আলাপ:১২৭ আওয়ারস
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Foysol3195 কর্তৃক ৬ বছর পূর্বে "বানান সম্পর্কিত" অনুচ্ছেদে
এই পাতাটি ১২৭ আওয়ারস নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতা ২০১৮-এর অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। |
বানান সম্পর্কিত
[সম্পাদনা]সুপ্রিয় @Foysol3195: উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার অনুবাদ ভালো হয়েছে তবে নিবন্ধে প্রচুর বানান ভুল লক্ষ্য করা যাচ্ছে, যেমন - জীবনিমূলক, বৃটিশ, আত্নজীবনি, প্রসংশিতসহ আরো অনেক। সেইসাথে নিবন্ধের সহজবোধ্যতার প্রতি একটু খেয়াল রাখবেন। কিছু জায়গায় নিবন্ধের ভাষা যান্ত্রিক হয়েছে। "চলচ্চিত্রটিতে জ্যামস ফ্রাঙ্কো অভিনয় করেন এরন র্যালস্টোন চরিত্রে একজন গিরিসংকট অভিযানকারী, যে পাথরের নুড়িরর ফাঁদে আটকা পড়ে ২০০৩ সালের এপ্রিলে দক্ষিণ-পূর্ব উতাহতে জনমানবহীন গিরিসংকট জন ক্যানিয়নে" এই ধরনের কয়েকটি লাইন রয়েছে, যা আরও সহজবোধ্য করা সম্ভব। এই বিষয়গুলো সংশোধন করে এখানে জানান, নিবন্ধটি পুনরায় জমা দিতে হবে না। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ১১:২২, ২০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
-ধন্যবাদ @Wakim32: ভাই, প্রথম দিকেরটুকু একটু তাড়াহুড়ো করে করা হয়েছিল, তাই বাক্যের গঠনের দিকে খেয়াল ছিল না। আর কোন বানান ভুল থাকলে একটু বলে দিবেন। :) Foysol (আলাপ) ০৮:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)