টেমপ্লেট আলোচনা:প্রত্যুত্তর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুরক্ষা পরিবর্তনের আবেদন[সম্পাদনা]

টেমপ্লেটকে প্রপাতাকার সুরক্ষা দেবার কারণ বুঝিনি। অনুগ্রহ করে সুরক্ষা পরিবর্তন করবেন। ধন্যবাদ! —আ হ ম সাকিব বার্তা ০৬:২৩, ২৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য

@Ahmad Kanik: ভাই, এটা তো নথি পাতার জন্যই আবেদন ছিল। এখানে স্থানান্তরের হেতু কী? —আ হ ম সাকিব বার্তা ১০:৪৩, ২৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@আ হ ম সাকিব: ভুল বুঝেছিলাম। টেমপ্লেটের সুরক্ষা না লিখে নথির সুরক্ষা লিখলেই ভুল বুঝতাম না - Ahmad ১০:৪৭, ২৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmad Kanik: ধন্যবাদ! তবে, নথিকে সুরক্ষিত করা হয়নি। টেমপ্লেটকেই করা হয়েছে। কিন্তু প্রপাতাকার সুরক্ষা ব্যবহার করা হয়েছে। যার কারণে, নথিটিও সুরক্ষিত হয়ে আছে। বাংলা উইকিতে এই টেমপ্লেটের নথিকে সুরক্ষিত করা আমার কাছে যুক্তিসংগত লাগছে না। —আ হ ম সাকিব বার্তা ১০:৫৫, ২৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@আ হ ম সাকিব: সরানো হল। --আফতাব (আলাপ) ০১:২৯, ২৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ping অর্থ[সম্পাদনা]

টীকা: এই আলোচনাটি চিত্র আলোচনা:ইস্পাহানী লোগো.jpg পাতায় ছিল, পাতাটি অপসারিত হওয়ায়, আলোচনা সংরক্ষণের স্বার্থে তা এখানে আনা হল।

@আফতাবুজ্জামান: এই ping যে লিখি এর কোন বাংলা আছে কি? পর সমাচার এই যে, এই ফাইলটা মুছে ফেলতে হবে। কারন এই ফাইলটা পূর্ব থেকেই বর্তমান। এখানে দেখুন। ভুল করে এটা আপলোড করা হয়েছে। এখানে দেখুন। ফাইল মুছে ফেলার অনুরোধের ট্যাগ আমারটা কি ঠিক আছে, না কোনটা ব্যবহার করলে ভালো হয়। জানাবেন। ধন্যবাদ।  কুউ  পুলক  ০৯:৩২, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: Ping এর বাংলা অর্থ কি, আমিও এটিই ভাবছিলাম সকালে! বাংলা একাডেমি অনুযায়ী, এর অর্থ হচ্ছে বন্দুকের গুলি প্রভৃতির তীক্ষ্ণ হিস-শব্দ :/ ~ নাহিয়ান আলাপ ১০:৩২, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nahian~bnwiki: আমি আসলে বলতে চেয়েছিলাম রিপ্লাই দিতে গেলে {{re|উইকি নাম}} এর স্থলে {{উত্তর|উইকি নাম}} লেখা যায়; তদ্রুপ {{Ping|উইকি নাম}} এর Ping -এর জায়গায় কি অন্য কোন বাংলা শব্দ আছে যা ব্যবহার করা যায়।  কুউ  পুলক  ১০:৫৩, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: আমি আপনার প্রশ্ন পূর্বেই বুঝেছি এবং আপনি যা ভাবছেন, আমিও সেটাই ভেবেছিলাম। পূর্বের বার্তায় Ping-এর অভিধানিক অর্থ এমনিই উল্লেখ করেছিলাম। তবে আমিও জানতে আগ্রহী যে, Ping এর কোনো বাংলা কোড আছে কিনা। ~ নাহিয়ান আলাপ ১১:০২, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak এবং Nahian~bnwiki: Ping এর বাংলা কোড হিসেবে {{প্রত্যুত্তর|ব্যবহারকারী নাম}} ব্যবহার করা হয়, এখানে দেখুন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:৩১, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: Ping দিয়ে আমি প্রথমবার প্রশ্ন করছি। সেটা প্রত্যুত্তর হয় কিভাবে। যেখানে প্রত্যুত্তর হলো উত্তরের উত্তর (প্রতি + উত্তর)। আমার মনে হয় আরো সঠিক বাংলা শব্দ পাওয়া যেতে পারে আলোচনার মাধ্যমে বাংলায় ভালো দখল আছে এমন কারো কাছ থেকে। [আপনার লিংক দেখেছি। ওটা তো ঠিক আছে তবু ...]  কুউ  পুলক  ১১:৪২, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: প্রত্যুত্তর মানে উত্তরের উত্তর নয়, এর অর্থ প্রতি উত্তর অর্থাৎ আপনার প্রতি উত্তর প্রদান। তবে, Ping কে আপনি কখন ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার। আপনি প্রথমবার প্রশ্ন করতে [[ব্যবহারকারী:নাম]],{{উল্লেখণ}},{{উত্তর}},{{reply to}},{{re}} এসব ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয়, এত বড় আলোচনাটি আপনার এখানে করা উচিত হয় নি, কারণ চিত্রটি অপসারণ করে দিলে আলাপ পাতাটিও অপসারণ করে দিবে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:১৫, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র [ব্যবহারকারী:নাম] দিলেই যদি হয় তবে ...? আমি আর পিং লাগাবো না। আলোচনাটা কিভাবে যেন এখানে হয়ে গেল। এই আলোচনাটা কোথায় সরানো যায় বলুন তো।  কুউ  পুলক  ১৩:৪৯, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: ব্যবহারকারী নাম দিয়ে উল্লেখ করতে চাইলে [[ব্যবহারকারী:নাম]] কোড ব্যবহার করিয়েন। আর আলোচনাটি চাইলে আলোচনাসভায় স্থানান্তর করা যেতে পারে, তবে এক্ষেত্রে স্থানান্তরের কারণটা আলোচনার শুরুতে উল্লেখ করে দিলে ভালো হয়। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:৫৫, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: আলোচনা যাকে নিয়ে হচ্ছে সেখানে আনা হল। অনুরূপটি চিত্র অপসারণ করা হল। পিং এর এককথার বাংলা জানা নেই, তবে উপরে যে পরামর্শ দেয়া হয়েছে তা ব্যবহার করতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫২, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আলোচনায় অংশগ্রহণ করায় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।  কুউ  পুলক  ১৬:৪০, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]