বিষয়শ্রেণী আলোচনা:রোগবিজ্ঞান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: এম আবু সাঈদ কর্তৃক ৪ বছর পূর্বে "বিষয়শ্রেণীর নামকরণ" অনুচ্ছেদে

বিষয়শ্রেণীর নামকরণ[সম্পাদনা]

সাঈদঅর্ণব ভাই, বাংলা একাডেমির অভিধানে ‘Pathology’-এর বাংলা করা হয়েছে ‘রোগবিজ্ঞান’ বা ‘রোগবিদ্যা’। যেহেতু আমাদের উইকিতে বাংলা একাডেমির বানানরীতিকে আদর্শ ধরা ও প্রয়োগ করা হয়, তাই বিষয়শ্রেণীর নামটি কি পরিবর্তন করা সম্ভব? আমি নিশ্চিত নই ‘রোগনিরূপণবিদ্যা’ কোনো স্বীকৃত পরিভাষা কী না যদিও গুগল করে এটির ব্যবহার দেখতে পাচ্ছি। গুগল অনুসারে সবচেয়ে প্রচলিত ‘রোগবিদ্যা’। তবে আমরা যেহেতু ‘-বিদ্যা’-এর বদলে বিভিন্ন স্থানে ‘-বিজ্ঞান’ ব্যবহার করি (সম্ভবত বিজ্ঞানের শাখাগুলোর একটি আদর্শ নামকরণের চর্চা তৈরির স্বার্থে), তাই ‘রোগবিজ্ঞান’ রাখা যায়। আপনাদের মতামত প্রার্থনা করছি। — তানভির১১:২৭, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমি পরিভাষা অভিধানগুলি খুঁজে ৫টা পরিভাষা পেলাম: রোগবিদ্যা, রোগবিজ্ঞান, রোগতত্ত্ব, বিকারবিদ্যা ও বিকারতত্ত্ব। আমার মতে তানভির যেমন বলেছেন সামঞ্জস্য রাখার জন্য বিষয়শ্রেণী ও মূল নিবন্ধের নাম রোগবিজ্ঞান রাখলে ভাল হয়। রোগনিরূপণবিদ্যা diagnostics-এর বাংলা। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:২২, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
জি, তানভির ভাই। বিজ্ঞানের একটা শাখা হিসেবে রোগবিজ্ঞান নামে বিষয়শ্রেণীমূল নিবন্ধের নাম নামকরণ করার পক্ষে আমার সমর্থন রইল। আবু সাঈদ (আলাপ) ০৮:৪৯, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন