আলাপ:রাহুল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এর ইংরেজি উইকি সংযোগে দেখা গেল মূলত নিবন্ধটি রাহুল নাম টি নিয়ে। কিন্তু রাহুল নামটি নিয়ে আমার মতে আলাদা নিবন্ধ হওয়ার কথা আর যেহেতু গৌতম বুদ্ধের পুত্র এই নামটির অধিকারী তার জন্য এই পাতা টি। অন্যদের মতামত চাইছি। --Hasan.zamil ১০:১৬, ২৫ অক্টোবর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

রাহুল শব্দটির মানে কিছু নিশ্চয়ই আছে। কিন্তু এটি নাম হসাবেই ব্যাবহার হতে দেখা যায়। বুদ্ধের পুত্র রাহুল ছিল ঐতিহাসিক একজন যার নাম রাহুল। কিন্তু আমার মনে হয় এরকম আরো অনেক ঐতিহাসিক রাহুল থেকে থাকবে। রাহুলের জীবনী নিজ গুণে একটি নিবন্ধ হতেই পারে। কাজেই আপাতত রাহুল(নাম) নামে একটি দ্ব্যর্থতা নিরসন পাতা তৈরী করে তাতে রাহুল (বৌদ্ধ), বা এরকম কিছু এই নিবন্ধটিতে ডাইরেক্ট করা যেতে পারে। অন্যান্য ভুক্তি গুলির মধ্যে রাহুল গান্ধী, রাহুল দেব বর্মন ইত্যাদি থাকতে পারে। --128.12.147.175 ০১:৪৪, ২৬ অক্টোবর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]