আলাপ:বান্দরবান জেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বর্ণ মন্দির নয়[সম্পাদনা]

বান্দরবান বিষয়ক নিবন্ধে সবাই সোনালি রঙের বৌদ্ধ মন্দিরটির বর্ণনা দিতে বারবার "স্বর্ণ মন্দির" বলে ভুল করেন। ওটার সামনে যে সাইনবোর্ড লাগানো আছে, তাতে স্থানীয় ভাষায়সহ বাংলায় লেখা আছে "বৌদ্ধ ধাতু জাদি"। তাই এটাই অনুসৃত হওয়া উচিত বলেই অনুমিত। আলোচনার প্রয়োজনে যদি প্রমাণের প্রয়োজন হয়, আমি সেই সাইনবোর্ডের একটা ছবি সরবরাহ করতে পারবো, ইনশাল্লাহ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:০৭, ৫ আগস্ট ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

যোগাযোগ ব্যবস্থা অংশে ফোন নাম্বার সমূহ মুছে ফেলা প্রয়োজন। কারন উইকিপিডিয়া কোনো ডিরেক্টরি নয়রাহাত (আলাপ) ১৭:২৩, ৩০ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

অনেক ধন্যবাদ রাহাত ভাই, বিষয়টা দৃষ্টিগোচর করার জন্য। সত্যি বলতে কি এমনটা কখনোই করতে দেয়া উচিত নয়। কিন্তু কোন ফাঁকে কে বা কারা যে এমনটা করে গেছে, খোঁজার এখন ইচ্ছে হচ্ছে না। যাহোক, ওগুলো মুছে ফেলা হয়েছে। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:৫৬, ১ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]