বিষয়শ্রেণী আলোচনা:নিবন্ধে বিশেষজ্ঞের মনোযোগ প্রয়োজন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Prodipto Deloar কর্তৃক ২ বছর পূর্বে "উইকিডাটায় সংযোগ" অনুচ্ছেদে

উইকিডাটায় সংযোগ[সম্পাদনা]

প্রিয় @কুউ পুলক ভাই, আপনি উইকিতে নিরলস অবদান রাখেন, এইজন্য সাধুবাদ ও অভিনন্দন আপনাকে। আপনি যদি এই বিষয়শ্রেণীগুলো তৈরি করার সাথে সাথে উইকিডাটায় সংযোগ করে দেন, তাহলে খুব ভালো হয়। এখন খুজে খুজে যুক্ত করা খুব কঠিন হয়ে পরছে...। শুভ কামনায় -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১০:১৮, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Prodipto Deloar আপনি ঠিকই বলেছেন। বিষয়শ্রেণীকেও যে আন্তঃউইকি সংযোগ দিতে হয় সেটা জানার আগে আমি যে বিষয়শ্রেণীগুলো তৈরি করেছিলাম সেগুলো নিয়ে আমি নিজেও বিব্রত। বর্তমানে আন্তঃউইকি সংযোগবিহীন ঐ বিষয়শ্রেণীগুলো অনেক সময় খুঁজে পাই না, আবার পেলেও যার সাথে সংযোগ দেব তাকে পাই না। কাজটা আসলেই খুব কঠিন। আমিও আপনাদের সহযোগিতা চাইছি। --  কুউ পুলক  ১২:১৮, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক আমি গত দুইদিন ধরে উইকিপিডিয়ার প্রশাসনিক বিষয়শ্রেণী নিয়ে কাজ করছিলাম, দেখলাম অনেক প্রশাসকসহ অভিজ্ঞ উইকিপিডিয়ান সদ্য বিষয়শ্রেণী তৈরি করেছেন, কিন্তু আন্তঃ উইকিতে যোগ করেননি। এরা সচারচর সাধারণ নিবন্ধের ক্ষেত্রে এমন করেন না, আমার মনে হয়, বিষয়শ্রেণী তৈরি করে আন্তঃ উইকিতে যোগ করা একটু কম গুরুত্ব পাচ্ছে। আমি আলোচনাসভায় এটা নিয়ে বার্তা দিতে চাচ্ছিলাম, যাতে বিষয়শ্রেণীগুলো আন্তঃ উইকিতে যোগ করতে সবাই মনোযোগী হয়। অনেক ভোগান্তিতে পরতে হচ্ছে এর জন্য। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৫:৩৮, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন