আলাপ:শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


ঢাকায় দুটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে। একটি রায়ের বাজার (এই নিবন্ধের)। আরেকটি মিরপুরে। দুটির নামেই "শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ" অংশটুকু একই হলেও স্থান দুটির প্রবেশদ্বারের নামফলকে দুইভাবে লেখা আছে। যথা: "রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ" এবং "মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ"। আমার মনে হয়, বিভ্রান্তি এড়াতে নিবন্ধ দুটির নাম স্থানের নামফলকের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিৎ। – তারুণ্য আলাপ০৯:৩২, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি একমত, নাম ফলকের নামানুসারে স্থানান্তর করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে একটা দ্ব্যর্থতা নিরসন পাতা তৈরি করিলেই হবে। কেউ আপত্তি না জানালে ৫দিন পর স্থানান্তর করে দেব। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৬, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]