton was about to meet D. W. Griffith in Babylon, Hollywood. He made her one of the great stars of the silent movies"। রেডিও টাইমস। Photographed by Tony Ray Jones। পৃষ্ঠা ৫২–৫৫। 
  7. পেরি, জর্জ (সেপ্টেম্বর ১৮, ১৯৭৭)। "Love's No Stranger"। দ্য সানডে টাইমস ম্যাগাজিন। লন্ডন। 
  8. টেম্পল, জর্জিয়া (জানুয়ারি ১৭, ২০০৭)। "Midland's first star burned bright in Hollywood sky"মিডল্যান্ড রিপোর্টার-টেলিগ্রাম। জুলাই ২১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৬, ২০২০ 
  9. লাভ, বেসি (জুলাই ১০, ১৯৬২)। "My First Film Job"। দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর। পৃষ্ঠা ৮। 

বহিঃসংযোগ[সম্পাদনা]