বীরাঙ্গনা সতী সাধনী রাজ্যিক বিশ্ববিদ্যালয়
অবয়ব
| ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
|---|---|
| স্থাপিত | ২০২১ |
| আচার্য | আসামের রাজ্যপাল |
| উপাচার্য | অধ্যাপক ড. জ্যোতি প্রসাদ সাইকিয়া |
| অবস্থান | , , |
| অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) |
বীরাঙ্গনা সতী সাধনী রাজিক বিশ্ববিদ্যালয় আসামের গোলাঘাট জেলায় অবস্থিত একটি পাবলিক স্টেট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি বীরাঙ্গনা সতী সাধনী রাজ্যিক বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এর বলে প্রতিষ্ঠিত হয়েছিল যা ২০২০ সালের ২ সেপ্টেম্বর আসাম সরকার দ্বারা অনুমোদিত হয়।[১] ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি আসাম সরকার অধ্যাপক ড. জ্যোতি প্রসাদ সাইকিয়াকে বীরাঙ্গনা সতী সাধনী রাজিক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দুই বছরের জন্য নিযুক্ত করেন।[২] শুতীয়া রাজবংশের শেষ রাণী সতী সাধনীর স্মরণে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত এবং নামকরণ করা হয়।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Assam govt to set up Birangana Sati Sadhani State University in Golaghat"। East mojo।
- ↑ "JP Saikia Appointed VC Of BSSR Varsity In Golaghat"। Pratidin Time। ১০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১।
- ↑ "BIRANGANA SATI SADHINI STATE UNIVERSITY TO BE SET UP IN GOLAGHAT: HIMANTA BISWA SARMA"। News Live।