আলাপ:ব্লখ তরঙ্গ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ সম্পর্কে[সম্পাদনা]

প্রিয় @Arko Somujjal Dutta: নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে প্রতিযোগিতায় আপনাকে সংশ্লিষ্ঠ ইংরেজি নিবন্ধটি পুরোটা বাংলাতে অনুবাদ করতে হবে। আপনি যতটুকু অনুবাদ করেছেন আমি সেগুলো কিছুটা সংশোধন করে দিয়েছি। আপনি অনুবাদ শেষ করুন, আমরা পুনরায় নিবন্ধটি পর্যালোচনা করবো, আপনাকে নতুন করে জমা দিতে হবে না। তবে কয়েকটি বিষয় খেয়াল করবেন, গাণিতিক সূত্রগুলো নিবন্ধ যুক্ত করার জন্য আপনি যেমন, নতুন করে ছবি আকারে সেগুলো আপলোড করেছেন, সেটি করার প্রয়োজন নেই। ইংরেজি নিবন্ধের যে অনুচ্ছেদে এমন ইকুয়েশন আছে সে অনুচ্ছেদের “ইডিট” বাটনে ক্লিক করলে দেখবেন সূত্রগুলো <math>\psi(\mathbf{r}) = \mathrm{e}^{\mathrm{i}\mathbf{k}\cdot\mathbf{r}} u(\mathbf{r})</math> এভাবে দেওয়া রয়েছে। সরাসরি সেটি কপি করে যুক্ত করে দিলে এরকম দেখাবে- আরও কোন সাহায্যের প্রয়োজন হলে বলবেন, আমরা ছোটখাটো সংশোধন প্রয়োজন হলে করে দেব। তবে নিবন্ধটি পুরোটা অনুবাদ করতে হবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০০, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় @NahidSultan:, অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাকে বলে দেয়ার জন্য। আমি কিছু লিংক যুক্ত করতে পারছিলাম না। লিংকগুলো উইকিপিডিয়ায় আছে। কিন্তু attach link icon-এ ক্লিক করে পাতার শিরোনাম লিখলেও দেখাচ্ছিল "কোন পাতা নেই"।এটি কেন হলো এবং কিভাবে এ সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়? ধন্যবাদ --arko (আলাপ) ১৭:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে কোথায় আপনি লিংক সংযুক্ত করতে চেয়েছিলেন বুঝতে পারিনি। সে যাইহোক, আপনি অনুবাদ শেষ করুন, আমি অনুবাদ শেষ হলে কিছু সংশোধন করতে হলে করে দেব। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]