আলাপ:শাহরিয়ার কবির
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: RiazACU কর্তৃক ১ বছর পূর্বে "সম্পাদনার অনুরোধ, ৩ সেপ্টেম্বর ২০২৩" অনুচ্ছেদে
এই পাতাটি শাহরিয়ার কবির নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
সংযোজন
[সম্পাদনা]আমার মনে হয় শাহরিয়ার কবির যে কোনো সেক্টরে মুক্তিযুদ্ধ করেননি এবং তিনি যে একাত্তরে মুরগী সরবরাহ করতেন পাক-বাহিনিকে বলে সমাজের বৃহদাংশের অভিযোগ আছে এদুটো বিষয় উইকিপিডিয়ায় তথ্যসূত্রসহ সংযোজন করা দরকার। হাসান ফেরদৌস (আলাপ) ১৬:৪২, ৩ মে ২০১৭ (ইউটিসি)
বইয়ের নাম ও বানান
[সম্পাদনা]এখানে সমালোচনা বইয়ের শুদ্ধ নাম সহ একটা তথ্যসূত্র গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছিল। উল্লেখ্য, সমালোচনাকে পরিষ্কার করা হয় নি। আর বানান ভুল রয়েছে সমালোচনাতে, সেসবও সংশোধন করা যায়। এই হলো অভীক (আলাপ) ০৩:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ৩ সেপ্টেম্বর ২০২৩
[সম্পাদনা]এই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
শাহরিয়ার কবিরের পিতৃভূমি ফেনী হলেও তার জন্ম এবং বেড়ে উঠা ঢাকায়। তাঁর আত্মজীবনী ‘আমার একাত্তর’ গ্রন্থেও তাই উল্লেখে আছে। হ্যাং স্টোন (আলাপ) ২২:১১, ৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- নির্ভরযোগ্য কোনো সংবাদপত্র বা ওয়েবসাইটের লিংক দিলে ভালো হয়, যাতে বিষয়টি সহজে যাচাই করা যায়। রিয়াজ (আলাপ) ১৩:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)